ETV Bharat / elections

QRT সামলাতে রাতারাতি সিদ্ধান্ত বদল, পুলিশ কন্ট্রোল রুমে বিবেক দুবে

author img

By

Published : May 19, 2019, 7:41 AM IST

পুলিশ কন্ট্রোল রুম থেকে QRT-র গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে । দায়িত্বে থাকবেন বিবেক দুবে । অ্যাপের মাধ্যমে তিনি নজরদারি চালাবেন ।

বিবেক দুবে

কলকাতা, 19 মে : পুলিশ কন্ট্রোল রুম থেকে কুইক রেসপন্স টিমের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে । রাতারাতি QRT-র প্ল্যান বদলালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । তিনি নিজে থাকবেন কন্ট্রোল রুমে । সেখান থেকেই অ্যাপের মাধ্যমে নজরদারি চালাবেন ।

ষষ্ঠ দফায় QRT নিয়ে বিতর্ক হয়েছিল । রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টরা QRT পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন । ফলে তাঁরা রাস্তা চিনতে অসুবিধায় পড়েন । এরপর রাজনৈতিক দলগুলি QRT-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । আগের ভুল থেকে শিক্ষা নিয়ে সপ্তম দফায় QRT-তে একজন করে রাজ্য পুলিশের কনস্টেবল রাখা হয়েছে । তবে এই দফাতেও টিম পরিচালনার দায়িত্বে থাকছেন কম্পানি কমান্ডান্টরা । প্রতিটি কুইক রেসপন্স টিমকে নতুন অ্যাপে একটি মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে । নম্বর রেজিস্টারের সঙ্গে সঙ্গে মোবাইলে একটি OTP যাবে । সেই OTP দিলেই অ্যাপটি কাজ শুরু করে দেবে । সাধারণভাবে এই অ্যাপে কুইক রেসপন্স টিমের অবস্থান নীল রঙে দেখানো হবে । QRT মুভ করলে রং হলুদ হয়ে যাবে । অশান্তির খবর QRT টিমের কাছে পৌঁছালে অ্যাপে লাল রং দেখাবে ।

আজ 9টি লোকসভা ও 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে । এই নির্বাচনের জন্য 444 টি QRT-র কাজ করার কথা ছিল । সেই সংখ্যা বাড়িয়ে 461 করা হয়েছে । কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা 178 । পুলিশ কন্ট্রোল রুম থেকেই QRT-র গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে ।

কলকাতা, 19 মে : পুলিশ কন্ট্রোল রুম থেকে কুইক রেসপন্স টিমের গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে । রাতারাতি QRT-র প্ল্যান বদলালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । তিনি নিজে থাকবেন কন্ট্রোল রুমে । সেখান থেকেই অ্যাপের মাধ্যমে নজরদারি চালাবেন ।

ষষ্ঠ দফায় QRT নিয়ে বিতর্ক হয়েছিল । রাজ্য পুলিশের বদলে কেন্দ্রীয় বাহিনীর কমান্ডান্টরা QRT পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন । ফলে তাঁরা রাস্তা চিনতে অসুবিধায় পড়েন । এরপর রাজনৈতিক দলগুলি QRT-র ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । আগের ভুল থেকে শিক্ষা নিয়ে সপ্তম দফায় QRT-তে একজন করে রাজ্য পুলিশের কনস্টেবল রাখা হয়েছে । তবে এই দফাতেও টিম পরিচালনার দায়িত্বে থাকছেন কম্পানি কমান্ডান্টরা । প্রতিটি কুইক রেসপন্স টিমকে নতুন অ্যাপে একটি মোবাইল নম্বর রেজিস্টার করতে হবে । নম্বর রেজিস্টারের সঙ্গে সঙ্গে মোবাইলে একটি OTP যাবে । সেই OTP দিলেই অ্যাপটি কাজ শুরু করে দেবে । সাধারণভাবে এই অ্যাপে কুইক রেসপন্স টিমের অবস্থান নীল রঙে দেখানো হবে । QRT মুভ করলে রং হলুদ হয়ে যাবে । অশান্তির খবর QRT টিমের কাছে পৌঁছালে অ্যাপে লাল রং দেখাবে ।

আজ 9টি লোকসভা ও 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে । এই নির্বাচনের জন্য 444 টি QRT-র কাজ করার কথা ছিল । সেই সংখ্যা বাড়িয়ে 461 করা হয়েছে । কলকাতার ক্ষেত্রে সেই সংখ্যা 178 । পুলিশ কন্ট্রোল রুম থেকেই QRT-র গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে ।

Intro:কলকাতা, ১৯ মে: নয় লোকসভা কেন্দ্রের পাশাপাশি আজ অনুষ্ঠিত হবে চারটি বিধানসভা উপনির্বাচনে। এই বিধানসভা কেন্দ্রগুলোর উপনির্বাচনে সবচেয়ে নজরকাড়া ভাটপাড়া বিধানসভা উপনির্বাচন। এই কেন্দ্রে ডিজিটাল প্রার্থীঃ মদন মিত্র এবং অর্জুন পুত্র। হট ইতিমধ্যেই ভাটপাড়ায় শুরু হয়ে গেছে চূড়ান্ত অশান্তি। Body:ষষ্ঠ দফায় 710 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। তবে স্ট্ররুম পাহাড়ায় থাকতে চলেছে 34 কোম্পানি বাহিনী‌। অর্থাৎ লোকসভা বিধানসভা এবং কুইক রেসপন্স টিমের মধ্যে কাজ করতে চলেছে তারমধ্যে ৪২৪ কম্পানির হতে চলেছে শুধুমাত্র কলকাতা পুলিশ এলাকাতেই।
Conclusion:ষষ্ঠ দফায় 710 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কাজ করবে। তবে স্ট্ররুম পাহাড়ায় থাকতে চলেছে 34 কোম্পানি বাহিনী‌। অর্থাৎ লোকসভা বিধানসভা এবং কুইক রেসপন্স টিমের মধ্যে কাজ করতে চলেছে তারমধ্যে ৪২৪ কম্পানির হতে চলেছে শুধুমাত্র কলকাতা পুলিশ এলাকাতেই।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.