কলকাতা, 25 নভেম্বর: এ যেন শীতকালীন দৌড় প্রতিযোগিতা ! নাম লিখিয়েছেন সম্রাট শর্মা, রঞ্জন ঘোষ, সুজিত মণ্ডল, রিনো এবং ঋক চট্টোপাধ্যায়। নামগুলি নিশ্চই কমবেশি সকলের কাছেই পরিচিত ৷ বাংলা ছবির এই পরিচালকদের চেনেন না এমন সিনে অনুরাগীর সংখ্য়া যে বেশ কম তা বলাই বাহুল্য । এঁদের পরিচালনাতেই আজ 25 নভেম্বর মুক্তি পেল একগুচ্ছ বাংলা ছবি (5 Bengali film released today will face a tough box office battle) ।
সম্রাট শর্মার পরিচালনায় মুক্তি পেল ' প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। এই ছবিতে একেবারে নতুন জুটিকে নিয়ে কাজ করেছেন পরিচালক । এই ছবির নায়ক-নায়িকা ইপ্সিতা মুখোপাধ্যায় এবং ঋষভ বসু । ছবির নায়ক নায়িকা যেমন নতুন, প্রযোজকরা কিন্তু তেমনই সুপারস্টার ৷ প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন প্রযোজক রূপে । আদ্যোপান্ত মজা এবং ভালোবাসার ছবি এটি (5 Bengali film released today) ।
প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্তর জুটি নিয়ে সুজিত মণ্ডল বানিয়েছেন 'তোকে ছাড়া বাঁচব না' । এতদিনের লম্বা কেরিয়ারে প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন প্রিয়াঙ্কা সরকার এবং যশ দাশগুপ্ত । অন্যদিকে রঞ্জন ঘোষের পরিচালনায় আজ হাজির সম্পূর্ণ ভিন্নধর্মী ছবি 'মহিষাসুরমর্দ্দিনী' । ছবির কেন্দ্রে ঋতুপর্ণা সেনগুপ্ত ।
এখানে একজন নভশ্চরের ভূমিকায় অভিনয় করেছেন নায়িকা । আজও সমাজে মেয়েদের উপর ঘটে চলা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আঘাত হানে এই ছবি । টলিকুইন ছাড়াও এই ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরুণিমা হালদার, কৌশিক কর-সহ আরও অনেকে ।
ওদিকে রিনো বানিয়েছেন 'সিটি অফ জ্যাকলস' । জয় সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, দেবপ্রসাদ হালদার, সায়নী ঘোষ অভিনয় করেছেন এই ছবিতে । টাকা নিয়ে এগোয় ছবির গল্প । ঋক চট্টোপাধ্যায় পরিচালিত 'ক্লাউন'-ও মুক্তি পেল আজ । ছবিতে রয়েছেন দেবলীনা কুমার, ওম সাহানির মতো অভিনেতা-অভিনেত্রীরা । থ্রিলারে মোড়া এই ছবিতে জোকার সেজেছেন ওম ।
আরও পড়ুন: হাজির মিমি অর্জুনের নতুন ছবির গান 'রাজা রানি রাজকুমারী'
এবার কে কার থেকে এগিয়ে বা পিছিয়ে এখন তাই দেখার পালা । বক্স অফিসে কোন ছবি কতটা জায়গা করে নেবে তা বলে দেবে সময়ই ৷ তবে নানান স্বাদের এই ছবিগুলি সিনে প্রেমীদের রসনা তৃপ্তির জন্য় যে বেশ উপাদেয় হতে চলেছে, তা বলাই বাহুল্য ৷