ETV Bharat / elections

মিছিল থেকে BJP নেতাকে আটক পুলিশের, প্রতিবাদে রাস্তা অবরোধ

ডায়মন্ডহারবারের প্রার্থী নীলাঞ্জন রায়ের মিছিল চলাকালীন স্থানীয় এক BJP নেতাকে আটক করে ডায়মন্ডহারবার থানার পুলিশ। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন BJP কর্মী-সমর্থকরা। ২০ মিনিট অবরোধ চলে। থানাও ঘেরাও করা হয়।

রাস্তা অবরোধ BJP কর্মী-সমর্থক সহ নীলাঞ্জন রায়ের
author img

By

Published : Apr 28, 2019, 4:47 AM IST

ডায়মন্ডহারবার, 28 এপ্রিল: মিছিল থেকে তাদের এক নেতাকে আটকের প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন BJP কর্মী-সমর্থকরা। প্রায় 20 মিনিট অবরোধ করা হয়। ঘেরাও করা হয় থানাও।

ডায়মন্ডহারবার কেন্দ্রের BJP প্রার্থী নীলাঞ্জন রায় গতকাল দুপুরে বুড়ুল থেকে রোড শো শুরু করেন। সেই রোড শোয়ে ছিলেন ডায়মন্ডহারবারের কুলেশ্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বাপি মণ্ডল। ফলতার সহরারহাটের মিছিল থেকে তাকে আটক করা হয়। তাকে জোর করে মিছিল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।

ডায়মন্ডহারবার পুলিশ জানিয়েছে, বাপির বিরুদ্ধে বোমাবাজি, রাস্তা অবরোধ, ভাঙচুরের মতো পুরোনো ৩টি মামলা রয়েছে। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নীলাঞ্জন রায় বলেন, "আমাদের মণ্ডল সাধারণ সম্পাদক বাপি মণ্ডল মিছিলে ছিল। হঠাৎ মিছিল থেকে তাকে নিয়ম না মেনে পুলিশ তুলে নিয়ে যায়। আমরা বাপির মুক্তির দাবি জানাচ্ছি।"

ডায়মন্ডহারবার, 28 এপ্রিল: মিছিল থেকে তাদের এক নেতাকে আটকের প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন BJP কর্মী-সমর্থকরা। প্রায় 20 মিনিট অবরোধ করা হয়। ঘেরাও করা হয় থানাও।

ডায়মন্ডহারবার কেন্দ্রের BJP প্রার্থী নীলাঞ্জন রায় গতকাল দুপুরে বুড়ুল থেকে রোড শো শুরু করেন। সেই রোড শোয়ে ছিলেন ডায়মন্ডহারবারের কুলেশ্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বাপি মণ্ডল। ফলতার সহরারহাটের মিছিল থেকে তাকে আটক করা হয়। তাকে জোর করে মিছিল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।

ডায়মন্ডহারবার পুলিশ জানিয়েছে, বাপির বিরুদ্ধে বোমাবাজি, রাস্তা অবরোধ, ভাঙচুরের মতো পুরোনো ৩টি মামলা রয়েছে। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। নীলাঞ্জন রায় বলেন, "আমাদের মণ্ডল সাধারণ সম্পাদক বাপি মণ্ডল মিছিলে ছিল। হঠাৎ মিছিল থেকে তাকে নিয়ম না মেনে পুলিশ তুলে নিয়ে যায়। আমরা বাপির মুক্তির দাবি জানাচ্ছি।"

Poonch (J-K), Apr 27 (ANI): Annual Urs of Darvesh Ghulam Qadir was observed at Bandi Chechian in Jammu and Kashmir's Poonch with religious fervour. Large number of devotees participated in the ceremony and offered prayers. This is the 20th Urs of Darvesh Gulam Quadir and will be celebrated for three days, it will conclude on April 28 with prayers. Urs of Darvesh Ghulam Qadir attracts people from every religion and it is also a perfect example of communal harmony in the region. Foods are also being offered to the devotees during the ceremony.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.