ETV Bharat / elections

দ্বিতীয় দফায় 95টি কেন্দ্রে ভোটগ্রহণ - dmk

রাত পোহালেই দেশের 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 95টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। প্রচার পর্ব শেষ হয়েছে মঙ্গলবার। দ্বিতীয় দফার ভোটে অংশ নিচ্ছেন 1600 প্রার্থী। যার মধ্যে কোটিপতি 427 জন।

দ্বিতীয় দফায়
author img

By

Published : Apr 17, 2019, 11:23 PM IST

Updated : Apr 18, 2019, 5:11 AM IST

দিল্লি, 17 এপ্রিল : রাত পোহালেই দেশের 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 95টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। প্রচার পর্ব শেষ হয়েছে মঙ্গলবার। তারই মাঝে উঠেছে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ। যার জেরে তামিলনাড়ুর সবকটি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও ভেলোর কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় ত্রিপুরা পূর্ব কেন্দ্রের ভোটগ্রহণের দিন পরিবর্তন হয়েছে। তাই 97টি আসনের পরিবর্তে ভোট হবে 95টি আসনে। সব বিতর্ক পিছনে ফেলে সম্পন্ন হতে চলেছে সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

দ্বিতীয় দফার ভোটে অংশ নিচ্ছেন 1600 প্রার্থী। জানা যাচ্ছে, এই দফায় 209 জন জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। 107 জন আঞ্চলিক দলের তরফে প্রার্থী হয়েছেন। পর্যালোচিত 1590 জন প্রার্থীর মধ্যে কোটিপতি 427 জন।

এই দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের 53 জন প্রার্থী। তাঁদের মধ্যে 46 জন হলফমানায় জানিয়েছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ এক কোটিরও অধিক। BJP-র প্রার্থী সংখ্যা 51। যার মধ্যে কোটিপতির সংখ্যা 45। শতাংশর নিরিখে যা কংগ্রেসকে একটু হলেও ছাপিয়ে গেছে।

তবে শতাংশের নিরিখে পর্যালোচনা করলে দেখা যাবে তামিলনাড়ুর চির প্রতিদ্বন্দ্বী দুই দল AIDMK ও DMK-র থেকে অনেকটাই পিছিয়ে জাতীয়দলগুলি। DMK-র 24 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে 23 জনই কোটিপতি। শতাংশের হিসেবে 96 শতাংশ প্রার্থী কোটিপতি। তবে AIDMK তাদের থেকেও এগিয়ে। এই দলের 100 শতাংশ প্রার্থীই কোটিপতি। প্রার্থী সংখ্যা 22।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সব থেকে ধনী কন্যাকুমারীর কংগ্রেস প্রার্থী হরিকৃষ্ণন বসন্তকুমার। তাঁর সম্পত্তির পরিমাণ 417 কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় সব থেকে ধনী প্রার্থীও কংগ্রেসের। বিহারের পুর্ণিয়ার প্রার্থী উদয় সিংয়ের সম্পত্তির পরিমাণ 341 কোটি টাকা। 2014 সালে তিনি BJP-র হয়ে লড়ে সাংসদ হয়েছিলেন। তবে এবরে দল বদলে তিনি কংগ্রেসে। উদয় সিংয়ের থেকে তিন কোটি টাকার কম সম্পত্তি থাকায় তৃতীয় স্থানে বেঙ্গালুরু দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস প্রার্থী ডি কে সুরেশ। 2014 সালের লোকসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ 85 কোটি টাকা বলে জানিয়েছিলেন তিনি।

দ্বিতীয় দফা নির্বাচনে কোটিপতি প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 427 হলেও সম্পত্তিহীন প্রার্থীও রেয়েছে কালকের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। কালকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা সম্পত্তিহীন প্রার্থীর সংখ্যা 16। আর সম্পত্তি আছে, তবে তার মূল্য মাত্র 9 টাকা। শ্রীভেঙ্কাটেশ্বর মাহা স্বামি যিনি মহারাস্ট্রের শোলাপুর থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র 9 টাকা।

দিল্লি, 17 এপ্রিল : রাত পোহালেই দেশের 11টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 95টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। প্রচার পর্ব শেষ হয়েছে মঙ্গলবার। তারই মাঝে উঠেছে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগ। যার জেরে তামিলনাড়ুর সবকটি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও ভেলোর কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায় ত্রিপুরা পূর্ব কেন্দ্রের ভোটগ্রহণের দিন পরিবর্তন হয়েছে। তাই 97টি আসনের পরিবর্তে ভোট হবে 95টি আসনে। সব বিতর্ক পিছনে ফেলে সম্পন্ন হতে চলেছে সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ।

দ্বিতীয় দফার ভোটে অংশ নিচ্ছেন 1600 প্রার্থী। জানা যাচ্ছে, এই দফায় 209 জন জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন। 107 জন আঞ্চলিক দলের তরফে প্রার্থী হয়েছেন। পর্যালোচিত 1590 জন প্রার্থীর মধ্যে কোটিপতি 427 জন।

এই দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের 53 জন প্রার্থী। তাঁদের মধ্যে 46 জন হলফমানায় জানিয়েছেন, তাঁদের সম্পত্তির পরিমাণ এক কোটিরও অধিক। BJP-র প্রার্থী সংখ্যা 51। যার মধ্যে কোটিপতির সংখ্যা 45। শতাংশর নিরিখে যা কংগ্রেসকে একটু হলেও ছাপিয়ে গেছে।

তবে শতাংশের নিরিখে পর্যালোচনা করলে দেখা যাবে তামিলনাড়ুর চির প্রতিদ্বন্দ্বী দুই দল AIDMK ও DMK-র থেকে অনেকটাই পিছিয়ে জাতীয়দলগুলি। DMK-র 24 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে 23 জনই কোটিপতি। শতাংশের হিসেবে 96 শতাংশ প্রার্থী কোটিপতি। তবে AIDMK তাদের থেকেও এগিয়ে। এই দলের 100 শতাংশ প্রার্থীই কোটিপতি। প্রার্থী সংখ্যা 22।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সব থেকে ধনী কন্যাকুমারীর কংগ্রেস প্রার্থী হরিকৃষ্ণন বসন্তকুমার। তাঁর সম্পত্তির পরিমাণ 417 কোটি টাকা। দ্বিতীয় ও তৃতীয় সব থেকে ধনী প্রার্থীও কংগ্রেসের। বিহারের পুর্ণিয়ার প্রার্থী উদয় সিংয়ের সম্পত্তির পরিমাণ 341 কোটি টাকা। 2014 সালে তিনি BJP-র হয়ে লড়ে সাংসদ হয়েছিলেন। তবে এবরে দল বদলে তিনি কংগ্রেসে। উদয় সিংয়ের থেকে তিন কোটি টাকার কম সম্পত্তি থাকায় তৃতীয় স্থানে বেঙ্গালুরু দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করা কংগ্রেস প্রার্থী ডি কে সুরেশ। 2014 সালের লোকসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলফনামায় তাঁর সম্পত্তির পরিমাণ 85 কোটি টাকা বলে জানিয়েছিলেন তিনি।

দ্বিতীয় দফা নির্বাচনে কোটিপতি প্রতিদ্বন্দ্বীর সংখ্যা 427 হলেও সম্পত্তিহীন প্রার্থীও রেয়েছে কালকের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে। কালকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা সম্পত্তিহীন প্রার্থীর সংখ্যা 16। আর সম্পত্তি আছে, তবে তার মূল্য মাত্র 9 টাকা। শ্রীভেঙ্কাটেশ্বর মাহা স্বামি যিনি মহারাস্ট্রের শোলাপুর থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ মাত্র 9 টাকা।

Rourkela (Odisha), Apr 17 (ANI): Election Commission's flying squad inspected the luggage of Odisha Chief Minister Naveen Patnaik at a helipad in Rourkela. CM Patnaik was inside the chopper while the search took place. Earlier, the EC's inspection arm had checked former Karnataka chief minister BS Yeddyurappa's luggage in Shivamogga.
Last Updated : Apr 18, 2019, 5:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.