শিলিগুড়ি, 15 মার্চ : রাজ্যে নির্বাচনী উত্তাপ ৷ সেই উত্তাপের মাঝেই এবার টাকার গরম ৷ শিলিগুড়ি শহরে 80 লক্ষ টাকা সহ গ্রেফতার হলেন এক ব্যক্তি ৷ বিহার থেকে এই বিপুল টাকা নিয়ে রাজ্যে ঢুকেছে সে ৷ আজ শিলিগুড়ির ঝঙ্কার মোড়ে পুলিশি তল্লাশ চলাকালীন এই টাকা উদ্ধার হয় ৷ একটি ব্যাগের মধ্যে ভরে টোটোয় এই টাকা নিয়ে শিলিগুড়ি শহরের অন্যপ্রান্তে যাচ্ছিল সে ৷ ধৃতের নাম আদিত্য আনন্দ ৷
নির্বাচনের দামামা বেজে গিয়েছে ৷ 27 মার্চ প্রথম দফার ভোট দিয়ে 2021 বিধানসভা নির্বাচনের যাত্রা শুরু হবে ৷ আর সেই আবহে পুলিশের হাতে এলো ভিনরাজ্য থেকে আসা 80 লক্ষ টাকা ৷ বিহারের বেগুসরাই থেকে 80 লক্ষ টাকা নিয়ে রাজ্যে ঢুকেছে আদিত্য় আনন্দ নামে ওই ব্যক্তি ৷ শিলিগুড়ির ঝঙ্কার মোড় থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ জানা গিয়েছে, সোমবার সকালে মাটিগাড়া হয়ে শিলিগুড়ি শহরে প্রবেশ করে সে ৷ সেখান থেকে টোটোয় করে এই টাকা নিয়ে শহরের অন্যপ্রান্তে যাচ্ছিল ৷ কিন্তু, ভোটের সময় শিলিগুড়ির বিভিন্ন মোড়ে তল্লাশি চলছে ৷ তেমনি একটি তল্লাশি অভিযানেই এই টাকা উদ্ধার করে পুলিশ ৷
টাকা উদ্ধার হতেই শিলিগুড়ি থানার পুলিশ আদিত্য আনন্দ নামে ওই ব্যক্তিকে থানায় নিয়ে যায় ৷ তারপর নির্বাচন কমিশন এবং আয়কর বিভাগকে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে আয়কর বিভাগের আধিকারিকরা শিলিগুড়ি থানায় পৌঁছায় ৷ সেখান থেকে ওই ব্যক্তিকে টাকা সহ নিজেরে হেফাজতে নেয় আয়কর বিভাগ ৷ তবে, কোথা থেকে এই টাকা নিয়ে আসছিল ওই ব্যক্তি? আর কোথায় বা সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল? এর পিছনে রাজ্যে হতে চলা আট দফা নির্বাচনের সম্পর্ক আছে কি ? এই সব প্রশ্নের উত্তর পেতে আয়কর বিভাগ আদিত্য আনন্দ নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ৷
আরও পড়ুন : কলকাতায় ব্যাগ ভর্তি 50 লাখ টাকা উদ্ধার
পাশাপাশি এর পিছনে কোনও রাজনৈতিক দল জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ৷ এই ঘটনার জেরে শিলিগুড়ি সহ আশেপাশের রাজ্যগুলিতেও তল্লাশি আরও বাড়ানো হয়েছে ৷ একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির সীমানায় আরও কড়া নজরদারি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে ৷