ETV Bharat / elections

17 মে কলকাতায় রোড-শো অমিত শাহের - Narendra Modi

রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোটের আগে 17 মে প্রচারের শেষদিন । BJP নেতাদের বক্তব্য, অমিত শাহর রোড-শোর দিন কলকাতা কার্যত অচল হয়ে যাবে ।

অমিত শাহ
author img

By

Published : May 5, 2019, 5:36 PM IST

কলকাতা, 5 মে : 17 মে কলকাতায় রোড-শো করবেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । ধর্মতলা মেট্রো চ্যানেল থেকে এই রোড-শো শুরু হয়ে উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে শেষ হবে ।

19 মে রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট । তার আগে BJP-র পালে হাওয়া দিতে 15 থেকে 17 মে’র মধ্যে কলকাতায় দুই প্রান্তে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দিয়ে রোড-শো করাতে চেয়েছিল BJP । আপাতত, প্রচারের শেষদিন তথা 17 মে অমিত শাহর রোড-শোর বিষয়টি চূড়ান্ত হয়েছে । BJP সূত্রে খবর, হুড খোলা জিপে থাকবেন অমিত । কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা রোড-শোতে অংশগ্রহণ করবেন ।

ইতিমধ্যে দিল্লি থেকে রোড-শোর প্রস্তুতি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য BJP নেতৃত্বকে । রোড-শোর জন্য ইতিমধ্যে দিল্লি থেকে বিশেষ বাহিনী নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছে । BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "অমিত শাহের রোড- শো চূড়ান্ত হয়ে গেছে । " BJP নেতাদের বক্তব্য, অমিত শাহর রোড-শোর দিন কলকাতা কার্যত অচল হয়ে যাবে । কারণ সেদিন তিন লাখ মানুষ আনার টার্গেট নেওয়া হয়েছে ।

কলকাতা, 5 মে : 17 মে কলকাতায় রোড-শো করবেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ । ধর্মতলা মেট্রো চ্যানেল থেকে এই রোড-শো শুরু হয়ে উত্তর কলকাতা সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে শেষ হবে ।

19 মে রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট । তার আগে BJP-র পালে হাওয়া দিতে 15 থেকে 17 মে’র মধ্যে কলকাতায় দুই প্রান্তে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে দিয়ে রোড-শো করাতে চেয়েছিল BJP । আপাতত, প্রচারের শেষদিন তথা 17 মে অমিত শাহর রোড-শোর বিষয়টি চূড়ান্ত হয়েছে । BJP সূত্রে খবর, হুড খোলা জিপে থাকবেন অমিত । কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা রোড-শোতে অংশগ্রহণ করবেন ।

ইতিমধ্যে দিল্লি থেকে রোড-শোর প্রস্তুতি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য BJP নেতৃত্বকে । রোড-শোর জন্য ইতিমধ্যে দিল্লি থেকে বিশেষ বাহিনী নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেছে । BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "অমিত শাহের রোড- শো চূড়ান্ত হয়ে গেছে । " BJP নেতাদের বক্তব্য, অমিত শাহর রোড-শোর দিন কলকাতা কার্যত অচল হয়ে যাবে । কারণ সেদিন তিন লাখ মানুষ আনার টার্গেট নেওয়া হয়েছে ।

Intro:
05-05-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ এবার খাদ কলকাতায় রোড- শো রাজ্য বিজেপির। ১৯ মে শেষ দফা নির্বাচণের আগে ১৭ মে প্রচারে ঝড় তুলতে খাস কলকাতায় রোড- শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। প্রচারে শেষ দিনে চমক বিজেপি।

মূলত, কলকাতা উত্তর, দক্ষিণ ও যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীরা এই রোড- শোতে অংশ নেবেন।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ধর্মতলা মেট্রো চ্যানেলে থেকে মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে উত্তর কলকাতা সিমলা স্ট্রীটে বিবেকানন্দের বাড়িতে। হুট খোলা জিপে প্রচার অংশ নেবেন অমিত শাহ।
শেষ দফা নির্বাচণের আগে রোড- শো এর মাধ্যমে কলকাতার ৩ টি লোকসভা কেন্দ্রেই প্রচারে তৃণমূল কে টেক্কা দিতে চাইছে বিজেপি। ১৭ মে কলকাতা একপ্রকার অচল হওয়ার সম্ভবনা। কারণ ওই দিন প্রায় ৩ লাখ লোক আনার টার্গেট নিয়েছে বিজেপি।



১৭ মে রোড- শো এর জন্য দিল্লি থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী এই রুটি নিরাপত্তার বিষয় টি ক্ষতিয়ে দেখেন।
ইতিমধ্যেই দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে এই রোড- শো এর বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।




বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " অমিত শাহের রোড- শো এর বিষয়ে চুড়ান্ত হয়েছে। ১৭ মে এই রোড- শো করার পরিকল্পনা করা হচ্ছে"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.