ETV Bharat / elections

বুথে তৃণমূল এজেন্টের সঙ্গে বচসা, বাবুলের গাড়ি ভাঙচুর

তৃণমূল এজেন্টের সঙ্গে বচসায় জড়িয় পড়েন বাবুল

author img

By

Published : Apr 29, 2019, 9:24 AM IST

Updated : Apr 29, 2019, 11:57 AM IST

বচসা

আসানসোল, 29 এপ্রিল : বুথে ঢুকে তৃণমূল কংগ্রেসের এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । পালটা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা । তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । ঘটনাটি বারাবনির কাশীডাঙা এলাকায় 199/283 নম্বর বুথের । ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।

199/283 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠছিল । তা নিয়ে বুথের ভিতর ঢোকেন বাবুল । প্রিজ়াইডিং অফিসারের সঙ্গে কথা বলেন । বাবুলের অভিযোগ, BJP-র এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি । তা নিয়ে তৃণমূলের এজেন্টের সঙ্গে বাবুল বচসায় জড়িয়ে পড়েন । যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয় । তাদের পালটা দাবি, বুথটিতে BJP এজেন্ট দিতে পারেনি ।

দেখুন ভিডিয়ো

পরে বাবুল বুথের বাইরে বেরোলে তাঁকে ঘিরে বিক্ষেভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা । তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে ঘটনাস্থানে যায় কুইক রেসপন্স টিম । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

আসানসোল, 29 এপ্রিল : বুথে ঢুকে তৃণমূল কংগ্রেসের এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । পালটা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা । তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । ঘটনাটি বারাবনির কাশীডাঙা এলাকায় 199/283 নম্বর বুথের । ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন ।

199/283 নম্বর বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনের হয়ে ভোট দেওয়ার অভিযোগ উঠছিল । তা নিয়ে বুথের ভিতর ঢোকেন বাবুল । প্রিজ়াইডিং অফিসারের সঙ্গে কথা বলেন । বাবুলের অভিযোগ, BJP-র এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি । তা নিয়ে তৃণমূলের এজেন্টের সঙ্গে বাবুল বচসায় জড়িয়ে পড়েন । যদিও তৃণমূলের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয় । তাদের পালটা দাবি, বুথটিতে BJP এজেন্ট দিতে পারেনি ।

দেখুন ভিডিয়ো

পরে বাবুল বুথের বাইরে বেরোলে তাঁকে ঘিরে বিক্ষেভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা । তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় । পরে ঘটনাস্থানে যায় কুইক রেসপন্স টিম । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে ।

Last Updated : Apr 29, 2019, 11:57 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.