পুরুলিয়া, 9 মে : "আপনার থাপ্পড়ও আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে । সেটাও খেয়ে নেব ।" পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একথা বললেন নরেন্দ্র মোদি।
মঙ্গলবার পুরুলিয়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "নরেন্দ্র মোদি যখন বাংলায় এসে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিই ঠাসিয়ে এক গণতন্ত্রের থাপ্পড় ।" অনেকেই এই বক্তব্যের সমালোচনায় সরব হন । এতদিন বিষয়টি নিয়ে মুখ খোলেননি নরেন্দ্র মোদি । আজ পুরুলিয়ার সভা থেকেই তিনি বলেন, " আমাকে বলা হয়েছে যে, দিদি মোদিকে থাপ্পড় মারতে চান । দিদি, ও দিদি আমি তো আপনাকে দিদি বলি । আপনাকে সম্মান করি । আপনার থাপ্পড়ও আমার জন্য আশীর্বাদ হয়ে যাবে । সেটাও খেয়ে নেব ।"
পালটা মমতাকে কটাক্ষ করে মমতা বলেন, "চিটফান্ডের মাধ্যমে আপনার যে সঙ্গীরা গরিবদের টাকা লুটে নিয়েছিলেন, তাঁদের থাপ্পড় মারার সাহস দেখাতেন তাহলে আপনি এত ভয় পেতেন না । আপনি যদি তোলাবাজদের থাপ্পড় মারার সাহস দেখাতেন তাহলে ট্রিপল টি (T) তৃণমূল তোলাবাজি ট্যাক্স আপনাকে বিনষ্ট করত না । " আরও বলেন, "দিদি মা-মাটি-মানুষ বলে বাংলার মানুষের ভোট নিয়েছেন । কিন্তু, এখন বাংলার অবস্থা দেখুন । বাংলার মায়েরা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন থাকছেন , কাঁদছেন । আর মাটি মানুষের লাল রক্তে রাঙিয়ে গেছে । মানুষকে ভয়ে ভয়ে বাঁচতে হচ্ছে । "
নিজের বক্তৃতায় স্থানীয় ইশুও তুলে ধরে তিনি বলেন, "পুরুলিয়ায় সম্পদের অভাব নেই । আপনারা কালো সোনার উপর বসে রয়েছেন । এখনও পর্যন্ত যত সরকার এসেছে, তারা কয়লা মাফিয়ারাজ চালু করেছে । তৃণমূল তো মাফিয়াদেরই সরকারে অংশ বানিয়ে নিয়েছে । " আবেগকে কাজে লাগাতে ভাঙা বাংলায় মোদি বলেন, "বন্ধু, যখন শুধু গুন্ডা, মাফিয়া আর অনুপ্রবেশকারীদের জন্য রাজনীতি করা হয় তখন আর আদিবাসী, জনজাতিদের ও অন্যদের কথা মনে থাকে না। পশ্চিমবঙ্গে এটাই হয় । "
আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 158 তম জন্মবার্ষিকী । নিজের বক্তৃতায় একাধিকবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে আনেন মোদি । তিনি বলেন, "গুরুদেব বলেছিলেন তিনি এমন ভারত দেখতে চান, যেখানে মন ভয়মুক্ত হবে ও মাথা গর্বে সম্মানের সঙ্গে উঁচু হোক । কিন্তু, প্রথমে কংগ্রেস, তারপর বাম আর এখন দিদি গুরুদেবের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে । "