কাঁথি, 28 এপ্রিল : "মুখ্যমন্ত্রীরা বেশি পাওয়ারফুল, প্রধানমন্ত্রীর থেকে ।" আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে এক জনসভায় একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "প্রধানমন্ত্রীর থেকে মুখ্যমন্ত্রীর কাজ বেশি । প্রধানমন্ত্রীর কাজ তো অর্থনীতি দেখা আর বিদেশ নীতির নামে বিদেশ ঘুরে বেড়ানো ।"
তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদিকে যদি একটিও ভোট দেন, তাহলে ভারতবর্ষে আর কথা বলার সুযোগ থাকবে না। দেশের গণতন্ত্র বাতিল করে দিতে পারেন উনি । ওনার বিরুদ্ধে কাউকে কিছু বলতে দেওয়া হয় না । ফ্যাসিস্ট রাজ কায়েম করতে চাইছে মোদি । দিল্লিতে ওর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই কোনও চ্যানেল ও কাগজের ।" এরপর মমতা সাংবাদিকদের প্রশ্ন করেন, "কেন আপনারা ওনার ছবি তোলেন না ? আমাদের ছবি তো তোলেন । তাহলে কেন ওদের ছবি তোলেন না । আসলে ছবি তুলতে দেয় না । কারণ বাক্স নিয়ে যেতে অসুবিধা হবে বলে ।"
মমতা বলেন, "বেনারসে এক কোটি টাকা খরচ করে মিছিল করল । অনেকে কমপ্লেন করেছে, আমরাও করব । আবার নিজেকে চৌকিদার বলে । চৌকিদারের কাজ পাহারা দেওয়া । বলে কি না বাংলা দখল করবে । সে হবে না । ওরা বাংলাকে দেখে না । খরা, বন্যা হলে আসে না । তিন বছরে তাজপুর বন্দর করতে দিল না । টাকাপয়সা দেয় না । বাংলা বড় বড় লাড্ডু দেবে । লাড্ডুর ভেতরে কাজু কিসমিস নয়, কাঁকর ভরা থাকবে ।"
মমতা BJP-কে হারানোর ডাক দিয়ে বলেন, "12 মে BJP-কে বাংলা থেকে হটিয়ে দিন । BJP-কে কবর দিন । ওদের হারিয়ে দিন । দিল্লির সরকার উলটে দিন ।"
পাশাপাশি CPI(M)-কে আক্রমণ করেন মমতা বলেন, "আমরা কংগ্রেস ছেড়েছিলাম কারণ CPI(M)-এর কাছে কংগ্রেস তার পতাকাটা বিক্রি করে দিয়েছিল। আর এখন CPI(M) BJP-র কাছে তাদের পতাকাটা বিক্রি করে দিয়েছে । এর থেকে লজ্জার কিছু আছে কি ? যারা নন্দীগ্রামে অত্যাচার করল তারা এখন গেরুয়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে । 14 মার্চ 14 জনকে গুলি করে মেরেছিল । তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি সতর্ক না করলে সেদিন আমাকেও মেরে ফেলত ।"