কলকাতা, 10 মে: "42-এ 42 আসন পাবে তৃণমূল। কৃষিক্ষেত্রে বাংলায় পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নতি করেছেন। আর পাঁচ বছরে নরেন্দ্র মোদি কিছুই করতে পারেননি।" তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে এসে বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। গতকাল সন্ধ্যায় কাশীপুর রামলীলা ময়দানে জনসভার আয়োজন করে তৃণমূল। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচার সভায় যোগ দেন চন্দ্রবাবু।
বুধবার শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রচার করেন চন্দ্রবাবু । তৃণমূল প্রার্থীর সমর্থনে হলদিয়া ও লালগড়ে প্রচার করেন তিনি। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খড়গপুরেও প্রচার করেন । সন্ধ্যায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে আসেন । চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মঞ্চে ছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন এবং রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিমসহ দলের অন্য শীর্ষ নেতারা। মঞ্চে দোভাষীর ভূমিকা পালন করেন ফিরহাদ হাকিম।
চন্দ্রবাবু বলেন, "পাঁচবছর আগে নরেন্দ্র মোদিকে দেশ ভরসা করেছিল। কিন্তু প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদি ফেল করেছেন। গোটা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আজ কৃষিক্ষেত্রে বাংলায় পাঁচ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উন্নতি করেছেন। আর পাঁচ বছরে নরেন্দ্র মোদি কিছুই করতে পারেননি। BJP শাসিত রাজ্য মহারাষ্ট্রেও 12 হাজার কৃষক আত্মহত্যা করেছেন। এই ঘটনা দেশের জন্য লজ্জা। নরেন্দ্র মোদির শাসনকালে এই ঘটনা ঘটেছে।" তাঁর আরও বক্তব্য, "নরেন্দ্র মোদি কৃষকদের আয় তিন গুণ বাড়াবেন বলেছিলেন। যদি এই আয় চলতে থাকে তবে আয় দ্বিগুণ হতে আরও ২০ বছর সময় লাগবে। আর সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আয় প্রচুর বাড়িয়েছেন। আগে কৃষি থেকে বছরে গড়ে 90 হাজার আয় ছিল। সেই আয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঁচ বছরে 2 লাখ 90 হাজার করেছেন। নরেন্দ্র মোদি 2 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তা হয়নি। বরং নোট বাতিলের সময় প্রচুর মানুষ বেকার হয়ে গেছেন। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অবস্থা আরও খারাপ হয়েছে। সেখানে পশ্চিম বাংলায় মানুষের রোজগার বেড়েছে। 45 বছরের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্ব বেড়েছে নরেন্দ্র মোদির আমলে।"
প্রচার সভায় বাংলা তথা কলকাতা শহরকে প্রশংসায় ভরিয়ে দেন চন্দ্রবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব তুলে তিনি বললেন, "8 বছরের শাসনকালে পশ্চিমবঙ্গকে পালটে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতাও বদলে গেছে।" ভারতবর্ষের মধ্যে কলকাতা A ওয়ান সিটি হবে বলেই আশাবাদী তিনি। টানা দু'দিনের প্রচার অভিজ্ঞতা তুলে ধরে চন্দ্রবাবু বললেন, "আমি মোট চারটে সভা করলাম। আমি আশা রাখছি তৃণমূল ৪২-এ ৪২ আসন পাবে।"