ETV Bharat / elections

বালুরঘাট কলেজের ডিসিআরসিতে শিকেয় উঠল দূরত্ববিধি - কোভিড-19

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ডিসিআরসিতে উপচে পড়ল ভোটকর্মীদের ভিড় ৷ সোমবার ভোট হবে দক্ষিণ দিনাজপুরে ছ’টি বিধানসভা আসনে ৷ এর মধ্যে কুমারগঞ্জ, বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুর কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছে বালুরঘাট কলেজে ৷ সোমবার সেখান থেকেই ইভিএম নিতে আসেন ভোটকর্মীরা ৷ স্থান অকুলান হওয়ায় ভিড়ে গাদাগাদি করেই কাজ সারতে হয় ভোটকর্মীদের ৷

bengal election 2021_wb_sdin_01_balurghat dcrc_WBC10013
বালুরঘাট কলেজের ডিসিআরসিতে শিকেয় উঠল দূরত্ববিধি
author img

By

Published : Apr 25, 2021, 6:19 PM IST

বালুরঘাট, 25 এপ্রিল : ভোটের কাজেই শিকেয় উঠল করোনা বিধি ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ডিসিআরসিতে উপচে পড়ল ভোটকর্মীদের ভিড় ৷ ভোটকর্মীরা সচেতন হলেও গলদ ধরা পড়ল নির্বাচন কমিশন ও প্রশাসনের ব্যবস্থাপনাতে ৷ ভোটকর্মীরা সকলে মাস্ক পরে এলেও জায়গার অভাবে শিকেয় উঠল শারীরির দূরত্বের বিধি ৷ তার মধ্যেই চলল ভোটের ডিউটিতে যাওয়ার তোড়জোড় ৷

দক্ষিণ দিনাজপুরে ছ’টি বিধানসভা আসনে সপ্তম দফায় নির্বাচন হবে আগামিকাল, অর্থাৎ 26 এপ্রিল ৷ জেলার কুশমণ্ডী, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর বিধানসভা ভোটগ্রহণ করা হবে সোমবার ৷ এর মধ্যে কুমারগঞ্জ, বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুরের ডিসিআরসি করা হয়েছে বালুরঘাট কলেজে ৷ অন্যদিকে, কুশমণ্ডী ও হরিরামপুরের ডিসিআরসি করা হয়েছে বুনিয়াদপুর কলেজে ৷

ভিড়ে গাদাগাদি করেই ইভিএম নিলেন ভোটকর্মীরা ৷

জেলায় মোট ভোটার 12 লাখ 74 হাজার 866 জন ৷ এঁদের মধ্যে পুরুষ ভোটার 6 লাখ 52 হাজার 575 জন, মহিলা ভোটার 6 লাখ 22 হাজার 225 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 66 জন ৷ জেলায় মোট বুথের সংখ্যা 1755 টি ৷ এর মধ্যে অতিরিক্ত বুথ 450টি ৷ জেলায় 9 হাজারের বেশি ভোটকর্মী কাজ করবেন ৷

আরও পড়ুন : ব্যবসায়ীদের স্বতঃপ্রণোদিত ‘নাইট কার্ফু’ আরামবাগে

রবিবার ভোটকর্মীরা বালুরঘাট কলেজের ডিসিআরসি থেকে ইভিএম নিতে ভিড় জমান ৷ করোনার বিধিনিষেধ মেনে তাঁদের সকলে মাস্ক পড়লেও দূরত্ববিধি বজায় রাখার মতো পর্যাপ্ত জায়গাই ছিল না কলেজ চত্বরে ৷ ভিড়ের মধ্যে গাদাগাদি করেই কাজ সারতে হল ভোটকর্মীদের ৷ যার জেরে সংক্রমণ ছড়ানো আশঙ্কা বাড়ছে ৷ প্রশ্ন উঠছে প্রশাসনের ব্য়বস্থপনা নিয়ে ৷

বালুরঘাট, 25 এপ্রিল : ভোটের কাজেই শিকেয় উঠল করোনা বিধি ৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ডিসিআরসিতে উপচে পড়ল ভোটকর্মীদের ভিড় ৷ ভোটকর্মীরা সচেতন হলেও গলদ ধরা পড়ল নির্বাচন কমিশন ও প্রশাসনের ব্যবস্থাপনাতে ৷ ভোটকর্মীরা সকলে মাস্ক পরে এলেও জায়গার অভাবে শিকেয় উঠল শারীরির দূরত্বের বিধি ৷ তার মধ্যেই চলল ভোটের ডিউটিতে যাওয়ার তোড়জোড় ৷

দক্ষিণ দিনাজপুরে ছ’টি বিধানসভা আসনে সপ্তম দফায় নির্বাচন হবে আগামিকাল, অর্থাৎ 26 এপ্রিল ৷ জেলার কুশমণ্ডী, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর বিধানসভা ভোটগ্রহণ করা হবে সোমবার ৷ এর মধ্যে কুমারগঞ্জ, বালুরঘাট, তপন এবং গঙ্গারামপুরের ডিসিআরসি করা হয়েছে বালুরঘাট কলেজে ৷ অন্যদিকে, কুশমণ্ডী ও হরিরামপুরের ডিসিআরসি করা হয়েছে বুনিয়াদপুর কলেজে ৷

ভিড়ে গাদাগাদি করেই ইভিএম নিলেন ভোটকর্মীরা ৷

জেলায় মোট ভোটার 12 লাখ 74 হাজার 866 জন ৷ এঁদের মধ্যে পুরুষ ভোটার 6 লাখ 52 হাজার 575 জন, মহিলা ভোটার 6 লাখ 22 হাজার 225 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 66 জন ৷ জেলায় মোট বুথের সংখ্যা 1755 টি ৷ এর মধ্যে অতিরিক্ত বুথ 450টি ৷ জেলায় 9 হাজারের বেশি ভোটকর্মী কাজ করবেন ৷

আরও পড়ুন : ব্যবসায়ীদের স্বতঃপ্রণোদিত ‘নাইট কার্ফু’ আরামবাগে

রবিবার ভোটকর্মীরা বালুরঘাট কলেজের ডিসিআরসি থেকে ইভিএম নিতে ভিড় জমান ৷ করোনার বিধিনিষেধ মেনে তাঁদের সকলে মাস্ক পড়লেও দূরত্ববিধি বজায় রাখার মতো পর্যাপ্ত জায়গাই ছিল না কলেজ চত্বরে ৷ ভিড়ের মধ্যে গাদাগাদি করেই কাজ সারতে হল ভোটকর্মীদের ৷ যার জেরে সংক্রমণ ছড়ানো আশঙ্কা বাড়ছে ৷ প্রশ্ন উঠছে প্রশাসনের ব্য়বস্থপনা নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.