শিলিগুড়ি, 10 মার্চ : আবেদন নিবেদনে কাজ হয়নি ৷ এবার তাই ভোট বয়টের ডাক দিলেন শিলিগুড়ির শীতলাপাড়ার বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, মাসের পর মাস কেটে যাচ্ছে ৷ তবুও মিলছে না পরিশ্রুত পানীয় জল ৷ একাধিকবার শিলিগুড়ি পৌরনিগম, জনস্বাস্থ্য কারিগরি দফতরের দ্বারস্থ হয়ে সমস্য়ার কথা জানিয়েও কোনও লাভ হয়নি ৷ যার ফল ভোগ করতে হচ্ছে শিলিগুড়ি পৌরনিগমের 31 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ৷ নিত্যদিনের জলের প্রয়োজন মেটাতে গিয়ে রীতিমতো নাকাচোবানি খেতে হচ্ছে তাঁদের ৷ বুধবার তাই একপ্রকার বাধ্য হয়েই জাতীয় সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা ৷ সমবেতভাবে সিদ্ধান্ত নেন ভোট বয়কটের ৷
স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্গত বেশ কয়েকটি ওয়ার্ডে প্রথম থেকেই পানীয় জলের সমস্যা রয়েছে ৷ অন্যদিকে, গত নভেম্বর মাসে শিলিগুড়ির শক্তিগড় এলাকার পানীয় জলের রিজার্ভারের ছাদ ভাঙার ছবি প্রকাশ্যে আসে ৷ টনক নড়ে কর্তৃপক্ষের ৷ দ্রুত সেটি সারানোর উদ্যোগও নেওয়া হয় ৷ ফলে সংশ্লিষ্ট রিজার্ভার থেকে বন্ধ হয়ে যায় জল সরবরাহ ৷ বিপাকে পড়েন স্থানীয়রা ৷ তাঁদের অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর তথা পৌরনিগমের কো-অর্ডিনেটরকে এ বিষয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্য়ার সমাধান হয়নি ৷
এই পরিস্থিতিতে প্রতিদিনের প্রয়োজনের জলটুকু জোগাড় করতেই কার্যত কালঘাম ছুটে যাচ্ছে এলাকাবাসীর ৷ কেউ দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করছেন, কেউ বা মোটা টাকা দিয়ে কিনছেন জল ৷ স্থানীয়দের অভিযোগ, রাজনীতির কারবারিরা ভোটের প্রচার নিয়েই ব্য়স্ত ৷ মানুষের সমস্য়া মেটানোর কোনও সদিচ্ছা নেই তাঁদের ৷
আরও পড়ুন : রাস্তার দাবিতে ভোট বয়কট মোথাবাড়ির বাসিন্দাদের
প্রতিবাদে বুধবার শিলিগুড়ি থেকে জলপাইগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী ৷ পরে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে ৷ পুলিশের মধ্যস্থতাতেই ওঠে অবরোধ ৷ তবে ইতিমধ্যেই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা ৷ এলাকায় ভোট বয়কটের ডাক দিয়ে প্রচারও শুরু হয়েছে ৷ টাঙানো হয়েছে ব্য়ানার ৷ ভুক্তভোগীদের সাফ কথা, মন ভোলানো প্রতিশ্রুতিতে আর কোনও কাজ হবে না ৷ ভোট পেতে গেলে আগে মানুষের সমস্য়া মেটাতে হবে ৷ দ্রুত সমস্য়া মেটানোর আশ্বাস দিয়েছেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পৌরনিগমের কো-অর্ডিনেটর দীপা বিশ্বাসও ৷