ETV Bharat / elections

খড়গপুরের সভামঞ্চ থেকে ফের বাংলায় পদ্ম ফোটানোর ডাক মোদির - খড়গপুর

শনিবার খড়পুরের বিএনআর মাঠে জনসভা করলেন প্রধানমন্ত্রী ৷ দিলেন বাংলায় পদ্ম ফোটানোর ডাক ৷ ফের একবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে সওয়াল করেন তিনি ৷

bengal assembly election 2021_narendra modi election campaign in kharagpur
খড়গপুরের সভামঞ্চ থেকে ফের বাংলায় পদ্ম ফোটানোর ডাক মোদির
author img

By

Published : Mar 20, 2021, 12:41 PM IST

Updated : Mar 20, 2021, 2:32 PM IST

খড়্গপুর, 20 মার্চ : এবার আর ভয় নয় ৷ এবার শুধুই জয় ৷ পশ্চিম বাংলার মানুষের জয় ৷ শনিবার খড়্গপুরের বিএনআর মাঠে নিজের ভাষণ শেষে এভাবেই উপস্থিত জনতাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভোটের প্রচারে এদিন ফের একবার বঙ্গসফরে আসেন তিনি ৷ সভার জন্য বেছে নেন খড়পুরকে ৷ সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর সরকারকে ৷

মোদির অভিযোগ, গত 10 বছরে এই সরকার সেই সমস্ত পদক্ষেপ করেছে, যা বাংলাকে শেষ করে দিয়েছে ৷ এর অবসান ঘটাতে বাংলার মসনদ থেকে তৃণমূলকে হটানোর ডাক দেন মোদি ৷ ফের একবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে সওয়াল করেন তিনি ৷

খড়গপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায় ৷ এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন তিনিও ৷ উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের অন্য নেতারাও ৷ সকাল এগারোটা নাগাদ সভা শুরু হওয়ার কথা থাকলেও মোদির সভাস্থলে উপস্থিত হতে কিছুটা সময় লাগে ৷ দুপুর পৌনে বারোটা নাগাদ সভামঞ্চে ভাষণ দিতে ওঠেন তিনি ৷ মোদিকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে জনতা ৷ মাঠের মধ্যেই নাচানাচি শুরু করে দেন তাঁরা ৷

এদিন প্রায় 40 মিনিট বক্তব্য রাখেন মোদি ৷ বাংলায় পদ্ম ফোটানোর আবেদন সামনে রেখে দলের প্রত্য়েক প্রার্থীর জন্য ভোট চান তিনি ৷ মোদির বার্তা, বাংলাকে সোনার বাংলা বানাতে হলে একমাত্র বিজেপিকেই জেতাতে হবে ৷

খড়্গপুর, 20 মার্চ : এবার আর ভয় নয় ৷ এবার শুধুই জয় ৷ পশ্চিম বাংলার মানুষের জয় ৷ শনিবার খড়্গপুরের বিএনআর মাঠে নিজের ভাষণ শেষে এভাবেই উপস্থিত জনতাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ভোটের প্রচারে এদিন ফের একবার বঙ্গসফরে আসেন তিনি ৷ সভার জন্য বেছে নেন খড়পুরকে ৷ সভামঞ্চে বক্তব্য রাখতে উঠে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর সরকারকে ৷

মোদির অভিযোগ, গত 10 বছরে এই সরকার সেই সমস্ত পদক্ষেপ করেছে, যা বাংলাকে শেষ করে দিয়েছে ৷ এর অবসান ঘটাতে বাংলার মসনদ থেকে তৃণমূলকে হটানোর ডাক দেন মোদি ৷ ফের একবার রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পক্ষে সওয়াল করেন তিনি ৷

খড়গপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্য়ায় ৷ এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন তিনিও ৷ উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের অন্য নেতারাও ৷ সকাল এগারোটা নাগাদ সভা শুরু হওয়ার কথা থাকলেও মোদির সভাস্থলে উপস্থিত হতে কিছুটা সময় লাগে ৷ দুপুর পৌনে বারোটা নাগাদ সভামঞ্চে ভাষণ দিতে ওঠেন তিনি ৷ মোদিকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়ে জনতা ৷ মাঠের মধ্যেই নাচানাচি শুরু করে দেন তাঁরা ৷

এদিন প্রায় 40 মিনিট বক্তব্য রাখেন মোদি ৷ বাংলায় পদ্ম ফোটানোর আবেদন সামনে রেখে দলের প্রত্য়েক প্রার্থীর জন্য ভোট চান তিনি ৷ মোদির বার্তা, বাংলাকে সোনার বাংলা বানাতে হলে একমাত্র বিজেপিকেই জেতাতে হবে ৷

Last Updated : Mar 20, 2021, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.