রায়গঞ্জ, 21 এপ্রিল : ভোটের আগের দিন বিজেপি বুধ সভাপতির বাড়ির সামনে বস্তার মধ্যে মিলল বোমা ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় ৷ ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোয়ালপাড়া এলাকার বাসিন্দা বিকাশ সরকার ৷ তিনি ও তাঁর স্ত্রী মল্লিকা সরকার, দু’জনেই সক্রিয় বিজেপির কর্মী ৷ বিকাশ এলাকার বুথ সভাপতি ৷ বুধবার সকালে বাড়ির সামনে দৈনন্দিন কাজ সারতে এসেছিলেন মল্লিকা ৷ অভিযোগ, সেই সময়েই বাড়ির সামনে একটি বস্তা দেখতে পান তিনি ৷ সেটি খুলতেই ভিতরে কয়েকটি বোমা চোখে পড়ে তাঁর ৷
আরও পড়ুন : আগরপাড়ায় বোমা উদ্ধার, চাঞ্চল্য
এই খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ৷ খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে ৷ দক্ষিণ গোয়ালপাড়ার 266 নম্বর বুধ এলাকাটি কালিয়াগঞ্জ বিধানসভার মধ্যে পড়ে ৷ মল্লিকা সরকারের অভিযোগ, তাঁরা বিজেপি করেন বলেই তাঁদের ভয় দেখাতে বাড়ির সামনে বোমা রেখে গিয়েছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা ৷ এমনকী, তাঁদের বেশ কিছুদিন ধরে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি মল্লিকার ৷
অন্যদিকে, বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আজিমুল রহমান জানিয়েছেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই বলেই তারা নিজেরা বোমা রেখে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করছে ৷