রায়গঞ্জ, 18 এপ্রিল : মাঝে আর মাত্র একটা দিন ৷ সোমবার বিকেল পাঁচটাতেই শেষ হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভা কেন্দ্রের ভোটপ্রচার ৷ আর তাই শেষ রবিবাসরীয় প্রচারে ঝাঁপালেন রায়গঞ্জ-সহ সবকটি বিধানভা আসনের সব দলের প্রার্থীরা ৷
একদিকে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের হাই প্রোফাইল নেতানেত্রী ও সেলেবরা জনসভা ও রোড শো-র মাধ্যমে প্রচার করছেন, অন্যদিকে তেমনই সকাল থেকে নিজের নিজের এলাকায় প্রচার সারছেন প্রার্থীরাও ৷
রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গ্রামে গ্রামে ছোট ছোট সভা এবং দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার করেন ৷ এদিন শঙ্করপুর, ঝিটকিয়া, বাহিন, লহুজগ্রাম-সহ বিস্তীর্ণ এলাকায় ভোটের প্রচার করেন তিনি ৷ ছুটে বেড়ান এক গ্রাম থেকে অন্য গ্রাম ৷
আরও পড়ুন : শেষ রবিবারের প্রচারে দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার
অপরদিকে, সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত রায়গঞ্জ বিধানসভা এলাকার কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের উদয়পুর থেকে চণ্ডীতলা পর্যন্ত হুডখোলা জিপে চড়ে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে রোড শো-এর মাধ্যমে প্রচার সারেন ৷
বিজেপি প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যাণী রবিবার প্রচার সারেন রায়গঞ্জ বিধানসভা এলাকার ছত্রপুর-সহ বিভিন্ন এলাকায় ৷
আগামী 22 এপ্রিল (বৃহস্পতিবার) উত্তর দিনাজপুর জেলার ন’টি বিধানসভা আসনে ভোট ৷ সোমবার বিকেল পাঁচটায় শেষ হয়ে যাবে নির্বাচনী প্রচার। ফলে জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা ৷