ETV Bharat / entertainment

চলচ্চিত্র উৎসবে 'খেলা হবে' ! গেম অন সেকশনে জায়গা পেল সৃজিতের 'সাবাশ মিঠু' - ঘুমর

29th KIFF 2023: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে খেলা হবে ৷ 'গেম অন' সেকশনে জায়গা করে নিল খেলা নিয়ে তৈরি দক্ষিণী ছবির পাশাপাশি দুটি বলিউড ছবি ৷

Etv Bharat
চলচ্চিত্র উৎসবে সৃজিতের 'সাবাশ মিঠু'
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 9:07 PM IST

কলকাতা, 30 নভেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার জায়গা করে নিয়েছে তিনটি খেলাকেন্দ্রিক ছবি। বুধবারের সাংবাদিক সম্মেলনে একথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। তালিকায় রয়েছে অভিষেক বচ্চনের 'ঘুমর', শাহিদ কাপুরের 'জার্সি', তাপসী পান্নুর 'সাবাশ মিঠু'। এই তিনটি ছবি প্রদর্শিত হবে রাধা স্টুডিয়োতে অর্থাৎ টালিগঞ্জের কলকাতা চলচ্চিত্র শতবর্ষ ভবনে।

2022 সালের জুলাইয়ে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সাবাশ মিঠু' ৷ ছবিতে তুলে ধরা হয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজের জীবনকাহিনি। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাপসী পান্নুকে । 23 বছরের কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন মিতালি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবমিলিয়ে মোট 8টি শতরান-সহ 10 হাজারেরও বেশি রান হাঁকিয়েছেন এই কন্যে। খেলেছেন দু'টি বিশ্বকাপ ফাইনালও। এহেন মহিলা ক্রিকেটারের জীবন ও কেরিয়ারের গল্প প্রেক্ষাগৃহে তুলে আনেন পরিচালক ৷ 29তম চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সেই ছবি। 156 মিনিটের ছবি 'সাবাশ মিঠু' দেখানো হবে 8 ডিসেম্বর রাধা স্টুডিওতে বিকেল ৪টে'র সময়।

7 ডিসেম্বর, রাধা স্টুডিয়োতে একই সময়ে দেখানো হবে গৌতম তিন্নানুড়ি পরিচালিত তেলুগু ছবি 'জার্সি'। 170 মিনিটের এই ছবিতে রয়েছেন নানি, শ্রদ্ধা শ্রীনাথ, হরিশ কল্যাণ, সানুশা, সত্যরাজ, সম্পদ রাজ এবং বিশ্বনাথ দুদ্দুমাপুড়ি। অর্জুন মেধাবী ছাত্র। কিন্তু সে ব্যর্থ ক্রিকেটার। একসময় তিনি আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন। ভারতে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন অর্জুন। এরকমই গল্প নিয়ে 2022 সালে তৈরি হয় 'জার্সি'।

অন্যদিকে, আর বালকি পরিচালিত 'ঘুমর' দেখানো হবে 6 ডিসেম্বর বিকেল 4টেয় রাধা স্টুডিয়োতে। 134 মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের এক অন্যরকম কাহিনী। মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি, অভিষেক বচ্চন, সায়ামি খের। একজন ক্রিকেট কোচ পদম সিং সোধি অর্থাৎ প্যাডির ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে ৷ নিজে ক্রিকেট কেরিয়ারে সাফল্য পাননি প্যাডি। কিন্তু তিনি ঘুরে দাঁড়াতে চান। অন্যদিকে হঠাৎই ভারতীয় দলের মহিলা ক্রিকেটার সায়ামি খের অর্থাৎ অনিনা দীক্ষিত মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েন ৷

দুর্ঘটনায় তাঁর একটি হাত কেটে বাদ দিতে হয় ৷ সারাজীবনের মতো ক্রিকেটকে বিদায় জানাতে হবে এই ভেবে ভেঙে পড়েন অনিনা ৷ সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ান প্যাডি ৷ শুরু হয় হার না-মানার এক নতুন লড়াই ৷ অনুপ্রেরণামূলক এই ছবি এবার জায়গা করে নিয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷

আরও পড়ুন:

1. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

2. চলচ্চিত্র উৎসবের 'থিম সং' লিখলেন মমতা-শ্রীজাত, গাইলেন অরিজিৎ

3. 'ছানার অপেক্ষায় রইলাম'; রাজ-শুভশ্রীর নতুন ছবি ঘিরে জল্পনা নেটপাড়ায়, তবে কী আসছে খুশির খবর ?

কলকাতা, 30 নভেম্বর: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার জায়গা করে নিয়েছে তিনটি খেলাকেন্দ্রিক ছবি। বুধবারের সাংবাদিক সম্মেলনে একথা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। তালিকায় রয়েছে অভিষেক বচ্চনের 'ঘুমর', শাহিদ কাপুরের 'জার্সি', তাপসী পান্নুর 'সাবাশ মিঠু'। এই তিনটি ছবি প্রদর্শিত হবে রাধা স্টুডিয়োতে অর্থাৎ টালিগঞ্জের কলকাতা চলচ্চিত্র শতবর্ষ ভবনে।

2022 সালের জুলাইয়ে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'সাবাশ মিঠু' ৷ ছবিতে তুলে ধরা হয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়িকা মিতালি রাজের জীবনকাহিনি। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে তাপসী পান্নুকে । 23 বছরের কেরিয়ারে একাধিক রেকর্ড গড়েছেন মিতালি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে সবমিলিয়ে মোট 8টি শতরান-সহ 10 হাজারেরও বেশি রান হাঁকিয়েছেন এই কন্যে। খেলেছেন দু'টি বিশ্বকাপ ফাইনালও। এহেন মহিলা ক্রিকেটারের জীবন ও কেরিয়ারের গল্প প্রেক্ষাগৃহে তুলে আনেন পরিচালক ৷ 29তম চলচ্চিত্র উৎসবে দেখানো হবে সেই ছবি। 156 মিনিটের ছবি 'সাবাশ মিঠু' দেখানো হবে 8 ডিসেম্বর রাধা স্টুডিওতে বিকেল ৪টে'র সময়।

7 ডিসেম্বর, রাধা স্টুডিয়োতে একই সময়ে দেখানো হবে গৌতম তিন্নানুড়ি পরিচালিত তেলুগু ছবি 'জার্সি'। 170 মিনিটের এই ছবিতে রয়েছেন নানি, শ্রদ্ধা শ্রীনাথ, হরিশ কল্যাণ, সানুশা, সত্যরাজ, সম্পদ রাজ এবং বিশ্বনাথ দুদ্দুমাপুড়ি। অর্জুন মেধাবী ছাত্র। কিন্তু সে ব্যর্থ ক্রিকেটার। একসময় তিনি আবার ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নেন। ভারতে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন অর্জুন। এরকমই গল্প নিয়ে 2022 সালে তৈরি হয় 'জার্সি'।

অন্যদিকে, আর বালকি পরিচালিত 'ঘুমর' দেখানো হবে 6 ডিসেম্বর বিকেল 4টেয় রাধা স্টুডিয়োতে। 134 মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটের এক অন্যরকম কাহিনী। মুখ্য তিন চরিত্রে অভিনয় করেছেন শাবানা আজমি, অভিষেক বচ্চন, সায়ামি খের। একজন ক্রিকেট কোচ পদম সিং সোধি অর্থাৎ প্যাডির ভূমিকায় দেখা গিয়েছে অভিষেক বচ্চনকে ৷ নিজে ক্রিকেট কেরিয়ারে সাফল্য পাননি প্যাডি। কিন্তু তিনি ঘুরে দাঁড়াতে চান। অন্যদিকে হঠাৎই ভারতীয় দলের মহিলা ক্রিকেটার সায়ামি খের অর্থাৎ অনিনা দীক্ষিত মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েন ৷

দুর্ঘটনায় তাঁর একটি হাত কেটে বাদ দিতে হয় ৷ সারাজীবনের মতো ক্রিকেটকে বিদায় জানাতে হবে এই ভেবে ভেঙে পড়েন অনিনা ৷ সেই সময় তাঁর পাশে এসে দাঁড়ান প্যাডি ৷ শুরু হয় হার না-মানার এক নতুন লড়াই ৷ অনুপ্রেরণামূলক এই ছবি এবার জায়গা করে নিয়েছে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷

আরও পড়ুন:

1. চলচ্চিত্র উৎসবের উদ্বোধনীতে অনুপস্থিত অমিতাভ-শাহরুখ; স্পটলাইট কাড়বেন সলমন খান-অনিল কাপুর

2. চলচ্চিত্র উৎসবের 'থিম সং' লিখলেন মমতা-শ্রীজাত, গাইলেন অরিজিৎ

3. 'ছানার অপেক্ষায় রইলাম'; রাজ-শুভশ্রীর নতুন ছবি ঘিরে জল্পনা নেটপাড়ায়, তবে কী আসছে খুশির খবর ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.