বারাসত, 5 এপ্রিল : "ওর নাম নিতে রাজি নই। অর্জুন সিং বাঘ নয় যে ওর নাম নিতে হবে আমাকে।" আজ বারাসতের বিশেষ আদালতে এক মামলার হাজিরা দিতে এসে একথা বলেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল।
কখনও চড়াম চড়াম। কখনও গুড়-বাতাসা। আবার নকুলদানা, বারবার কর্মীদের বিভিন্ন রকম দাওয়াই দেওয়ার কথা বলছেন। তাহলে কি রোগ ধরতে পারছেন না? প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, "সেটা আমার ব্যাপার। আমি প্রয়োজন মনে করেছি, তাই বলেছি। আমি নিশ্চয় কারোর কাছে শিখব না।"
সম্প্রতি অর্জুন সিং বলেছিলেন, একশো জন BJP তে যোগ দেবে। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "নিজে বিধায়ক থাকবে কি না দেখুন। ও আগে নিজেকে সামলাক।"
"রাজ্যে BJP আটটি আসন পেলে আমি রাজনীতি ছেড়ে দেব"। সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন অনুব্রত মণ্ডল। আজ তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "হ্যাঁ একশো শতাংশ ঠিক। রাজ্যে BJP আটটি আসন পেলে আপনি রাজনীতি ছেড়ে দেব।"