লস অ্যাঞ্জেলেস, 17 অগস্ট: পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে বিবাহবিচ্ছেদ চান তাঁর স্বামী স্যাম আসগারি ৷ তাঁদের বিয়ের 14 মাস কাটতে না কাটতেই গায়িকার সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন তিনি ৷ এই নিয়ে তৃৃতীয় বিয়ে ভাঙতে চলেছে প্রখ্যাত গায়িকার ৷
এই ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তি বুধবার গভীর রাতে এ কথা জানিয়েছেন । তিনি আসগরির ঘনিষ্ঠ হলেও প্রকাশ্যে এই নিয়ে কথা বলার অনুমতি তাঁর নেই ৷ তিনি নিশ্চিত করেছেন যে, বুধবার ডিভোর্সের মামলা ফাইল হয়েছে ৷ কয়েক ঘণ্টা আগেই টিএমজেড এবং পিপল ম্যাগাজিন-সহ বেশ কয়েকটি পত্রিকা এই দম্পতির আলাদা হওয়ার খবর সামনে এনেছিল ৷ এ বিষয়ে ব্রিটনি স্পিয়ার্সের প্রতিনিধিকে একটি ইমেল করে জানতে চাওয়া হলেও তার জবাব আসেনি ৷
লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির আদালতের রেকর্ডে এটা বলা নেই যে, মামলাটি কোথায় দায়ের করা হয়েছে । গত বছর 9 জুন স্পিয়ার্স ক্যালিফোর্নিয়ার থাউজেন্ড ওকসে তাঁর বাড়িতে বিয়ে করেন আসগরির সঙ্গে ৷ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সেলেনা গোমেজ, ড্রিউ ব্যারিমোর, প্যারিস হিলটন এবং ম্যাডোনা ৷ 13 বছর ধরে আদালতের তীব্র ঝঞ্ঝা কাটিয়ে নতুন জীবন শুরু করার 6 মাসের মধ্যেই বিয়ে করেছিলেন এই প্রখ্যাত সঙ্গীতশিল্পী ৷
2016 সালে ব্রিটনির 'স্লাম্বার পার্টি' গানের ভিডিয়োতে দেখা গিয়েছিল মডেল-অভিনেতা আসগরিকে ৷ সেই সময় তাঁর সঙ্গে দেখা হওয়ার পর ডেটিং শুরু করেন পপ সুপারস্টার ৷ দুজনে 2021 সালের সেপ্টেম্বরে তাঁদের বাগদানের কথা ঘোষণা করেন ৷ তখনই স্পষ্ট হয়ে যায় যে, আদালতের কনজারভেটরশিপ থেকে মুক্ত হতে চলেছেন সঙ্গীতশিল্পী ৷ নভেম্বরে এই কনজারভেটরশিপ শেষ হয় । স্পিয়ার্স বলেছিলেন যে, তিনি এবং আসগরির বিয়ের প্রায় এক মাস আগে 2022 সালের মে মাসে তাঁর গর্ভাবস্থার প্রথম দিকে একটি শিশুকে হারান তাঁরা । তবে গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কে চিড় ধরার খবর সামনে আসে ৷
আরও পড়ুন: মিসক্যারেজে সন্তানকে হারিয়ে শোকে কাতর ব্রিটনি
29 বছর বয়সি আসগরির এটা প্রথম বিয়ে হলেও 41 বছর বয়সি গায়িকার এটি তৃতীয় বিয়ে । তিনি 2004 সালে বাল্যবন্ধু জেসন আলেকজান্ডারের সঙ্গে তিন দিনেরও কম সময়ের জন্য বিয়ে করেছিলেন, যিনি আসগরির সঙ্গে ব্রিটনির বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং পরে এই অপকর্মের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন । 2004 সালে নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনকে বিয়ে করেন ব্রিটনি স্পিয়ার্স । সেই বিয়ে টেকে তিন বছর ৷ ফেডারলাইন তাঁর দুই কিশোর ছেলের বাবা এবং তাঁর কাস্টডিতেই রয়েছেন সন্তানরা ৷
ব্রিটনি স্পিয়ার্সকে 2008 সালে তাঁর বাবার দ্বারা পরিচালিত কনজারভেটরশিপে রাখা হয় । প্রথমদিকে এই ব্যবস্থার অধীনে তিনি রেকর্ড প্রকাশ করা, ভিডিয়ো করা এবং লাইভ পারফর্ম করা, লাস ভেগাসে একটি প্রধান কনসার্ট রেসিডেন্সি-সহ ভালোই কাজ করছিলেন । কিন্তু যেহেতু তিনি জনসমক্ষে কম উপস্থিত হন, ভক্তরা হ্যাশট্যাগ ফ্রিব্রিটনির দাবি তোলেন, যা শেষ পর্যন্ত একটি বড় আন্দোলনে পরিণত হয় ।
কনজারভেটরশিপ শেষ হওয়ার পর থেকে, স্পিয়ার্স 2022 সালে এলটন জনের সঙ্গে সঙ্গীত প্রকাশ করেছেন ৷ কিন্তু বছরের পর বছর লাইভ পারফর্ম করেননি তিনি, বা তা করার পরিকল্পনাও ঘোষণা করেননি । তাঁর স্মৃতিকথা, দ্য উওম্যান ইন মি, অক্টোবরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ।