কলকাতা, 11 মে : ফের CPI(M)-র বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম । বলেন, "আমাকে এক CPI(M) নেতা বললেন, তাঁদের দলকে দেখে লোকজন হাসে । আবার অনেকে থুতুও ফেলে যায় । "
গতকাল কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়ের সমর্থনে চেতলায় সভা করেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি বলেন, রাজ্যে CPI(M) ও কংগ্রেসের একমাত্র লক্ষ্য হল তৃণমূলের ভোট কাটা । দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, "নন্দিনীও থাকবে না । আর ওই যে বিদেশ থেকে এসেছেন ! ওই হাত কাটা দলটার নাম বল না । " তার জবাবে তৃণমূল কর্মীরা বলেন, "কংগ্রেস । " তা শুনে ফিরহাদ বলেন, "হ্যাঁ । কংগ্রেস । ওরা এসেছে কী কারণে ? যদি তৃণমূলের কিছু ভোট পাওয়া যায় । যদি কিছুটা সুবিধা করা যায় । "
তিনি আরও বলেন, রাজ্যে অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে CPI(M) । আর CPI(M) কর্মী-সমর্থকরা দল ছেড়ে BJP-তে যোগ দিচ্ছে । বলেন, "ভোটের সময় উলুবেড়িয়ার বিশ্বেশ্বরপুরে গেছিলাম । সেখানে দেখি, কোনও CPI(M)-এর ফ্ল্যাগ নেই । তারপর এক CPI(M) নেতাকে জিজ্ঞাসা করলাম, দাদা তোমরা লড়াই করছ না ? ফ্ল্যাগ লাগাচ্ছ না ? লড়ছ না কী ব্যাপার ? তিনি বললেন, না রে । এখন CPI(M)-কে দেখলে লোকে হাসে । আবার অনেকে থুতুও ফেলে যায় । তাই CPI(M)-এর হয়ে আর কিছু হবে না । আমাদের কর্মীদের তলায় তলায় BJP-র সঙ্গে ভিড়ে যেতে বলেছি । যদি BJP টাইট দিতে পারে, তাহলে মমতা টাইট হয়ে যাবে । "