গোপালগঞ্জ (বাংলাদেশ), 27 মার্চ : ভারত ও বাংলাদেশ, এই দুই দেশই বিশ্বব্য়াপী অস্থিরতা ও সন্ত্রাসের পরিবর্তে স্থিরতা, স্থায়িত্ব ও ভালোবাসা দেখতে চায় ৷ শনিবার ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে পুজো দেওয়ার পর মতুয়া সম্প্রদায়েরই একটি সভায় একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
মোদির ভাষণে উঠে আসে কোভিড প্রসঙ্গ ৷ তিনি বলেন, ‘‘করোনা অতিমারিতেই ভারত ও বাংলাদেশ নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ৷ আজ দুই দেশই কঠোরভাবে অতিমারির মোকাবিলা করছে এবং একসঙ্গে লড়ছে ৷ ভারতের তৈরি করোনার প্রতিষেধক যাতে বাংলাদেশে পৌঁছয়, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর নয়াদিল্লি ৷’’
আরও পড়ুন : ওড়াকান্দিতে নারীশিক্ষা ও মতুয়া কল্যাণে ঢালাও সহায়তার আশ্বাস মোদির
তাঁর ভাষণে মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের ভূমিকার কথাও উল্লেখ করতে ভোলেননি নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, হরিচাঁদ ঠাকুর যেমন ভালোবাসার বার্তা দিয়েছেন, তেমনই কর্তব্যবোধ সম্পর্কেও মানুষকে সচেতন করেছেন ৷ প্রতিকুল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করাটাও যে জরুরি, সেই পাঠ সকলকে দিয়েছেন তিনি ৷ পরবর্তীতে হরিচাঁদের উত্তরসূরী গুরুচাঁদ ঠাকুরও যেভাবে ত্য়াগ ও জ্ঞানের শিক্ষা দিয়েছেন, তাও এদিন উল্লেখ করেন মোদি ৷