দার্জিলিং, 13 এপ্রিল : "পাহাড়ে এখন ত্রাস ও টাকার রাজনীতি চলছে। টাকা ও চাকরির লোভ দেখানোর পাশাপাশি পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে দমন-পীড়নের রাজনীতি করছে তৃণমূল ও বিনয়রা।" আজ এক ভিডিয়ো বার্তায় একথা বলেন বিমল গুরুং।
ভোটের আগে পাহাড়ে ফিরতে চেয়েছিলেন গুরুং। সেই চেষ্টার ফলস্বরূপ হাইকোর্টে জামিনের আবেদনও করেছিলেন। কিন্তু জামিন মেলেনি। ফলে গ্রেপ্তারের আশঙ্কায় শেষমেশ পাহাড়মুখো হননি তিনি। আগাম জানিয়েও ভোটের আগে তাঁর পাহাড়ে ফেরার সম্ভাবনায় জল ঢেলে দিয়েছে।
এদিকে BJP প্রার্থীকে সমর্থন করেছেন তিনি। কিন্তু পাহাড়ে সশরীরে ফিরতে না পেরে সোশাল মিডিয়ায় ভিডিয়োই এখন ভরসা গুরুঙের। সেইমতোই আজ বিনয়-অনিতকে ফের একহাত নিয়ে BJP-র পক্ষে ভোট চেয়ে এই ভিডিয়ো বার্তা দেন গুরুং। পাশাপাশি রাজ্যকে আক্রমণ করে বিমল বলেন, "রাজ্যের কালা কানুনের জেরে পাহাড়ের আজ এই দশা। চা বাগান, সিনকোনার শ্রমিকদের বেহাল দশা।"