কোচবিহার, 17 ফেব্রুয়ারি : কালো কাপড় দিয়ে মুখ ঢেকে ঘরে ঢুকে দম্পতিকে কোপানোর অভিযোগ ৷ তুফানগঞ্জের ভেলাকোপা গ্রামের ঘটনা । মহিলার মৃত্যু হয়েছে । তাঁর নাম জরিফা বিবি (45) । অন্যদিকে, জারিফার স্বামী আলি হোসেন গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনায় প্রতিবেশী ব্যক্তি সইদুল ইসলামকে আটক করেছে পুলিশ । তবে কী কারণে ওই খুন তা নিয়ে ধন্দ্বে রয়েছে তুফানগঞ্জ থানার পুলিশ ।
ভেলাকোপা গ্রামের আরেক আলি হোসেন আগে কৃষিকাজ করলেও বর্তমানে অসুস্থ রয়েছেন । তাঁর স্ত্রী জরিফা বিবিও কৃষিকাজের সঙ্গে যুক্ত । পাঁচটি মেয়ে রয়েছে তাঁদের । তিনজনের বিয়ে হয়েছে । বাকি দুই মেয়ে বাড়িতেই থাকেন । আলি হোসেনের সঙ্গে প্রতিবেশী সইদুল ইসলামের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ ছিল । মাস ছয়েক আগে সইদুল ইসলামের গোরু আলি হোসেনের জমিতে চলে এলে ঝামেলা বাধে দু'পক্ষের মধ্যে । এই বিষয়ে তুফানগঞ্জ থানায় মামলাও হয়েছে । পাশাপাশি সইদুল ইসলাম আলি হোসেনের স্ত্রীকে একাধিকবার কুপ্রস্তাবও দিয়েছিল বলেও অভিযোগ । এই মর্মে একটি সালিশি সভাও বসে । এই সবের টানাপোড়েনের মধ্যেই গতকাল রাত আড়াইটা নাগাদ আলি হোসেনের ঘরে ঢুকে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে সইদুল কোপায় বলে অভিযোগ ।
এরপর দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জরিফা বিবিকে মৃত বলে ঘোষণা করে । মৃতার আত্মীয় জোসনা বিবি বলেন, কী কারণে এই ঘটনা ঘটছে বুঝতে পারছি না । তবে উনি খুব ভালো মানুষ ছিলেন । আমরা অভিযুক্তের শাস্তির দাবি জানাচ্ছি । খবর পেয়ে বুধবার সকালে ওই বাড়িতে যান এলাকার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।"