জলপাইগুড়ি, 17 অক্টোবর : জলপাইগুড়িতে পুজোর গাইড ম্য়াপ প্রকাশ করলেন উত্তরবঙ্গের IG বিশাল গর্গ ৷ সঙ্গে তাঁর বার্তা, কেউ বিনা মাস্কে পুজো দেখতে এলে মণ্ডপে প্রবেশ করতে পারবেন না, এমনটা যেন না হয় ৷ প্রয়োজনে পুজো কমিটি থেকে তাঁদের মাস্ক দিয়ে সাহায্য় করা হবে ৷ শনিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে গাইড ম্য়াপ প্রকাশ করা হয় ৷ পুজোর জন্য় চাইল্ড কেয়ার কার্ড ও রেসকিউ করার জন্য় পুলিশ কর্মীদের রেসকিউ সরঞ্জাম প্রদান করেন IG ।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের DIG কল্যান মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, কোরোনা থাকবে, সঙ্গে পুজোও থাকবে ৷ আশঙ্কা একটাই সংক্রমণ বেড়ে যাওয়ার ৷ তবে, পুলিশ প্রশাসন নাগরিকদের জন্য় 24 ঘণ্টা থাকবে ৷ তবে, দর্শনার্থীদেরও সতর্ক থাকতে হবে ৷ সাধারণ মানুষকে সতর্ক করতে পুজো কমিটিগুলিকে সিডিতে কোভিড সংক্রান্ত সচেতনতার অডিয়ো বার্তা দেওয়ার কথাও জানান DIG । এ নিয়ে IG বিশাল গর্গ বলেন, পুজোর গাইড ম্য়াপে বলে দেওয়া হয়েছে, আনন্দ করুন, কিন্তু সতর্ক হয়ে ৷ অনেকেই দীর্ঘদিন বাড়িতে আছেন, পুজোতে বেরবেন সেটা স্বাভাবিক ৷ তবে, সতর্ক থাকাটাও জরুরি ৷ পাশাপাশি পুলিশ সুপারদের বলে দেওয়া হয়েছে, ভিড় জমায়েত হলেই, দ্রুত তা সরিয়ে দেওয়ার জন্য় ৷ ভিড় জমলেই তা নিয়ন্ত্রণের জন্য় পুলিশ সেখানে পৌঁছে যাবে বলে জানান, IG । তার জন্য় একটি বিশেষ টিমও তৈরি রাখা হয়েছে ৷
নাগরিকদের মাস্ক পড়ে এবং শারীরিক দূরত্ব মেনে পুজোয় প্রতিমা দর্শনের আবেদন রাখেন জলপাইগুড়ির জেলা শাসকও ৷ আম-নাগরিক নিজেরাই নিজেদের সুরক্ষা করতে পারবেন ৷ পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছাড়াও, এ দিনের গাইড ম্য়াপ প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক-সহ অন্য়ান্য় আধিকারিকরা ৷