ETV Bharat / elections

প্রার্থী নাপসন্দ, রানাঘাটে বিজেপির কার্যালয়ে তালা; ভাঙচুর-আগুন - আগুন

রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়া পার্থসারথি চট্টোপাধ্য়ায় ৷ একথা জানার পরই ক্ষোভ ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা ৷ প্রতিবাদে জেলা বিজেপির প্রধান কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেন দলেরই কর্মীরা ৷ ধরানো হয় আগুন ৷

bengal assembly election 2021_WB_NAD_04_RANAGHAT_BJP_OFFICE_WB10029
প্রার্থী নাপসন্দ, রানাঘাটে বিজেপির কার্যালয়ে তালা, ভাঙচুর, আগুন
author img

By

Published : Mar 20, 2021, 12:10 PM IST

Updated : Mar 20, 2021, 5:27 PM IST

রানাঘাট, 20 মার্চ : প্রার্থীদের নাম ঘোষিত হতেই জেলায় জেলায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল ৷ সেই তালিকায় এবার জুড়ে গেল নদিয়ার নাম ৷ প্রার্থী পছন্দ না হওয়ায় জেলা বিজেপির প্রধান কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিলেন দলের কর্মী ও সমর্থকরা ৷ ধরানো হল আগুন ৷

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থীতালিকা প্রকাশিত হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে অশান্তি ৷ হুগলিতে বিজেপি কর্মী, সমর্থকদের বিক্ষোভ ইতিমধ্যেই চরম আকার নেয় ৷ এদিকে, নদিয়াতেও জেলার একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ, অশান্তি চলছে ৷

রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়া পার্থসারথি চট্টোপাধ্য়ায় ৷ একথা জানার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা ৷ তাঁদের সাফ কথা, যে পার্থসারথি এতদিন নানাভাবে তাঁদের জন্য প্রতিকূলতা তৈরি করেছেন, তাঁদের জেল পর্যন্ত খাটিয়েছেন, এখন তাঁকেই প্রার্থী হিসাবে মেনে নেওয়া সম্ভব নয় ৷ বদলে দলের পুরানো কোনও নেতা বা কর্মীকে প্রার্থী করা হোক ৷ তা না হলে রানাঘাট উত্তর-পশ্চিমে বিজেপির হার নিশ্চিত ৷

দলীয় নেতৃত্ব সুবিচার করবে, আশাবাদী বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা

আরও পড়ুন : সিঙ্গুরে মাস্টারমশাইকে টিকিট দেওয়ায় ক্ষুব্ধ বিজেপির নিচুতলার কর্মীরা

দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার থেকেই এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে ৷ জেলা বিজেপির প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন দলেরই কর্মীরা ৷ কার্যালয়ের আসবাব ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অশান্তির রেশ গড়ায় শনিবারও ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এদিনও কার্যালয়ের তালা খুলতে দেননি বিক্ষুব্ধরা ৷ তাঁদের অভিযোগ, আজ বিজেপির টিকিটে যিনি ভোটে দাঁড়িয়েছেন, তিনি যে শুধুমাত্র ভোটে লড়ার জন্যই দল বদলেছেন, তাই নয় ৷ বিভিন্ন দুর্নীতিতেও তাঁর যোগ রয়েছে বলে দাবি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের ৷

রানাঘাট, 20 মার্চ : প্রার্থীদের নাম ঘোষিত হতেই জেলায় জেলায় প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল ৷ সেই তালিকায় এবার জুড়ে গেল নদিয়ার নাম ৷ প্রার্থী পছন্দ না হওয়ায় জেলা বিজেপির প্রধান কার্যালয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিলেন দলের কর্মী ও সমর্থকরা ৷ ধরানো হল আগুন ৷

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থীতালিকা প্রকাশিত হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে অশান্তি ৷ হুগলিতে বিজেপি কর্মী, সমর্থকদের বিক্ষোভ ইতিমধ্যেই চরম আকার নেয় ৷ এদিকে, নদিয়াতেও জেলার একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ, অশান্তি চলছে ৷

রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়া পার্থসারথি চট্টোপাধ্য়ায় ৷ একথা জানার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মীরা ৷ তাঁদের সাফ কথা, যে পার্থসারথি এতদিন নানাভাবে তাঁদের জন্য প্রতিকূলতা তৈরি করেছেন, তাঁদের জেল পর্যন্ত খাটিয়েছেন, এখন তাঁকেই প্রার্থী হিসাবে মেনে নেওয়া সম্ভব নয় ৷ বদলে দলের পুরানো কোনও নেতা বা কর্মীকে প্রার্থী করা হোক ৷ তা না হলে রানাঘাট উত্তর-পশ্চিমে বিজেপির হার নিশ্চিত ৷

দলীয় নেতৃত্ব সুবিচার করবে, আশাবাদী বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা

আরও পড়ুন : সিঙ্গুরে মাস্টারমশাইকে টিকিট দেওয়ায় ক্ষুব্ধ বিজেপির নিচুতলার কর্মীরা

দলীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার থেকেই এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে ৷ জেলা বিজেপির প্রধান কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন দলেরই কর্মীরা ৷ কার্যালয়ের আসবাব ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ অশান্তির রেশ গড়ায় শনিবারও ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এদিনও কার্যালয়ের তালা খুলতে দেননি বিক্ষুব্ধরা ৷ তাঁদের অভিযোগ, আজ বিজেপির টিকিটে যিনি ভোটে দাঁড়িয়েছেন, তিনি যে শুধুমাত্র ভোটে লড়ার জন্যই দল বদলেছেন, তাই নয় ৷ বিভিন্ন দুর্নীতিতেও তাঁর যোগ রয়েছে বলে দাবি বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের ৷

Last Updated : Mar 20, 2021, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.