ETV Bharat / elections

শান্তিতেই চলছে চতুর্থ দফার ভোট : অজয় নায়েক - west begal

চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গন্ডগোলের খবর এলেও নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজ়ারভার অজয় নায়েক।

অজয় নায়েক
author img

By

Published : Apr 29, 2019, 3:19 PM IST

কলকাতা, 29 এপ্রিল : চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে । রাজ্যে 8টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে । দুপুর 2টো পর্যন্ত কমিশনে 1173টি অভিযোগ জমা পড়েছে । চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গন্ডগোলের খবর এলেও নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজ়ারভার অজয় নায়েক। আজ বীরভূম থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে সব ঠিকঠাক চলছে । নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে । বাকি যা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে ।"

মঙ্গলকোটের গিধ গ্রামে 272/269 বুথে EVM খারাপ । 37 শতাংশ ভোটগ্রহণের পর বিকল হয়ে যায় EVM । বহরমপুর কেন্দ্রে অনেক বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে । পাশিপাশি দুবরাজপুরে একটি বুথে গুলি চলার অভিযোগও সামনে এসেছে । বাবুল সুপ্রিয় গাড়িতে ভাঙচুর হয়েছে । এই সব বুথে পুননির্বাচন হবে কি না জানতে চাওয়া হলে অজয় নায়েক বলেন, "কোথায় কোথায় কী হয়েছে সেটা জানার পর সিদ্ধান্ত নেব । যদি কোনও অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখব । কোনও তাড়াহুড়ো নেই । সময় মত সব সিদ্ধান্ত নেব ।"

কলকাতা, 29 এপ্রিল : চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে দেশজুড়ে । রাজ্যে 8টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে । দুপুর 2টো পর্যন্ত কমিশনে 1173টি অভিযোগ জমা পড়েছে । চতুর্থ দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গন্ডগোলের খবর এলেও নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হচ্ছে বলে দাবি করেন নির্বাচন কমিশনের স্পেশাল অবজ়ারভার অজয় নায়েক। আজ বীরভূম থেকে কলকাতায় ফিরে তিনি বলেন, "আমি এখনও পর্যন্ত যা দেখেছি, তাতে সব ঠিকঠাক চলছে । নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে । বাকি যা অভিযোগ আছে তা খতিয়ে দেখা হবে ।"

মঙ্গলকোটের গিধ গ্রামে 272/269 বুথে EVM খারাপ । 37 শতাংশ ভোটগ্রহণের পর বিকল হয়ে যায় EVM । বহরমপুর কেন্দ্রে অনেক বুথে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে । পাশিপাশি দুবরাজপুরে একটি বুথে গুলি চলার অভিযোগও সামনে এসেছে । বাবুল সুপ্রিয় গাড়িতে ভাঙচুর হয়েছে । এই সব বুথে পুননির্বাচন হবে কি না জানতে চাওয়া হলে অজয় নায়েক বলেন, "কোথায় কোথায় কী হয়েছে সেটা জানার পর সিদ্ধান্ত নেব । যদি কোনও অভিযোগ থাকে তাহলে খতিয়ে দেখব । কোনও তাড়াহুড়ো নেই । সময় মত সব সিদ্ধান্ত নেব ।"

Intro:কেষ্টপুরে পরপর শেষ দুমাসে বেশ কয়েকটি ফ্ল্যাটে মিটার বক্সে আগুন ধরে যাচ্ছিল। মিটার বক্সের যান্ত্রিক গোলযোগের দিকে সন্দেহ করা হলেও পর পর একাধিক আবাসনে আগুন লাগার ঘটনায় সন্দেহ হয় বাসিন্দাদের মনে। এর মধ্যেই একটি সিসিটিভি ফুটেজ সামনে এল। যাতে দেখা যাচ্ছে ১ ডিসেম্বর বসুন্ধরা আবাসন এর একটি ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরে এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মিটার বক্সের দিকে এগিয়ে যাচ্ছে। সিঁড়ির আড়াল থাকায় সে কি ধরনের গোলমাল পাকিয়েছে মিটার বক্সে এরপর তা আর দেখা যায়নি কিন্তু ওই ব্যক্তি বেরিয়ে আসার পর কিছুক্ষণ তাকিয়ে থাকে মিরার বক্সের দিকে এর পরেই সে দৌড়ে পালিয়ে যায় এবং তার পরেই মিটার বক্সে জোরালো বিস্ফোরণের মত শব্দ হয় এবং তারপরেই আগুন ধরে যায় ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। Body:আর এতেই সন্দেহ মিটার বক্সের কোন গোলযোগ নয় রীতিমত পরিকল্পনা করে পর পর এই কান্ড ঘটানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বীরেন রায় নামে এক ব্যক্তি বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বিরুদ্ধে। তার অভিযোগের স্বপক্ষে তিনি একটি সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন পুলিশের কাছে। Conclusion:সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ইচ্ছাকৃতভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল মিটার বক্সে। পরিকল্পনা মাফিক ষড়যন্ত্র করা হয়েছিল। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী বিরুদ্ধে 448 435 এবং 427 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় জানতে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.