ETV Bharat / entertainment

Oh My God 2 Controversy: মুক্তির প্রাক্কালে বিতর্কে 'ওএমজি 2', অক্ষয়ের গলায় জুতোর মালা পরালে আর্থিক পুরস্কার ঘোষণা

মুক্তির একদিন আগেও বিতর্ক থামেনি অক্ষয় কুমার অভিনীত 'ওহ মাই গড 2' ছবি ঘিরে ৷ হিন্দুভাবাবেগে আঘাতে অভিযোগে আগরায় পোড়ানো হল অক্ষয় কুমারের কুশ পুতুল ৷ দাবি করা হয়েছে, কেউ যদি অক্ষয় কুমারকে জুতো মালা পড়াতে পারেন অথবা মুখে থুথু ছেটাতে পারেন, তাহলে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ৷

Etv Bharat
বিক্ষোভের মুখে 'ওএমজি 2'
author img

By

Published : Aug 10, 2023, 10:23 PM IST

আগরা, 10 অগস্ট: 'ওহ মাই গড-2' মুক্তির আগে অক্ষয় কুমারের ছবিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ ট্রেলারে দেখানো বেশ কিছু দৃশ্য নিয়ে ইতিমধ্যেই আপত্তি উঠেছে সোশাল মিডিয়ায় ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে এবার এই ছবির বিরুদ্ধে রাস্তায় নেমেছে রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ৷ বৃহস্পতিবার এই ছবির বিরোধিতা করেছে রাস্তায় অক্ষয় কুমারের কুশপুতুল জ্বালালেন পরিষদের সদস্যরা ৷ এমনকী ঘোষণা করা হয়েছে, অভিনেতার মুখে কেউ যদি থুথু ছেটাতে পারেন, তাহলে তাঁকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ৷

রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ভারতের সভাপতি গোবিন্দ পারাশার অভিযোগ করে বলেন, "ওহ মাই গড 2 ছবিতে অভিনেতা অক্ষয় কুমার ভগবান শিবের দূতের চরিত্রে অভিনয় করেছেন ৷ এই চরিত্রের জন্য অভিনেতা এমন কিছু দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলেছেন যা, মহাদেবকে অপমানের সমান ৷ ভগবান শিবকে নোংরা জলে স্নান করানো হয়েছে ৷ ভোলেবাবাকে পুরি বা কচুরি খাওয়ানোর দৃশ্য দেখানো হয়েছে ৷ এছাড়াও মদ্যপানের দৃশ্য, যৌনতা প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ৷ যদি এই সিনেমা মুক্তি পায়, তাহলে আমরা অর্থাৎ হিন্দু পরিষদের সদস্যরা সিনেমাহলে অগ্নিসংযোগ করতেও পিছপা হব না ৷"

তিনি আরও বলেন, "আরও একটা বিষয় সকলকে বলতে চাই, যে অভিনেতা অক্ষয় কুমারের গলায় জুতোর মালা পড়াবে অথবা মুখে থুথু ছেটাবে, তাঁকে রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ভারতের তরফ থেকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ৷ যাঁরা হিন্দু ধর্মের অপমান করে, তাদের কোনও ধর্ম হয় না ৷ আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, ওনার নাগরিকত্ব কেড়ে বাইরে পাঠিয়ে দেওয়া হোক ৷ আগ্রা বা উত্তরপ্রদেশে যদি এই সিনেমা মুক্তি পায় তাহলে তাঁর মুখে কালিও মাখানো হবে এবং জুতোর মালাও পড়ানো হবে ৷ এছাড়া আমরা আরও একটা শপথ নিচ্ছি, না আমরা অক্ষয় কুমারের সিনেমা দেখব, না কাউকে দেখতে দেব ৷"

আরও পড়ুন: পর্দায় আবারও হাজির 'ড্রিম গার্ল' পূজা, এবার বাজবে 'দিল কা টেলিফোন'

11 অগস্ট মুক্তি পেতে চলেছে 'ওহ মাই গড 2' ৷ তার আগে সেন্সর বোর্ড এই ছবির বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ পরিচালক অমিত রাই ও প্রযোজক সেই মতো বিতর্কিত দৃশ্য বাদও দিয়েছেন ৷ তারপরেও বিতর্ক বন্ধ হয়নি ৷ উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা অক্ষয় কুমার ও ছবির পরিচালক-প্রযোজকদের নোটিশ পাঠিয়েছিলেন ৷ আগ্রাতেও বিক্ষোভ দেখিয়েছে রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ৷

আগরা, 10 অগস্ট: 'ওহ মাই গড-2' মুক্তির আগে অক্ষয় কুমারের ছবিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ ট্রেলারে দেখানো বেশ কিছু দৃশ্য নিয়ে ইতিমধ্যেই আপত্তি উঠেছে সোশাল মিডিয়ায় ৷ হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগে এবার এই ছবির বিরুদ্ধে রাস্তায় নেমেছে রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ৷ বৃহস্পতিবার এই ছবির বিরোধিতা করেছে রাস্তায় অক্ষয় কুমারের কুশপুতুল জ্বালালেন পরিষদের সদস্যরা ৷ এমনকী ঘোষণা করা হয়েছে, অভিনেতার মুখে কেউ যদি থুথু ছেটাতে পারেন, তাহলে তাঁকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে ৷

রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ভারতের সভাপতি গোবিন্দ পারাশার অভিযোগ করে বলেন, "ওহ মাই গড 2 ছবিতে অভিনেতা অক্ষয় কুমার ভগবান শিবের দূতের চরিত্রে অভিনয় করেছেন ৷ এই চরিত্রের জন্য অভিনেতা এমন কিছু দৃশ্য পর্দায় ফুটিয়ে তুলেছেন যা, মহাদেবকে অপমানের সমান ৷ ভগবান শিবকে নোংরা জলে স্নান করানো হয়েছে ৷ ভোলেবাবাকে পুরি বা কচুরি খাওয়ানোর দৃশ্য দেখানো হয়েছে ৷ এছাড়াও মদ্যপানের দৃশ্য, যৌনতা প্রসঙ্গ তুলে ধরা হয়েছে ৷ যদি এই সিনেমা মুক্তি পায়, তাহলে আমরা অর্থাৎ হিন্দু পরিষদের সদস্যরা সিনেমাহলে অগ্নিসংযোগ করতেও পিছপা হব না ৷"

তিনি আরও বলেন, "আরও একটা বিষয় সকলকে বলতে চাই, যে অভিনেতা অক্ষয় কুমারের গলায় জুতোর মালা পড়াবে অথবা মুখে থুথু ছেটাবে, তাঁকে রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ভারতের তরফ থেকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ৷ যাঁরা হিন্দু ধর্মের অপমান করে, তাদের কোনও ধর্ম হয় না ৷ আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, ওনার নাগরিকত্ব কেড়ে বাইরে পাঠিয়ে দেওয়া হোক ৷ আগ্রা বা উত্তরপ্রদেশে যদি এই সিনেমা মুক্তি পায় তাহলে তাঁর মুখে কালিও মাখানো হবে এবং জুতোর মালাও পড়ানো হবে ৷ এছাড়া আমরা আরও একটা শপথ নিচ্ছি, না আমরা অক্ষয় কুমারের সিনেমা দেখব, না কাউকে দেখতে দেব ৷"

আরও পড়ুন: পর্দায় আবারও হাজির 'ড্রিম গার্ল' পূজা, এবার বাজবে 'দিল কা টেলিফোন'

11 অগস্ট মুক্তি পেতে চলেছে 'ওহ মাই গড 2' ৷ তার আগে সেন্সর বোর্ড এই ছবির বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন ৷ পরিচালক অমিত রাই ও প্রযোজক সেই মতো বিতর্কিত দৃশ্য বাদও দিয়েছেন ৷ তারপরেও বিতর্ক বন্ধ হয়নি ৷ উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের পুরোহিতরা অক্ষয় কুমার ও ছবির পরিচালক-প্রযোজকদের নোটিশ পাঠিয়েছিলেন ৷ আগ্রাতেও বিক্ষোভ দেখিয়েছে রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.