ETV Bharat / elections

দলীয় প্রার্থীকে মালা পরানোর জের ? মেরে হাত ভাঙা হল BJP সমর্থকের - allegedly7

শ্রীরামপুরের দলীয় প্রার্থী দেবজিৎ সরকারকে মালা পরান এক BJP সমর্থক। সেই কারণেই মেরে তাঁর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ডানকুনি থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও ঘটনার কথা অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আক্রান্ত BJP সমর্থক
author img

By

Published : Apr 27, 2019, 3:53 AM IST

শ্রীরামপুর, 27 এপ্রিল: শ্রীরামপুরের দলীয় প্রার্থী দেবজিৎ সরকারকে মালা পরানোয় এক BJP সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ডানকুনির ঘটনা । তাঁকে ডানকুনির একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । ঘটনায় ডানকুনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

BJP-র রোড শো চলাকালীন প্রার্থী দেবজিতের গলায় মালা দেন এক সমর্থক । অভিযোগ, সেই কারণেই বুধবার রাতে মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়া হয়। গতকাল সকালে তাঁকে নার্সিংহোমে ভরতি করা হয়। BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই একাজ করেছে ।

BJP প্রার্থী দেবজিৎ সরকার বলেন, "সব জায়গায় আমাদের কর্মীদের মারধর চলছে । এই আক্রমণ লাগামছাড়া হয়ে গেছে । তৃণমূল গুন্ডারা কত এরকম করতে পারে আমরাও দেখব । পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।"

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল নেতা প্রবীর ঘোষাল বলেন, "BJP প্রার্থীদের সামনেই ওদের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে । তারপরও ওরা হতাশা থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে । কোনও জায়গায় জিততে পারবে না । তাই এসব করে নজর কাড়তে চাইছে ।"

ভিডিয়োয় শুনুন দেবজিৎ সরকারের বক্তব্য

শ্রীরামপুর, 27 এপ্রিল: শ্রীরামপুরের দলীয় প্রার্থী দেবজিৎ সরকারকে মালা পরানোয় এক BJP সমর্থকের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ডানকুনির ঘটনা । তাঁকে ডানকুনির একটি নার্সিংহোমে ভরতি করা হয়েছে । ঘটনায় ডানকুনি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।

BJP-র রোড শো চলাকালীন প্রার্থী দেবজিতের গলায় মালা দেন এক সমর্থক । অভিযোগ, সেই কারণেই বুধবার রাতে মারধর করে তাঁর হাত ভেঙে দেওয়া হয়। গতকাল সকালে তাঁকে নার্সিংহোমে ভরতি করা হয়। BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই একাজ করেছে ।

BJP প্রার্থী দেবজিৎ সরকার বলেন, "সব জায়গায় আমাদের কর্মীদের মারধর চলছে । এই আক্রমণ লাগামছাড়া হয়ে গেছে । তৃণমূল গুন্ডারা কত এরকম করতে পারে আমরাও দেখব । পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হবে।"

যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই বিষয়ে তৃণমূল নেতা প্রবীর ঘোষাল বলেন, "BJP প্রার্থীদের সামনেই ওদের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে । তারপরও ওরা হতাশা থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে । কোনও জায়গায় জিততে পারবে না । তাই এসব করে নজর কাড়তে চাইছে ।"

ভিডিয়োয় শুনুন দেবজিৎ সরকারের বক্তব্য
ফের গুলি করে খুনের চেষ্টা ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা হাবড়া থানার অন্তর্গত মসলন্দপুর এলাকায় l আজ সন্ধ্যেবেলায় স্থানীয় এক লোক স্থানীয় বাড়ির সামনে চায়ের দোকানে যখন বসেছিল তখন ওই এলাকারই 3 জন কুখ্যাত দুষ্কৃতী মৃত্যুঞ্জয়, দেবু ও বিশ্বজিৎ কুণ্ডু কষ্ট দাসকে লক্ষ্য করে চার পাঁচ রাউন্ড গুলি ছোড়ে l তার মধ্যে দুটি গুলি কেষ্ট দাস এর বুকে লাগে এবং দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় l স্থানীয়রা কষ্ট কে উদ্ধার করে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে l হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে তাকে শারীরিক অবনতি হওয়ার কারণে কলকাতার আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় l এবং যে এলাকায় গুলি করে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা l এবং ঘটনাস্থলে ছুটে আসে হাবড়া থানার অধিনায়ক গৌতম মিত্র এবং মসলন্দপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্কর এবং রয়েছে একাধিক পুলিশ বাহিনী l সর্বোপরি এলাকায় এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে l পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে ও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.