ETV Bharat / elections

কারোর বাড়িতে আগুন লাগলে, ঝামেলা হলে তৃণমূলই যায় : অভিষেক

আগুন লাগুক অসুস্থ হোক কিংবা পারিবারিক কলহ, খেলা থেকে শুরু করে মেলা সর্বত্র TMC : অভিষেক

author img

By

Published : Apr 19, 2019, 8:42 AM IST

Updated : Apr 19, 2019, 9:13 AM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কৃষ্ণনগর, 19 এপ্রিল : "খেলা থেকে শুরু করে মেলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন কন্যাশ্রী, যুবশ্রী সব জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে । কোনও পারিবারিক কলহ হলেও তৃণমূল গিয়ে তার সমাধান করে । কোথাও যদি আগুন লাগে ফায়ার ব্রিগেডে খবর তৃণমূল দেয় । কারোর বাড়িতে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যায় তৃণমূল কংগ্রেস ।" গতকাল নদিয়ার কালীগঞ্জের সভায় একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন তিনি ।

অভিষেক বলেন, "BJP হল শ্যামাপোকা । কালীপুজোর পর যেমন শ্যামাপোকা পাওয়া যায় না, তেমন ভোটের পর BJP-কে পাওয়া যায় না । সারাবছর তৃণমূল কংগ্রেস থাকে । আমরা সবসময় মানুষের সঙ্গে রয়েছি । নতুন করে তা প্রমাণ করার দরকার নেই ।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে অভিষেক বলেন, "মানুষকে সর্বস্বান্ত করে দিল্লির বুকে 1200 কোটি টাকার অফিস বানিয়েছেন নরেন্দ্র মোদি । অন্যদিকে অমিত শাহর ছেলে ব্যবসা করছে । 50,000 টাকার ব্যবসা একবছরে 80 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে । নোট বাতিলের জেরে মানুষ আজ জর্জরিত । তাদের প্রতারিত করে এরা নিজেদের পকেট ভরেছে । নোট বাতিলের নামে প্রধানমন্ত্রী 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে । আর আগামীদিনে আপনি ভোট না দিয়ে BJP-কে লাইনে দাঁড় করান ।"

ভিডিয়োয় শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

অভিষেক আরও বলেন, "চৌকিদার বলে নিজেদের দাবি করছে । কেমন চৌকিদার? যেখানে নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চকসির মতো লোক কোটি কোটি টাকা লুট করে বিদেশে গিয়ে ফূর্তি করছে । বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করছেন । নিজের প্রচারের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারেন । কিন্তু নানা প্রকল্পে টাকা দেওয়ার সময় টাকা নেই । মানুষ এই দ্বিচারিতা আর মেনে নেবে না ।"

কৃষ্ণনগর, 19 এপ্রিল : "খেলা থেকে শুরু করে মেলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন কন্যাশ্রী, যুবশ্রী সব জায়গায় তৃণমূল কংগ্রেস রয়েছে । কোনও পারিবারিক কলহ হলেও তৃণমূল গিয়ে তার সমাধান করে । কোথাও যদি আগুন লাগে ফায়ার ব্রিগেডে খবর তৃণমূল দেয় । কারোর বাড়িতে অসুস্থ হলে অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে যায় তৃণমূল কংগ্রেস ।" গতকাল নদিয়ার কালীগঞ্জের সভায় একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে সভা করেন তিনি ।

অভিষেক বলেন, "BJP হল শ্যামাপোকা । কালীপুজোর পর যেমন শ্যামাপোকা পাওয়া যায় না, তেমন ভোটের পর BJP-কে পাওয়া যায় না । সারাবছর তৃণমূল কংগ্রেস থাকে । আমরা সবসময় মানুষের সঙ্গে রয়েছি । নতুন করে তা প্রমাণ করার দরকার নেই ।" নরেন্দ্র মোদিকে আক্রমণ করে অভিষেক বলেন, "মানুষকে সর্বস্বান্ত করে দিল্লির বুকে 1200 কোটি টাকার অফিস বানিয়েছেন নরেন্দ্র মোদি । অন্যদিকে অমিত শাহর ছেলে ব্যবসা করছে । 50,000 টাকার ব্যবসা একবছরে 80 কোটিতে গিয়ে দাঁড়িয়েছে । নোট বাতিলের জেরে মানুষ আজ জর্জরিত । তাদের প্রতারিত করে এরা নিজেদের পকেট ভরেছে । নোট বাতিলের নামে প্রধানমন্ত্রী 130 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে । আর আগামীদিনে আপনি ভোট না দিয়ে BJP-কে লাইনে দাঁড় করান ।"

ভিডিয়োয় শুনুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

অভিষেক আরও বলেন, "চৌকিদার বলে নিজেদের দাবি করছে । কেমন চৌকিদার? যেখানে নীরব মোদি, বিজয় মালিয়া, মেহুল চকসির মতো লোক কোটি কোটি টাকা লুট করে বিদেশে গিয়ে ফূর্তি করছে । বল্লভ ভাই প্যাটেলের মূর্তি তৈরি করছেন । নিজের প্রচারের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করতে পারেন । কিন্তু নানা প্রকল্পে টাকা দেওয়ার সময় টাকা নেই । মানুষ এই দ্বিচারিতা আর মেনে নেবে না ।"

Intro:এন আর জি এ ডিসটিক অফিসার অর্ণব রায় কর্তব্যরত অবস্থায় বৃহস্পতিবার বেলা দুটো থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষন যোগাযোগ করার চেষ্টা করা হলো তার সঙ্গে কোন যোগাযোগ করা যায়নি। অবশেষে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় মিসিং ডায়েরি করেন নদীয়া জেলার জেলাশাসক গুপ্তা। বর্তমানে তিনি ইলেকশন সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম দেখাশোনা করছেন বলে জানান জেলা শাসক।
তবে কি কারণে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ভোটের আগে এই ধরনের একজন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি হঠাৎ নিখোঁজ হওয়া, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।Body:DM KRISHNAGARConclusion:
Last Updated : Apr 19, 2019, 9:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.