ETV Bharat / elections

পশ্চিমবঙ্গে রোজগার বেড়েছে, মোদির আমলে বেড়েছে বেকারত্ব : চন্দ্রবাবু - election

কাশিপুর রামলীলা ময়দানে তৃণমূলের প্রচারসভায় যোগ দিলেন চন্দ্রবাবু নাইডু। তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় যোগ দেন তিনি। মঞ্চ থেকে তৃণমূলের প্রশংসা করেন।

সভায় চন্দ্রবাবু নাইডু
author img

By

Published : May 10, 2019, 6:36 PM IST

Updated : May 10, 2019, 6:49 PM IST

কলকাতা, 10 মে: "42-এ 42 আসন পাবে তৃণমূল। কৃষিক্ষেত্রে বাংলায় পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নতি করেছেন। আর পাঁচ বছরে নরেন্দ্র মোদি কিছুই করতে পারেননি।" তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে এসে বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। গতকাল সন্ধ্যায় কাশীপুর রামলীলা ময়দানে জনসভার আয়োজন করে তৃণমূল। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় যোগ দেন চন্দ্রবাবু।

বুধবার শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচার করেন চন্দ্রবাবু । তৃণমূল প্রার্থীর সমর্থনে হলদিয়া ও লালগড়ে প্রচার করেন তিনি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খড়গপুরেও প্রচার করেন । সন্ধ্যায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন । চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মঞ্চে ছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এবং রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমসহ দলের অন্য শীর্ষ নেতারা। মঞ্চে দোভাষীর ভূমিকা পালন করেন ফিরহাদ হাকিম।

চন্দ্রবাবু বলেন, "পাঁচবছর আগে নরেন্দ্র মোদিকে দেশ ভরসা করেছিল। কিন্তু প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদি ফেল করেছেন। গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ কৃষিক্ষেত্রে বাংলায় পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নতি করেছেন। আর পাঁচ বছরে নরেন্দ্র মোদি কিছুই করতে পারেননি। BJP শাসিত রাজ্য মহারাষ্ট্রেও 12 হাজার কৃষক আত্মহত্যা করেছেন। এই ঘটনা দেশের জন্য লজ্জা। নরেন্দ্র মোদির শাসনকালে এই ঘটনা ঘটেছে।" তাঁর আরও বক্তব্য, "নরেন্দ্র মোদি কৃষকদের আয় তিন গুণ বাড়াবেন বলেছিলেন। যদি এই আয় চলতে থাকে তবে আয় দ্বিগুণ হতে আরও ২০ বছর সময় লাগবে। আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আয় প্রচুর বাড়িয়েছেন। আগে কৃষি থেকে বছরে গড়ে 90 হাজার আয় ছিল। সেই আয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচ বছরে 2 লাখ 90 হাজার করেছেন। নরেন্দ্র মোদি 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা হয়নি। বরং নোট বাতিলের সময় প্রচুর মানুষ বেকার হয়ে গেছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অবস্থা আরও খারাপ হয়েছে। সেখানে পশ্চিম বাংলায় মানুষের রোজগার বেড়েছে। 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে নরেন্দ্র মোদির আমলে।"

chandra
সভায় চন্দ্রবাবু নাইডু

প্রচার সভায় বাংলা তথা কলকাতা শহরকে প্রশংসায় ভরিয়ে দেন চন্দ্রবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব তুলে তিনি বললেন, "8 বছরের শাসনকালে পশ্চিমবঙ্গকে পালটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাও বদলে গেছে।" ভারতবর্ষের মধ্যে কলকাতা A ওয়ান সিটি হবে বলেই আশাবাদী তিনি। টানা দু'দিনের প্রচার অভিজ্ঞতা তুলে ধরে চন্দ্রবাবু বললেন, "আমি মোট চারটে সভা করলাম। আমি আশা রাখছি তৃণমূল ৪২-এ ৪২ আসন পাবে।"

শুনুন চন্দ্রবাবু নাইডুর বক্তব্য

কলকাতা, 10 মে: "42-এ 42 আসন পাবে তৃণমূল। কৃষিক্ষেত্রে বাংলায় পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নতি করেছেন। আর পাঁচ বছরে নরেন্দ্র মোদি কিছুই করতে পারেননি।" তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে এসে বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। গতকাল সন্ধ্যায় কাশীপুর রামলীলা ময়দানে জনসভার আয়োজন করে তৃণমূল। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় যোগ দেন চন্দ্রবাবু।

বুধবার শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচার করেন চন্দ্রবাবু । তৃণমূল প্রার্থীর সমর্থনে হলদিয়া ও লালগড়ে প্রচার করেন তিনি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খড়গপুরেও প্রচার করেন । সন্ধ্যায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন । চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মঞ্চে ছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এবং রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমসহ দলের অন্য শীর্ষ নেতারা। মঞ্চে দোভাষীর ভূমিকা পালন করেন ফিরহাদ হাকিম।

চন্দ্রবাবু বলেন, "পাঁচবছর আগে নরেন্দ্র মোদিকে দেশ ভরসা করেছিল। কিন্তু প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদি ফেল করেছেন। গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ কৃষিক্ষেত্রে বাংলায় পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নতি করেছেন। আর পাঁচ বছরে নরেন্দ্র মোদি কিছুই করতে পারেননি। BJP শাসিত রাজ্য মহারাষ্ট্রেও 12 হাজার কৃষক আত্মহত্যা করেছেন। এই ঘটনা দেশের জন্য লজ্জা। নরেন্দ্র মোদির শাসনকালে এই ঘটনা ঘটেছে।" তাঁর আরও বক্তব্য, "নরেন্দ্র মোদি কৃষকদের আয় তিন গুণ বাড়াবেন বলেছিলেন। যদি এই আয় চলতে থাকে তবে আয় দ্বিগুণ হতে আরও ২০ বছর সময় লাগবে। আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আয় প্রচুর বাড়িয়েছেন। আগে কৃষি থেকে বছরে গড়ে 90 হাজার আয় ছিল। সেই আয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচ বছরে 2 লাখ 90 হাজার করেছেন। নরেন্দ্র মোদি 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা হয়নি। বরং নোট বাতিলের সময় প্রচুর মানুষ বেকার হয়ে গেছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অবস্থা আরও খারাপ হয়েছে। সেখানে পশ্চিম বাংলায় মানুষের রোজগার বেড়েছে। 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে নরেন্দ্র মোদির আমলে।"

chandra
সভায় চন্দ্রবাবু নাইডু

প্রচার সভায় বাংলা তথা কলকাতা শহরকে প্রশংসায় ভরিয়ে দেন চন্দ্রবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব তুলে তিনি বললেন, "8 বছরের শাসনকালে পশ্চিমবঙ্গকে পালটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাও বদলে গেছে।" ভারতবর্ষের মধ্যে কলকাতা A ওয়ান সিটি হবে বলেই আশাবাদী তিনি। টানা দু'দিনের প্রচার অভিজ্ঞতা তুলে ধরে চন্দ্রবাবু বললেন, "আমি মোট চারটে সভা করলাম। আমি আশা রাখছি তৃণমূল ৪২-এ ৪২ আসন পাবে।"

শুনুন চন্দ্রবাবু নাইডুর বক্তব্য
Intro:
কলকাতা, ৯ মে : তৃণমূল কংগ্রেসের হয়ে দুদিন টানা ভোট প্রচার করার পরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টি প্রধান চন্দ্রবাবু নাইডুর মনে হয়েছে রাজ্যে ৪২ এ ৪২ আসন পাবে তৃণমূল। আজ সন্ধ্যায় কাশিপুর রামলীলা ময়দানে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় যোগ দিয়ে তাঁর দু দিনের প্রচার অভিজ্ঞতা ব্যক্ত করলেন তিনি। চন্দ্র বাবু বললেন, ৪২ আসনই তৃণমূল পাবে বলে আশা করছি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কার্যের ভূয়শী প্রশংসা করলেন তিনি।Body:গতকাল শুভেন্দু অধিকারীর সঙ্গে মঞ্চ শেয়ার করে তৃণমূল প্রার্থীর সমর্থনে হলদিয়া ও লালগড়ে প্রচার ঝড় তুলেছিলেন চন্দ্রবাবু নাইডু। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খড়্গপুরের প্রচার মঞ্চ শেয়ার করলেন তিনি। সন্ধ্যায় এলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে। সব মিলিয়ে দুদিন ধরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে ঠাসা প্রচার কর্মসূচী সম্পন্ন করলেন চন্দ্রবাবু। কাশিপুর রামলীলা ময়দানে চন্দ্রবাবু নাইডু সঙ্গে মঞ্চে ছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এবং রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা। চন্দ্রবাবুর মূল্যবান বক্তব্য সাধারণ মানুষের যাতে বোধগম্য হয় তার জন্য মঞ্চে দোভাষীর ভূমিকা পালন করলেন ফিরহাদ হাকিম। ‌ কলকাতায় এসে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন চন্দ্রবাবু। প্রচার সভায় বাংলা তথা কলকাতা শহর সম্পর্কে ভূয়সী প্রশংসা করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব তুলে চন্দ্রবাবু বললেন, ৮ বছরের শাসনকালে পশ্চিমবঙ্গকে পাল্টে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাও বদলে গিয়েছে। ভারতবর্ষের মধ্যে কলকাতা এ ওয়ান সিটি হবে বলেই আশাবাদী তিনি। টানা দু'দিনের প্রচার অভিজ্ঞতা তুলে ধরে চন্দ্রবাবু বললেন, কাল আজ আমি মোট চারটে সভা করলাম। আমি আশা রাখছি তৃণমূল ৪২ এ ৪২ আসন পাবে। প্রসঙ্গত, ভোট প্রক্রিয়া শুরু হওয়ার অনেক আগে থেকেই রাজ্যে ৪২ আসনের মধ্যে ৪২ টি তৃণমূলের লক্ষ্য বলে বিবৃতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটাকে ভালোভাবে নেয়নি রাজনৈতিক মহল। সোশ্যাল মিডিয়া সহ অন্যত্র তৃণমূল নেত্রীর এই দাবি নিয়ে বিতর্কের ঝড় উঠে। আজ দুদিনের ভোট প্রচার শেষে মমতার ৪২ টি আপনার দাবী কে মান্যতা দিলেন চন্দ্রবাবু। রাজনৈতিক মহল মনে করছে, কার্যত ভোকাল টনিক দিয়েই তৃণমূল কর্মীদের চাঙ্গা করে গেলেন তিনি।
Conclusion:
Last Updated : May 10, 2019, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.