ETV Bharat / elections

বুথ দখল হয়েছে, আমরা ইলেকশন কমিশনে যাব : জয়প্রকাশ

জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া অভিযোগ জানান।

author img

By

Published : Apr 11, 2019, 4:08 PM IST

Updated : Apr 11, 2019, 8:03 PM IST

জয়প্রকাশ মজুমদার

কলকাতা, 11 এপ্রিল : কমিশন বলছে, ভোট শান্তিপূর্ণ। কিন্তু, BJP-র অভিযোগ, কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক জায়গায় বুথ দখল হয়েছে। তা নিয়ে অভিযোগ জানাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া।

ভিডিয়োয় শুনুন জয়প্রকাশের বক্তব্য

পরে সাংবাদিক বৈঠকে জয়প্রকাশ বলেন

  • আমরা ইলেকশন কমিশনে যাব
  • দিনহাটায় 40টি বুথ দখল করা হয়েছে
  • কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে
  • যেখানে গন্ডগোল হয়েছে, সেখানে কজন মাইক্রো অবজ়ারভার রয়েছেন?
  • গণতন্ত্রের হত্যালীলায় মেতেছেন
  • আমরা গণতন্ত্র বেঁচে থাক
  • পরে আমরা বসে ঠিক করব যে কী করা উচিত
  • যেখানে গন্ডগোল হয়েছে সব জায়গায় পুলিশ পৌঁছয়নি
  • নির্বাচনে হিংসা দেখে মানুষ বাড়ি থেকে বেরোয়নি
  • 700 বুথে গন্ডগোল হয়েছে
  • কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধা
  • স্পর্শকাতর বুথ কীভাবে ঠিক করা হয়, তা আমাদের জানা নেই
  • সর্বদলের বৈঠকের মাধ্যমে ঠিক করা হয়
  • তাদের লোকাল ইনটেলিজেন্সের নির্ভন করতে হয়
  • লোকাল ইনটেলিজেন্স মানে মমতা ইনটেলিজেন্স
  • যেখানে শান্ত বুথ সেখানে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে

কলকাতা, 11 এপ্রিল : কমিশন বলছে, ভোট শান্তিপূর্ণ। কিন্তু, BJP-র অভিযোগ, কোচবিহার ও আলিপুরদুয়ারের একাধিক জায়গায় বুথ দখল হয়েছে। তা নিয়ে অভিযোগ জানাতে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এলেন জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া।

ভিডিয়োয় শুনুন জয়প্রকাশের বক্তব্য

পরে সাংবাদিক বৈঠকে জয়প্রকাশ বলেন

  • আমরা ইলেকশন কমিশনে যাব
  • দিনহাটায় 40টি বুথ দখল করা হয়েছে
  • কেন্দ্রীয় বাহিনীকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে রাখা হয়েছে
  • যেখানে গন্ডগোল হয়েছে, সেখানে কজন মাইক্রো অবজ়ারভার রয়েছেন?
  • গণতন্ত্রের হত্যালীলায় মেতেছেন
  • আমরা গণতন্ত্র বেঁচে থাক
  • পরে আমরা বসে ঠিক করব যে কী করা উচিত
  • যেখানে গন্ডগোল হয়েছে সব জায়গায় পুলিশ পৌঁছয়নি
  • নির্বাচনে হিংসা দেখে মানুষ বাড়ি থেকে বেরোয়নি
  • 700 বুথে গন্ডগোল হয়েছে
  • কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধা
  • স্পর্শকাতর বুথ কীভাবে ঠিক করা হয়, তা আমাদের জানা নেই
  • সর্বদলের বৈঠকের মাধ্যমে ঠিক করা হয়
  • তাদের লোকাল ইনটেলিজেন্সের নির্ভন করতে হয়
  • লোকাল ইনটেলিজেন্স মানে মমতা ইনটেলিজেন্স
  • যেখানে শান্ত বুথ সেখানে রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে
Last Updated : Apr 11, 2019, 8:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.