কলকাতা, 8 ফেব্রুয়ারি : জোড়াবাগানের রেশ কাটতে না কাটতেই ফের কলকাতায় বালিকার শ্লীলতাহানির অভিযোগ ৷ দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায় 9 বছরের এক বালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনায় ধৃত অভিযুক্ত ৷
পুলিশ সূত্রের খবর, গত রবিবার এলাকায় একটি ভলিবল টুর্নামেন্ট চলছিল । অভিযোগ, সেই সময় 9 বছরের এক বালিকাকে নির্জন জায়গায় ডেকে নিয়ে যায় তারক সাহা নামে বছর চল্লিশের এক ব্যক্তি। বালিকার সঙ্গে অশালীন আচরণ করে সে ৷ কোনওক্রমে তার হাত থেকে পালিয়ে এসে স্থানীয় ক্লাবে গোটা ঘটনা জানায় ওই বালিকা । এরপরই ক্লাবের সদস্যরা অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে উত্তম-মধ্যম দেয় ৷ পরে অভিযুক্তকে রিজেন্ট পার্ক থানার হাতে তুলে দেওয়া হয় ৷
কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রশিদ মনির খান জানান, ধৃত তারক সাহার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে । বালিকা ও তার বাবা-মায়ের সঙ্গে স্থানীয় থানার মহিলা পুলিশকর্মীরা কথা বলেছেন৷ বালিকার বক্তব্যও রেকর্ড করা হয়েছে।
আরও পড়়ুন: জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের
রিজেন্ট পার্কের এই ঘটনাটি ঘটে গত রবিবার৷ তার আগের দিনই, অর্থাৎ শনিবারও ঠিক একই ধরনের আরও একটি ঘটনা ঘটেছিল ৷ এরও ক’দিন আগে জোড়াবাগানে 9 বছরের বালিকাকে যৌন অত্যাচার করে খুনের ঘটনা সামনে আসে ৷ তারপর যাদবপুরেও 19 বছরের এক যুবতির শ্লীলতাহানির ঘটনা ঘটে ৷ প্রতিটি ক্ষেত্রেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ তবুও প্রশ্ন উঠছে, শহরে শিশু ও নারীদের নিরাপত্তা নিয়ে ৷ আমাদের আশপাশে থাকা মানুষজনের মধ্যে যেভাবে এই ধরনের অপরাধ মনস্কতা বাড়ছে, তাতে উদ্বিগ্ন মনোবিদরা৷