ক্যানিং, 27 মার্চ : বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগ নিয়ে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে (House Wife Rape in Canning) । ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ক্যানিং থানার অন্তর্গত একটি এলাকায়। লোকলজ্জার ভয়ে ধর্ষিতা আত্মহত্যা করতে যান ৷ যদিও প্রতিবেশী এক মহিলা তাঁকে নিরস্ত করেন ৷
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই গৃহবধূ শ্বশুরবাড়িতে একাই ছিলেন । তাঁর স্বামী ও শাশুড়ি ফোন নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করার জন্য স্থানীয় বাজারে গিয়েছিলেন । সেই সুযোগে প্রতিবেশী যুবক রাকিবউদ্দিন মোল্লা ওই গৃহবধূর বাড়িতে ঢোকে । কোনও কিছু বোঝার আগেই ওই গৃহবধূর মুখ চেপে ধরে পাশের একটি ঘরে নিয়ে যায় সে ।
আরও পড়ুন : Medical Team Visits Bagtui : বগটুইয়ে নিহতদের পরিজনের স্বাস্থ্য পরীক্ষা করতে মেডিক্যাল টিম
অভিযোগ এরপর ওই গৃহবধূকে ধর্ষণ করে রাকিব। ঘটনার সময় গৃহবধূর জা ঘটনাস্থলে এসে পড়লে অভিযুক্ত যুবক তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । এমনকী শ্বাসরোধ করে মেরে ফেলতে উদ্যত হয় । ধর্ষিতা গৃহবধূর জায়ের মুখে ও চোখে মারাত্মক আঘাত লাগে। ঘটনাটি এলাকায় জানাজানি হতে আক্রান্ত গৃহবধূ লোকলজ্জার ভয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে যান । খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করেন মুসলিমা সেখ নামে প্রতিবেশী এক মহিলা ।
আরও পড়ুন : Leopards in Mathabhanga : মাথাভাঙায় শাবক-সহ 5টি চিতাবাঘ! ফাঁদ পাতল বন দফতর
ক্যানিংয়ের তালদি এসটি,এসসি,ওবিসি এন্ড মাইনোরিটি ওয়েলফেয়ার সোসাইটির সদস্যা মুসলিমা সেখ । তিনি আক্রান্ত গৃহবধূ ও তাঁর জাকে উদ্ধার করে ক্যানিংয়ে নিয়ে আসেন । ওয়েলফেয়ার সোসাইটির মহিলাদের সহযোগিতায় গৃহবধূ ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । ক্যানিং থানার পুলিশ গৃহবধুর শারীরিক পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে । পাশাপাশি আক্রান্ত গৃহবধুর জাকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । বর্তমানে তাঁর অবস্থা আশাঙ্কাজনক । গৃহবধূ-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকেরা আকিবের উপযুক্ত শাস্তির দাবি করেছেন ৷
তালদি মহিলা সমিতির সম্পাদিকা রূপালি মণ্ডল বলেন "ওই গৃহবধুকে প্রতিবেশী এক যুবক তার ঘরের মধ্যে ঢুকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছে । ঘটনার বিষয়ে আক্রান্ত মহিলা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন । আমরা চাই অভিযুক্ত যুবকের উপযুক্ত শাস্তি হোক । যাতে করে দ্বিতীয়বার এমন ঘটনা না ঘটে ।"