ETV Bharat / elections

বিজেপির পতাকা ছেড়া নিয়ে কাজিয়া - তৃণমূল-বিজেপি কাজিয়া

বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ৷ ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিমের শেরপুর ৷ বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে পতাকা ছিড়েছে তৃণমূল ৷ আর তৃণমূলের দাবি, পতাকা ছিড়েছে ঝড়ে ৷

bengal election 2021_The day before the vote, Mograhat was engulfed in political violence
বিজেপির পতাকা ছেঁড়া নিয়ে তৃণমূল-বিজেপি কাজিয়া
author img

By

Published : Apr 5, 2021, 6:44 PM IST

মগরাহাট, 5 এপ্রিল : বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় ৷

সোমবার সকালে শেরপুরের 24 নম্বর বুথ এলাকার বেশ কয়েকটি জায়গায় বিজেপির পতাকা ও ফেস্টুন রাস্তার ধারে ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলই এই কাজ করেছে ৷ এই বিষয়ে উস্থি থানায় অভিযোগও দায়ের করেছে বিজেপি ৷

এলাকার বিজেপি প্রার্থী মানস সাহার অভিযোগ, ‘‘আমাদের পতাকা ও ব্যানার ছিড়ে দিয়েছে তৃণমূল ৷ রাতের অন্ধকারে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে ওরা ৷ আমরা চাই নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক ৷ ’’

চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা ৷

আরও পড়ুন : রামনগরে ফ্লেক্স ছিড়ে মোদির মুখে কাদা, অভিযুক্ত তৃণমূল

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা এই প্রসঙ্গে বলেন, ‘‘রাতের ঝড়েই পতাকা, ব্যানার ছিড়ে গিয়েছে ৷ অথচ মিথ্যে অভিযোগ করছে বিজেপি ৷ আমাদের দলেরও পতাকা, ফেস্টুন অনেক জায়গায় ছিড়ে গিয়েছে ৷ তাই বলে কি আমরা ওদের বিরুদ্ধে অভিযোগ করছি ?’’

মগরাহাট, 5 এপ্রিল : বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় ৷

সোমবার সকালে শেরপুরের 24 নম্বর বুথ এলাকার বেশ কয়েকটি জায়গায় বিজেপির পতাকা ও ফেস্টুন রাস্তার ধারে ছেড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ৷ বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূলই এই কাজ করেছে ৷ এই বিষয়ে উস্থি থানায় অভিযোগও দায়ের করেছে বিজেপি ৷

এলাকার বিজেপি প্রার্থী মানস সাহার অভিযোগ, ‘‘আমাদের পতাকা ও ব্যানার ছিড়ে দিয়েছে তৃণমূল ৷ রাতের অন্ধকারে এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে ওরা ৷ আমরা চাই নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক ৷ ’’

চলছে দোষারোপ, পাল্টা দোষারোপের পালা ৷

আরও পড়ুন : রামনগরে ফ্লেক্স ছিড়ে মোদির মুখে কাদা, অভিযুক্ত তৃণমূল

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লা এই প্রসঙ্গে বলেন, ‘‘রাতের ঝড়েই পতাকা, ব্যানার ছিড়ে গিয়েছে ৷ অথচ মিথ্যে অভিযোগ করছে বিজেপি ৷ আমাদের দলেরও পতাকা, ফেস্টুন অনেক জায়গায় ছিড়ে গিয়েছে ৷ তাই বলে কি আমরা ওদের বিরুদ্ধে অভিযোগ করছি ?’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.