ETV Bharat / elections

প্রতিপক্ষ খেলোয়াড়কে বাচ্চি বলে কটাক্ষ অগ্নিমিত্রার - সায়নী ঘোষ

মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করলেন সানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ৷ ওই একই কেন্দ্রের তৃণমূলের হয়ে লড়ছেন অভিনেত্রী সায়নী ঘোষ ৷ তাঁকে ‘বাচ্চি’ বলে কটাক্ষ অগ্নিমিত্রার ৷

bengal assembly election 2021_wb_asn_agnimitra_paul_started_her_campaigning_7203430
প্রতিপক্ষ খেলোয়াড়কে বাচ্চি বলে কটাক্ষ অগ্নিমিত্রার
author img

By

Published : Mar 20, 2021, 7:27 PM IST

বার্নপুর, 20 মার্চ : তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষকে ‘‘বাচ্চি’’ বলে কটাক্ষ আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ৷ শনিবার একের পর এক মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি ৷

জয় নিয়ে নিশ্চিত অগ্নিমিত্রা পল ৷

এদিন আসনসোল বিধানসভা কেন্দ্রের বার্নপুরের বারি ময়দান এলাকায় জনসংযোগ করেন অগ্নিমিত্রা ৷ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পর দোকান-বাজারে ঘুরে ঘুরে ভোটভিক্ষা করেন বিজেপির সেলেব প্রার্থী ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবার ভোটে তাঁর জয় নিশ্চিত ৷ প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সম্পর্কে জানতে চাওয়া হলে অগ্নিমিত্রা বলেন, ‘‘বাচ্চা মেয়ের (বাচ্চি) সম্পর্কে কী বলব ? আমি শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে বলব ৷ আসানসোলবাসী তাঁদের ভূমিকন্যাকে পেয়ে গিয়েছেন ৷ যে সবসময় তাঁদের পাশে থাকবে ৷ কোনও বহিরাগত বাচ্চাকে তাঁদের প্রয়োজন নেই ৷’’

আরও পড়ুন : বামফ্রন্টকে ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনও পথ নেই : শ্রীলেখা

এদিন, প্রচার শুরুর আগে মণীষীদের মূর্তিতেও মাল্যদান করেন অগ্নিমিত্রা ৷ তাঁর দাবি, প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া মিলছে ৷ জয় নিয়ে আত্মপ্রত্য়য়ী বিজেপি নেত্রী এখন হিসাব কষছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে কত ভোটে হারাবেন ৷ 50 হাজার ? নাকি 1 লাখ ?

বার্নপুর, 20 মার্চ : তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষকে ‘‘বাচ্চি’’ বলে কটাক্ষ আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের ৷ শনিবার একের পর এক মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু করেন তিনি ৷

জয় নিয়ে নিশ্চিত অগ্নিমিত্রা পল ৷

এদিন আসনসোল বিধানসভা কেন্দ্রের বার্নপুরের বারি ময়দান এলাকায় জনসংযোগ করেন অগ্নিমিত্রা ৷ বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পর দোকান-বাজারে ঘুরে ঘুরে ভোটভিক্ষা করেন বিজেপির সেলেব প্রার্থী ৷

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এবার ভোটে তাঁর জয় নিশ্চিত ৷ প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সম্পর্কে জানতে চাওয়া হলে অগ্নিমিত্রা বলেন, ‘‘বাচ্চা মেয়ের (বাচ্চি) সম্পর্কে কী বলব ? আমি শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে বলব ৷ আসানসোলবাসী তাঁদের ভূমিকন্যাকে পেয়ে গিয়েছেন ৷ যে সবসময় তাঁদের পাশে থাকবে ৷ কোনও বহিরাগত বাচ্চাকে তাঁদের প্রয়োজন নেই ৷’’

আরও পড়ুন : বামফ্রন্টকে ফিরিয়ে আনা ছাড়া অন্য কোনও পথ নেই : শ্রীলেখা

এদিন, প্রচার শুরুর আগে মণীষীদের মূর্তিতেও মাল্যদান করেন অগ্নিমিত্রা ৷ তাঁর দাবি, প্রচারে বেরিয়ে খুব ভালো সাড়া মিলছে ৷ জয় নিয়ে আত্মপ্রত্য়য়ী বিজেপি নেত্রী এখন হিসাব কষছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীকে কত ভোটে হারাবেন ৷ 50 হাজার ? নাকি 1 লাখ ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.