ETV Bharat / elections

মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে, তখন কমিশন কিছু করছে না কেন, প্রশ্ন মমতার - jalpaiguri

বুধবার জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মার সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সিপাইপাড়ায় এসজেডিএ-র খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাঠে জনসভা করেন তিনি ৷ সভামঞ্চ থেকে নানা ইস্য়ুতে তোপ দাগেন গেরুয়া শিবিরকে ৷ কাঠগড়ায় তোলেন নির্বাচন কমিশনকেও ৷

bengal election 2021_wb_jal_02_cm_meeting_7203427
জলপাইগুড়ির সভায় ফের মমতার নিশানায় নির্বাচন কমিশন
author img

By

Published : Apr 14, 2021, 4:04 PM IST

Updated : Apr 14, 2021, 4:10 PM IST

জলপাইগুড়ি, 14 এপ্রিল : ‘‘ফের একবার সরকারে এলে রাজবংশীদের জন্য 200 স্কুল করা হবে ৷ নতুন করে পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে ৷ 100 সাদরি স্কুল হবে ৷ বিজেপি বাইরে থেকে লোক এনে করোনা ছড়াচ্ছে ৷ নরেন্দ্র মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে ৷ কই ? তখন তো কমিশন কিছু করছে না ?’’ বুধবার জলপাইগুড়ির সিপাইপাড়া সভা থেকে এই প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

এদিন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মার সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী ৷ সিপাইপাড়ায় এসজেডিএ-র খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাঠে জনসভা করেন তিনি ৷ সভামঞ্চ থেকে নানা ইস্যুতে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে ৷ নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও ৷ মমতা বলেন, ‘‘অমিত শাহ লেবংয়ে গিয়ে বলেছেন, এনআরসি-র কথা বলিনি ৷’’ যা মিথ্যাভাষণ বলেই দাবি মুখ্যমন্ত্রীর ৷ তাঁর সাফ কথা, রাজ্য়ে ফের তৃণমূলের সরকার গঠিত হলে এনআরসি, এনপিআর করতে দেওয়া হবে না ৷

মমতার অভিযোগ, তাঁকে নিয়ে লাগাতার কটাক্ষ, ব্যঙ্গ করছেন মোদি-শাহরা ৷ অথচ কমিশন সে ক্ষেত্রে কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ এমনকি, রাজ্য়ে করোনা বাড়বাড়ন্তের জন্যও গেরুয়া নেতৃত্বকেই দায়ী করেছেন মমতা ৷ কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশনকেও ৷

আরও পড়ুন : শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

এদিনের সভামঞ্চে মমতা বলেন, ‘‘আমাকে নিয়ে কটাক্ষ করছে ৷ আমি চা খাই, চায়ের দোকানে চা বানাইও ৷ আমরা করোনা বন্ধ করে দিয়েছিলাম ৷ কিন্তু এরা ইলেকশনের নামে বাইরে থেকে লোক নিয়ে এসে করোনা ছড়াচ্ছে। এরা শুধুমাত্র ইলেকশন করাতে আসছে ৷ সারা বছর আসে না ৷ প্রতিদিন নরেন্দ্র মোদি আমাকে ভ্যাংচাচ্ছে ৷ গুলি চালিয়ে লোক মারল ৷ (নির্বাচন কমিশন) কী করল ? সব দোষ নন্দ ঘোষ ! সব দোষ আমার ! আমাকে 24 ঘণ্টা প্রচার করতে দেয়নি ৷ কোভিডে লোক মারা যাচ্ছে ৷ কোভিডের ইঞ্জেকশন আমাদের দিল না ৷’’

জলপাইগুড়ি, 14 এপ্রিল : ‘‘ফের একবার সরকারে এলে রাজবংশীদের জন্য 200 স্কুল করা হবে ৷ নতুন করে পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে ৷ 100 সাদরি স্কুল হবে ৷ বিজেপি বাইরে থেকে লোক এনে করোনা ছড়াচ্ছে ৷ নরেন্দ্র মোদি সারাদিন আমাকে ভ্যাংচাচ্ছে ৷ কই ? তখন তো কমিশন কিছু করছে না ?’’ বুধবার জলপাইগুড়ির সিপাইপাড়া সভা থেকে এই প্রশ্ন তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

এদিন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মার সমর্থনে সভা করেন মুখ্যমন্ত্রী ৷ সিপাইপাড়ায় এসজেডিএ-র খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের মাঠে জনসভা করেন তিনি ৷ সভামঞ্চ থেকে নানা ইস্যুতে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে ৷ নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকেও ৷ মমতা বলেন, ‘‘অমিত শাহ লেবংয়ে গিয়ে বলেছেন, এনআরসি-র কথা বলিনি ৷’’ যা মিথ্যাভাষণ বলেই দাবি মুখ্যমন্ত্রীর ৷ তাঁর সাফ কথা, রাজ্য়ে ফের তৃণমূলের সরকার গঠিত হলে এনআরসি, এনপিআর করতে দেওয়া হবে না ৷

মমতার অভিযোগ, তাঁকে নিয়ে লাগাতার কটাক্ষ, ব্যঙ্গ করছেন মোদি-শাহরা ৷ অথচ কমিশন সে ক্ষেত্রে কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ এমনকি, রাজ্য়ে করোনা বাড়বাড়ন্তের জন্যও গেরুয়া নেতৃত্বকেই দায়ী করেছেন মমতা ৷ কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশনকেও ৷

আরও পড়ুন : শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

এদিনের সভামঞ্চে মমতা বলেন, ‘‘আমাকে নিয়ে কটাক্ষ করছে ৷ আমি চা খাই, চায়ের দোকানে চা বানাইও ৷ আমরা করোনা বন্ধ করে দিয়েছিলাম ৷ কিন্তু এরা ইলেকশনের নামে বাইরে থেকে লোক নিয়ে এসে করোনা ছড়াচ্ছে। এরা শুধুমাত্র ইলেকশন করাতে আসছে ৷ সারা বছর আসে না ৷ প্রতিদিন নরেন্দ্র মোদি আমাকে ভ্যাংচাচ্ছে ৷ গুলি চালিয়ে লোক মারল ৷ (নির্বাচন কমিশন) কী করল ? সব দোষ নন্দ ঘোষ ! সব দোষ আমার ! আমাকে 24 ঘণ্টা প্রচার করতে দেয়নি ৷ কোভিডে লোক মারা যাচ্ছে ৷ কোভিডের ইঞ্জেকশন আমাদের দিল না ৷’’

Last Updated : Apr 14, 2021, 4:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.