ETV Bharat / elections

QRT ও রাজ্য পুলিশ বুথ চত্বরে আইনশৃঙ্খলা বজায় রাখবে : অজয় নায়েক

author img

By

Published : May 16, 2019, 4:49 PM IST

Updated : May 16, 2019, 5:35 PM IST

সপ্তম দফার নির্বাচনে রাজ্য পুলিশ ও কুইক রেসপন্স টিমের উপর নির্ভর করছে কমিশন । আজ একথা জানান রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ।

অজয় নায়েক

বারাসত, 16 মে : রাজ্যে সপ্তম দফার ভোটে 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । তবে বুথ চত্বরে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশ ও কুইক রেসপন্স টিমের (QRT) উপরেই ভরসা করছে নির্বাচন কমিশন । আজ একথা জানান কমিশন নিযুক্ত রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ।

রবিবার রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ । তার আগে উত্তর 24 পরগনার নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করতে আজ বারাসতে জেলাশাসকের দপ্তরে বৈঠক করেন অজয় নায়েক । উপস্থিত ছিলেন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে , জেলা প্রশাসনের আধিকারিকরা , পুলিশ সুপার, দুই পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা । বৈঠক থেকে বেরিয়ে অজয় নায়েক বলেন, "শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের সবরকম ব্যবস্থা নিয়েছি । আমরা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করেছি । "

কুইক রেসপন্স টিমে রাজ্য পুলিশকে রাখার দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য । তা নিয়ে বিতর্ক তৈরি হয় । নির্বাচন প্রক্রিয়ায় নাক গলানোর অভিযোগ তুলে গতকাল তাঁকে সরিয়ে দেয় কমিশন । আজ অজয় নায়েককে প্রশ্ন করা হয়, "তাহলে রাজ্য পুলিশের সাহায্যে কি কুইক রেসপন্স টিমের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছাবে ? " অজয় নায়েক বলেন, "কুইক রেসপন্স টিম ও রাজ্য পুলিশের সহযোগিতায় সপ্তম দফার নির্বাচনে বুথ চত্বরে আইন-শৃঙ্খলা বজায় রাখা হবে । "

বারাসত, 16 মে : রাজ্যে সপ্তম দফার ভোটে 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে । তবে বুথ চত্বরে আইনশৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশ ও কুইক রেসপন্স টিমের (QRT) উপরেই ভরসা করছে নির্বাচন কমিশন । আজ একথা জানান কমিশন নিযুক্ত রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ।

রবিবার রাজ্যে সপ্তম দফার ভোটগ্রহণ । তার আগে উত্তর 24 পরগনার নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করতে আজ বারাসতে জেলাশাসকের দপ্তরে বৈঠক করেন অজয় নায়েক । উপস্থিত ছিলেন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে , জেলা প্রশাসনের আধিকারিকরা , পুলিশ সুপার, দুই পুলিশ কমিশনার ও কেন্দ্রীয় বাহিনীর প্রতিনিধিরা । বৈঠক থেকে বেরিয়ে অজয় নায়েক বলেন, "শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের সবরকম ব্যবস্থা নিয়েছি । আমরা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করেছি । "

কুইক রেসপন্স টিমে রাজ্য পুলিশকে রাখার দাবিতে মঙ্গলবার নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য । তা নিয়ে বিতর্ক তৈরি হয় । নির্বাচন প্রক্রিয়ায় নাক গলানোর অভিযোগ তুলে গতকাল তাঁকে সরিয়ে দেয় কমিশন । আজ অজয় নায়েককে প্রশ্ন করা হয়, "তাহলে রাজ্য পুলিশের সাহায্যে কি কুইক রেসপন্স টিমের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থানে পৌঁছাবে ? " অজয় নায়েক বলেন, "কুইক রেসপন্স টিম ও রাজ্য পুলিশের সহযোগিতায় সপ্তম দফার নির্বাচনে বুথ চত্বরে আইন-শৃঙ্খলা বজায় রাখা হবে । "

sample description
Last Updated : May 16, 2019, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.