ETV Bharat / city

চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে গ্রেপ্তার 3 - শিলিগুড়ি

চুরি করা মোবাইল বিক্রি করতে গেছিল তিনজন । খবর পায় পুলিশ । তাদের গ্রেপ্তার করা হয়েছে ।

aa
তিন দুষ্কৃতী
author img

By

Published : May 3, 2020, 3:42 PM IST

শিলিগুড়ি, 3 মে : চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিনজন । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ও একটি ক্যামেরা ।

3 এপ্রিল অফিস থেকে বাড়ি ফেরার সময় শিলিগুড়িতে দৈনিক সংবাদপত্রের এক চিত্র সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তিন দুষ্কৃতী । অভিযোগ দায়ের করা হয় ভক্তিনগর থানায় । তদন্তে নামে পুলিশ । এরপর আজ উদ্ধার হয় তিনটি মোবাইল ও ক্যামেরা । ঘটনায় অভিযুক্ত তিনজনকে আজ গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গেছে, চুরি করা একটি মোবাইল শিলিগুড়ির প্রধাননগরে এক ব্য়ক্তির কাছে বিক্রি করতে গেছিল ওই তিনজন । তখনই সন্দেহ হয় ওই ব্য়ক্তির । খবর দেন পুলিশে । এরপরেই পর্দা ফাঁস হয় । পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে ।

শিলিগুড়ি, 3 মে : চুরি করা মোবাইল বিক্রি করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল তিনজন । তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি মোবাইল ও একটি ক্যামেরা ।

3 এপ্রিল অফিস থেকে বাড়ি ফেরার সময় শিলিগুড়িতে দৈনিক সংবাদপত্রের এক চিত্র সাংবাদিকের মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তিন দুষ্কৃতী । অভিযোগ দায়ের করা হয় ভক্তিনগর থানায় । তদন্তে নামে পুলিশ । এরপর আজ উদ্ধার হয় তিনটি মোবাইল ও ক্যামেরা । ঘটনায় অভিযুক্ত তিনজনকে আজ গ্রেপ্তার করে পুলিশ ।

জানা গেছে, চুরি করা একটি মোবাইল শিলিগুড়ির প্রধাননগরে এক ব্য়ক্তির কাছে বিক্রি করতে গেছিল ওই তিনজন । তখনই সন্দেহ হয় ওই ব্য়ক্তির । খবর দেন পুলিশে । এরপরেই পর্দা ফাঁস হয় । পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.