ETV Bharat / entertainment

New Bengali Films: মুক্তি পেল একগুচ্ছ বাংলা ছবি, শুরু কঠিন 'বক্স অফিস ব্যাটেল' - New Bengali Films

সম্রাট শর্মা, রঞ্জন ঘোষ, সুজিত মণ্ডল, রিনো এবং ঋক চট্টোপাধ্যায়ের ছবি একইসঙ্গে মুক্তি পেল 25 নভেম্বর । এবার বক্স অফিসে আয়ের নিরিখে কেমন ফল করবে এই ছবিগুলি সেটাই দেখার (New Bengali Films) ৷

Etv Bharat
মুক্তি পেল একগুচ্ছ বাংলা ছবি, শুরু কঠিন বক্স অফিস ব্যাটেল
author img

By

Published : Nov 25, 2022, 5:18 PM IST

কলকাতা, 25 নভেম্বর: এ যেন শীতকালীন দৌড় প্রতিযোগিতা ! নাম লিখিয়েছেন সম্রাট শর্মা, রঞ্জন ঘোষ, সুজিত মণ্ডল, রিনো এবং ঋক চট্টোপাধ্যায়। নামগুলি নিশ্চই কমবেশি সকলের কাছেই পরিচিত ৷ বাংলা ছবির এই পরিচালকদের চেনেন না এমন সিনে অনুরাগীর সংখ্য়া যে বেশ কম তা বলাই বাহুল্য । এঁদের পরিচালনাতেই আজ 25 নভেম্বর মুক্তি পেল একগুচ্ছ বাংলা ছবি (5 Bengali film released today will face a tough box office battle) ।

5 Bengali film released today will face a tough box office battle
সম্রাট শর্মার পরিচালনায় মুক্তি পেল ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'।

সম্রাট শর্মার পরিচালনায় মুক্তি পেল ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। এই ছবিতে একেবারে নতুন জুটিকে নিয়ে কাজ করেছেন পরিচালক । এই ছবির নায়ক-নায়িকা ইপ্সিতা মুখোপাধ্যায় এবং ঋষভ বসু । ছবির নায়ক নায়িকা যেমন নতুন, প্রযোজকরা কিন্তু তেমনই সুপারস্টার ৷ প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন প্রযোজক রূপে । আদ্যোপান্ত মজা এবং ভালোবাসার ছবি এটি (5 Bengali film released today) ।

5 Bengali film released today will face a tough box office battle
প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্তর জুটি নিয়ে সুজিত মণ্ডল বানিয়েছেন 'তোকে ছাড়া বাঁচব না'।

প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্তর জুটি নিয়ে সুজিত মণ্ডল বানিয়েছেন 'তোকে ছাড়া বাঁচব না' । এতদিনের লম্বা কেরিয়ারে প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্ত । অন্যদিকে রঞ্জন ঘোষের পরিচালনায় আজ হাজির সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি 'মহিষাসুরমর্দ্দিনী' । ছবির কেন্দ্রে ঋতুপর্ণা সেনগুপ্ত ।

5 Bengali film released today will face a tough box office battle
রঞ্জন ঘোষের পরিচালনায় আজ হাজির সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি 'মহিষাসুরমর্দ্দিনী'

এখানে একজন নভশ্চরের ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা । আজও সমাজে মেয়েদের উপর ঘটে চলা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আঘাত হানে এই ছবি । টলিকুইন ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরুণিমা হালদার, কৌশিক কর-সহ আরও অনেকে ।

5 Bengali film released today will face a tough box office battle
ওদিকে রিনো বানিয়েছেন 'সিটি অফ জ্যাকলস'।

ওদিকে রিনো বানিয়েছেন 'সিটি অফ জ্যাকলস' । জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, সায়নী ঘোষ অভিনয় করেছেন এই ছবিতে । টাকা নিয়ে এগোয় ছবির গল্প । ঋক চট্টোপাধ্যায় পরিচালিত 'ক্লাউন'-ও মুক্তি পেল আজ । ছবিতে রয়েছেন দেবলীনা কুমার, ওম সাহানির মতো অভিনেতা-অভিনেত্রীরা । থ্রিলারে মোড়া এই ছবিতে জোকার সেজেছেন ওম ।

5 Bengali film released today will face a tough box office battle
ঋক চট্টোপাধ্যায় পরিচালিত 'ক্লাউন'-ও মুক্তি পেল আজ

আরও পড়ুন: হাজির মিমি অর্জুনের নতুন ছবির গান 'রাজা রানি রাজকুমারী'

এবার কে কার থেকে এগিয়ে বা পিছিয়ে এখন তাই দেখার পালা । বক্স অফিসে কোন ছবি কতটা জায়গা করে নেবে তা বলে দেবে সময়ই ৷ তবে নানান স্বাদের এই ছবিগুলি সিনে প্রেমীদের রসনা তৃপ্তির জন্য় যে বেশ উপাদেয় হতে চলেছে, তা বলাই বাহুল্য ৷

কলকাতা, 25 নভেম্বর: এ যেন শীতকালীন দৌড় প্রতিযোগিতা ! নাম লিখিয়েছেন সম্রাট শর্মা, রঞ্জন ঘোষ, সুজিত মণ্ডল, রিনো এবং ঋক চট্টোপাধ্যায়। নামগুলি নিশ্চই কমবেশি সকলের কাছেই পরিচিত ৷ বাংলা ছবির এই পরিচালকদের চেনেন না এমন সিনে অনুরাগীর সংখ্য়া যে বেশ কম তা বলাই বাহুল্য । এঁদের পরিচালনাতেই আজ 25 নভেম্বর মুক্তি পেল একগুচ্ছ বাংলা ছবি (5 Bengali film released today will face a tough box office battle) ।

5 Bengali film released today will face a tough box office battle
সম্রাট শর্মার পরিচালনায় মুক্তি পেল ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'।

সম্রাট শর্মার পরিচালনায় মুক্তি পেল ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। এই ছবিতে একেবারে নতুন জুটিকে নিয়ে কাজ করেছেন পরিচালক । এই ছবির নায়ক-নায়িকা ইপ্সিতা মুখোপাধ্যায় এবং ঋষভ বসু । ছবির নায়ক নায়িকা যেমন নতুন, প্রযোজকরা কিন্তু তেমনই সুপারস্টার ৷ প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন প্রযোজক রূপে । আদ্যোপান্ত মজা এবং ভালোবাসার ছবি এটি (5 Bengali film released today) ।

5 Bengali film released today will face a tough box office battle
প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্তর জুটি নিয়ে সুজিত মণ্ডল বানিয়েছেন 'তোকে ছাড়া বাঁচব না'।

প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্তর জুটি নিয়ে সুজিত মণ্ডল বানিয়েছেন 'তোকে ছাড়া বাঁচব না' । এতদিনের লম্বা কেরিয়ারে প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্ত । অন্যদিকে রঞ্জন ঘোষের পরিচালনায় আজ হাজির সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি 'মহিষাসুরমর্দ্দিনী' । ছবির কেন্দ্রে ঋতুপর্ণা সেনগুপ্ত ।

5 Bengali film released today will face a tough box office battle
রঞ্জন ঘোষের পরিচালনায় আজ হাজির সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি 'মহিষাসুরমর্দ্দিনী'

এখানে একজন নভশ্চরের ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা । আজও সমাজে মেয়েদের উপর ঘটে চলা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আঘাত হানে এই ছবি । টলিকুইন ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরুণিমা হালদার, কৌশিক কর-সহ আরও অনেকে ।

5 Bengali film released today will face a tough box office battle
ওদিকে রিনো বানিয়েছেন 'সিটি অফ জ্যাকলস'।

ওদিকে রিনো বানিয়েছেন 'সিটি অফ জ্যাকলস' । জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, সায়নী ঘোষ অভিনয় করেছেন এই ছবিতে । টাকা নিয়ে এগোয় ছবির গল্প । ঋক চট্টোপাধ্যায় পরিচালিত 'ক্লাউন'-ও মুক্তি পেল আজ । ছবিতে রয়েছেন দেবলীনা কুমার, ওম সাহানির মতো অভিনেতা-অভিনেত্রীরা । থ্রিলারে মোড়া এই ছবিতে জোকার সেজেছেন ওম ।

5 Bengali film released today will face a tough box office battle
ঋক চট্টোপাধ্যায় পরিচালিত 'ক্লাউন'-ও মুক্তি পেল আজ

আরও পড়ুন: হাজির মিমি অর্জুনের নতুন ছবির গান 'রাজা রানি রাজকুমারী'

এবার কে কার থেকে এগিয়ে বা পিছিয়ে এখন তাই দেখার পালা । বক্স অফিসে কোন ছবি কতটা জায়গা করে নেবে তা বলে দেবে সময়ই ৷ তবে নানান স্বাদের এই ছবিগুলি সিনে প্রেমীদের রসনা তৃপ্তির জন্য় যে বেশ উপাদেয় হতে চলেছে, তা বলাই বাহুল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.