ETV Bharat / crime

ভাটপাড়ায় বোমাবাজি, জখম এক পুলিশ আধিকারিকসহ 5

author img

By

Published : Jun 21, 2021, 4:42 AM IST

দুষ্কৃতীদের হটাতে গিয়ে দুই দলের মাঝে পড়ে যান সুব্রত গোস্বামী ৷ সেই সময় দুস্কৃতীদের ছোড়া বোমায় জখম হন তিনি ৷ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয় । পরে পরিস্থিতির অবনতি হওয়ায় বারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

SSSSSSSSSS
SSSSSSSSSSSS

ভাটপাড়া , 21 জুন :আবারও ভাটপাড়ায় বোমাবাজি ও গুলি । জখম ভাটপাড়া থানার পুলিশ অফিসার সুব্রত গোস্বামীসহ 5 জন । ভাটপাড়া পুরসভার এলাকার অন্তর্গত 29 নম্বর রেল গেটের কাছে বোমাবাজি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ ।

দুষ্কৃতীদের হটাতে গিয়ে দুই দলের মাঝে পড়ে যান সুব্রত গোস্বামী ৷ সেই সময় দুস্কৃতীদের ছোড়া বোমায় জখম হন তিনি ৷ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয় । পরে পরিস্থিতির অবনতি হওয়ায় বারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

দুষ্কৃতীদের বোমায় জখম এক পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন : Jnaneswari fraud : মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে যাতায়াত ছিল জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত' অমৃতাভের

পুলিশ সুত্রে খবর দুদল দূস্কৃতীর এলাকা দখলের লড়াইয়ে ব্যপক বোমাবাজি ও গুলি চলে । এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ । বাকিদের খোঁজে চলছে তল্লাসি ৷ এদিকে দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কীত এলাকার বাসিন্দারা ৷

ভাটপাড়া , 21 জুন :আবারও ভাটপাড়ায় বোমাবাজি ও গুলি । জখম ভাটপাড়া থানার পুলিশ অফিসার সুব্রত গোস্বামীসহ 5 জন । ভাটপাড়া পুরসভার এলাকার অন্তর্গত 29 নম্বর রেল গেটের কাছে বোমাবাজি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ ।

দুষ্কৃতীদের হটাতে গিয়ে দুই দলের মাঝে পড়ে যান সুব্রত গোস্বামী ৷ সেই সময় দুস্কৃতীদের ছোড়া বোমায় জখম হন তিনি ৷ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয় । পরে পরিস্থিতির অবনতি হওয়ায় বারাকপুরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।

দুষ্কৃতীদের বোমায় জখম এক পুলিশ আধিকারিক ৷

আরও পড়ুন : Jnaneswari fraud : মন্তেশ্বরের পৈতৃক ভিটেতে যাতায়াত ছিল জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় 'মৃত' অমৃতাভের

পুলিশ সুত্রে খবর দুদল দূস্কৃতীর এলাকা দখলের লড়াইয়ে ব্যপক বোমাবাজি ও গুলি চলে । এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ । বাকিদের খোঁজে চলছে তল্লাসি ৷ এদিকে দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্কীত এলাকার বাসিন্দারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.