ETV Bharat / elections

কুলপিতে আইএসএফের মিছিলে হামলা, জখম পাঁচ

দক্ষিণ 24 পরগনার কুলপি থানার হেলিয়াগাছি এলাকায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিছিলে হামলা চালানোর অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ ঘটনায় জখম পাঁচ আইএসএফ কর্মী ৷ হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

bengal election 2021_Trinamool-ISF clash in Kulpi seriously injures 5 ISF personnel. National road blockade in protest
কুলপিতে আইএসএফের মিছিলে হামলা, জখম পাঁচ
author img

By

Published : Apr 4, 2021, 7:15 PM IST

কুলপি, 4 এপ্রিল : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি থানার হেলিয়াগাছি এলাকায় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচ আইএসএফ কর্মী ৷ প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন ৷ আক্রান্তদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে ৷ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ ৷ তবে হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হটুগঞ্জ বাসমোড় থেকে কুলপি পর্যন্ত একটি মিছিল করার কথা ছিল আইএসএফের ৷ দুপুর সাড়ে 11টা নাগাদ মিছিল হটুগঞ্জ ছাড়িয়ে হেলিয়াগাছিতে ঢুকতেই অতর্কিতে লাঠি ও রড নিয়ে মিছিলের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷

আইএসএফ কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা হোসেন পুরকাইত ও আলি আকবর সাঁপুইয়ের নেতৃত্বে প্রায় 15 জন দুষ্কৃতী লাঠি, রড ও বাঁশ নিয়ে হামলা চালায় ৷ রাস্তার উপর ফেলে বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয় ৷ গুরুতর জখম অবস্থায় পাঁচ আইএসএফ কর্মীকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে সইফুদ্দিন জমাদার এবং নুর সালাম ঢালির অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

হামলার ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে আইএসএফ ৷

আরও পড়ুন : আইএসএফ নেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ, উত্তেজনা ভাঙড়ে

এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছে স্থানীয় আইএসএফ নেতৃত্ব ৷ ঘটনার প্রতিবাদে এদিন ঝালবাড়ি ও বাগাড়িয়ার কাছে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা ৷ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷

এ বিষয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কুলপি ব্লকের সভাপতি বাহাউদ্দিন বলেন, ‘‘ভোটের আগে জায়গায় জায়গায় আমাদের কর্মী ও সমর্থকদের উপর হামলা করা হচ্ছে ৷ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বুঝতে পেরেই সন্ত্রাস ছড়াতে শুরু করেছে তৃণমূল ৷’’

কুলপি, 4 এপ্রিল : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি থানার হেলিয়াগাছি এলাকায় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচ আইএসএফ কর্মী ৷ প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন ৷ আক্রান্তদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে ৷ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ ৷ তবে হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হটুগঞ্জ বাসমোড় থেকে কুলপি পর্যন্ত একটি মিছিল করার কথা ছিল আইএসএফের ৷ দুপুর সাড়ে 11টা নাগাদ মিছিল হটুগঞ্জ ছাড়িয়ে হেলিয়াগাছিতে ঢুকতেই অতর্কিতে লাঠি ও রড নিয়ে মিছিলের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷

আইএসএফ কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা হোসেন পুরকাইত ও আলি আকবর সাঁপুইয়ের নেতৃত্বে প্রায় 15 জন দুষ্কৃতী লাঠি, রড ও বাঁশ নিয়ে হামলা চালায় ৷ রাস্তার উপর ফেলে বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয় ৷ গুরুতর জখম অবস্থায় পাঁচ আইএসএফ কর্মীকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে সইফুদ্দিন জমাদার এবং নুর সালাম ঢালির অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

হামলার ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলছে আইএসএফ ৷

আরও পড়ুন : আইএসএফ নেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ, উত্তেজনা ভাঙড়ে

এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ জানিয়েছে স্থানীয় আইএসএফ নেতৃত্ব ৷ ঘটনার প্রতিবাদে এদিন ঝালবাড়ি ও বাগাড়িয়ার কাছে 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মীরা ৷ পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷

এ বিষয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কুলপি ব্লকের সভাপতি বাহাউদ্দিন বলেন, ‘‘ভোটের আগে জায়গায় জায়গায় আমাদের কর্মী ও সমর্থকদের উপর হামলা করা হচ্ছে ৷ দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বুঝতে পেরেই সন্ত্রাস ছড়াতে শুরু করেছে তৃণমূল ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.