ETV Bharat / elections

গণনাকেন্দ্রে কঠোরভাবে কোভিড বিধি মানার নির্দেশ কমিশনের - করোনা

ভোট গণনাকেন্দ্রে করোনার সংক্রমণ রুখতে নির্দেশিকা জারি নির্বাচন কমিশনের ৷ গণনাকেন্দ্রের ভিতর কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি ৷ বুধবার এই মর্মেই নির্দেশিকা জারি করল কমিশন ৷ তাতে জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়া কাউকেই গণনাকেন্দ্রের ভিতর ঢুকতে দেওয়া হবে না ৷

bengal election 2021_Wb_kol_01_maintaining covid protocol at counting centers_copy_7206406
গণনাকেন্দ্রে কঠোরভাবে কোভিড বিধি মানার নির্দেশ কমিশনের
author img

By

Published : Apr 28, 2021, 5:22 PM IST

কলকাতা, 28 এপ্রিল : আগামী 2 মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন কঠোরভাবে মানতে হবে কোভিড প্রোটোকল ৷ বুধবার এই বিষয়ে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ৷ সেই নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, গণনা চলাকালীন সংক্রমণ এড়াতে ভিভিপ্যাট ও ইভিএম বারবার স্য়ানিটাইজ্ড করতে হবে ৷

এছাড়াও, প্রতিটি গণনাকেন্দ্রে যিনি নোডাল অফিসার হবেন, নোডাল হেলথ অফিসারের সহায়তায় কাজ করতে হবে তাঁকে ৷ সংশ্লিষ্ট গণনাকেন্দ্রে কোভিড বিধি মেনে গণনা করা হচ্ছে কিনা, সেই বিষয় নজর রাখতে হবে এই নোডাল অফিসারকেই ৷

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোট গণনা থেকে তা পরিচালনা, যাঁরা এই দায়িত্বে থাকবেন, নেগেটিভ করোনা রিপোর্ট ছাড়া তাঁদের কাউকেই গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না ৷ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের সকলের সঙ্গেই থাকতে হবে আরটি-পিসিআর পরীক্ষার শংসাপত্র ৷ ভোট গণনা শুরুর আগে 48 ঘন্টার মধ্যে তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে ৷

এর পাশাপাশি, যাঁরা ভোট গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন, তাঁদের সকলেরই যাতে টিকার দু’টি ডোজ নেওয়া থাকে, তাও নিশ্চিত করেছে কমিশন ৷ জানানো হয়েছে, টিকাকরণের শংসাপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পেশ করতে হবে দায়িত্বপ্রাপ্তদের ৷

আরও পড়ুন : বৃহস্পতিবার শীতলকুচিতে পুনর্নির্বাচন, ঢাক বাজিয়ে প্রচারে জেলা প্রশাসন

এছাড়া, ভোট গণনা চলাকালীন গণনাকেন্দ্রের বাইরে কোনও রকম জমায়েত করা যাবে না ৷ গণনার সময় দু’জন পাশাপাশি বসলে একজনকে পিপিই কিট পরে থাকতে হবে ৷ নিরাপত্তাকর্মী কর্মী ও আধিকারিক-সহ অন্য সমস্ত আধিকারিকদের মাস্ক, ফেস শিল্ড ও গ্লাভস পড়তে হবে ৷ নিয়মিত ব্য়বহার করতে হবে স্য়ানিটাইজার ৷ বসতে হবে শারীরিক দূরত্বের বিধি মেনে ৷ জ্বর, সর্দি, কাশি বা কোভিডের কোনওরকম উপসর্গ নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে না ৷

কলকাতা, 28 এপ্রিল : আগামী 2 মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন কঠোরভাবে মানতে হবে কোভিড প্রোটোকল ৷ বুধবার এই বিষয়ে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ৷ সেই নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, গণনা চলাকালীন সংক্রমণ এড়াতে ভিভিপ্যাট ও ইভিএম বারবার স্য়ানিটাইজ্ড করতে হবে ৷

এছাড়াও, প্রতিটি গণনাকেন্দ্রে যিনি নোডাল অফিসার হবেন, নোডাল হেলথ অফিসারের সহায়তায় কাজ করতে হবে তাঁকে ৷ সংশ্লিষ্ট গণনাকেন্দ্রে কোভিড বিধি মেনে গণনা করা হচ্ছে কিনা, সেই বিষয় নজর রাখতে হবে এই নোডাল অফিসারকেই ৷

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোট গণনা থেকে তা পরিচালনা, যাঁরা এই দায়িত্বে থাকবেন, নেগেটিভ করোনা রিপোর্ট ছাড়া তাঁদের কাউকেই গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না ৷ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের সকলের সঙ্গেই থাকতে হবে আরটি-পিসিআর পরীক্ষার শংসাপত্র ৷ ভোট গণনা শুরুর আগে 48 ঘন্টার মধ্যে তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে ৷

এর পাশাপাশি, যাঁরা ভোট গণনা কেন্দ্রে উপস্থিত থাকবেন, তাঁদের সকলেরই যাতে টিকার দু’টি ডোজ নেওয়া থাকে, তাও নিশ্চিত করেছে কমিশন ৷ জানানো হয়েছে, টিকাকরণের শংসাপত্রও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পেশ করতে হবে দায়িত্বপ্রাপ্তদের ৷

আরও পড়ুন : বৃহস্পতিবার শীতলকুচিতে পুনর্নির্বাচন, ঢাক বাজিয়ে প্রচারে জেলা প্রশাসন

এছাড়া, ভোট গণনা চলাকালীন গণনাকেন্দ্রের বাইরে কোনও রকম জমায়েত করা যাবে না ৷ গণনার সময় দু’জন পাশাপাশি বসলে একজনকে পিপিই কিট পরে থাকতে হবে ৷ নিরাপত্তাকর্মী কর্মী ও আধিকারিক-সহ অন্য সমস্ত আধিকারিকদের মাস্ক, ফেস শিল্ড ও গ্লাভস পড়তে হবে ৷ নিয়মিত ব্য়বহার করতে হবে স্য়ানিটাইজার ৷ বসতে হবে শারীরিক দূরত্বের বিধি মেনে ৷ জ্বর, সর্দি, কাশি বা কোভিডের কোনওরকম উপসর্গ নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ করা যাবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.