ETV Bharat / elections

ফের রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কে গো ব্য়াক স্লোগান

রবিবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাঁকড়া এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মিছিল লক্ষ্য করে ‘‘গো ব্যাক’’ স্লোগান তোলেন স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ ছড়ায় অশান্তি ৷ রাজীবের দাবি, হতাশা থেকেই এসব করছে তৃণমূল কংগ্রেস ৷

bengal assembly election 2021_wb_hwh_go back slogan at rajib rally_wb10026
ফের রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কে গো ব্য়াক স্লোগান
author img

By

Published : Mar 21, 2021, 4:37 PM IST

ডোমজুড়, 21 মার্চ : ফের রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের মিছিল লক্ষ্য করে গো ব্যাক স্লোগান উঠল ৷ কালো পতাকা দেখিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টাও হল ৷ যার জেরে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হল ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

রবিবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাঁকড়া এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ বাঁকড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি ৷ তখনই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদেশ্য করে ‘‘গো ব্যাক’’ স্লোগান তোলেন ৷ তাঁকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেন ৷

বাঁকড়ার দোতলার কাছে মিছিল পৌঁছলে সেই মিছিল আটকে দেওয়ারও চেষ্টা করে স্থানীয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ ৷ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের মিছিলে ঢিল ছুড়েছে শাসকদলের সদস্যরা ৷ মিছিলে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল যে রাস্তাগুলি দিয়ে এগিয়ে যায়, সেইসব রাস্তার বিভিন্ন জায়গায় ওঠে ‘‘গো ব্যাক’’ স্লোগান।

রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কে দেখেই গো ব্য়াক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন : রাজীবের মিছিলে গো ব্যাক স্লোগান, পোস্টার; উত্তেজনা জগদীশপুরে

এই ঘটনায় মিছিলে উপস্থিত বিজেপি কর্মীরা উত্তেজিত হলেও দলের তরফে পরিস্থিতি সামলানো হয়। পাশাপাশি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরাও সক্রিয়ভাবে ঘটনার মোকাবিলা করেন ৷ চারপাশ থেকে ঘিরে ধরা ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ৷ কোনওক্রমে সেই মিছিলকে ওই এলাকা থেকে বের করে নিয়ে আসা হয় জাপানি গেট এলাকায় ৷

প্রসঙ্গত, দু’দিন আগেই ডোমজুড় বিধানসভায় রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের রোড শোকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়েছিল। যদিও রাজীবের দাবি, হতাশা থেকেই এসব করছে তৃণমূল কংগ্রেস ৷

ডোমজুড়, 21 মার্চ : ফের রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের মিছিল লক্ষ্য করে গো ব্যাক স্লোগান উঠল ৷ কালো পতাকা দেখিয়ে মিছিল আটকে দেওয়ার চেষ্টাও হল ৷ যার জেরে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতে হল ৷ ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে ৷

রবিবার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বাঁকড়া এলাকায় নির্বাচনী প্রচারে যান বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ বাঁকড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন তিনি ৷ তখনই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদেশ্য করে ‘‘গো ব্যাক’’ স্লোগান তোলেন ৷ তাঁকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করেন ৷

বাঁকড়ার দোতলার কাছে মিছিল পৌঁছলে সেই মিছিল আটকে দেওয়ারও চেষ্টা করে স্থানীয় তৃণমূল কর্মীরা বলে অভিযোগ ৷ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, তাদের মিছিলে ঢিল ছুড়েছে শাসকদলের সদস্যরা ৷ মিছিলে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মিছিল যে রাস্তাগুলি দিয়ে এগিয়ে যায়, সেইসব রাস্তার বিভিন্ন জায়গায় ওঠে ‘‘গো ব্যাক’’ স্লোগান।

রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কে দেখেই গো ব্য়াক স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন : রাজীবের মিছিলে গো ব্যাক স্লোগান, পোস্টার; উত্তেজনা জগদীশপুরে

এই ঘটনায় মিছিলে উপস্থিত বিজেপি কর্মীরা উত্তেজিত হলেও দলের তরফে পরিস্থিতি সামলানো হয়। পাশাপাশি, রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরাও সক্রিয়ভাবে ঘটনার মোকাবিলা করেন ৷ চারপাশ থেকে ঘিরে ধরা ভিড়কে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ৷ কোনওক্রমে সেই মিছিলকে ওই এলাকা থেকে বের করে নিয়ে আসা হয় জাপানি গেট এলাকায় ৷

প্রসঙ্গত, দু’দিন আগেই ডোমজুড় বিধানসভায় রাজীব বন্দ্য়োপাধ্য়ায়ের রোড শোকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়েছিল। যদিও রাজীবের দাবি, হতাশা থেকেই এসব করছে তৃণমূল কংগ্রেস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.