ETV Bharat / city

ডাবগ্রাম ফুলবাড়িতে প্রচার শুরু সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিংয়ের - Dabgram-Phulbari assembly constituency

আগে দুবার পরাজিত হয়েছেন দিলীপ সিং । এবার বিধানসভা নির্বাচনে আত্মবিশ্বাসী ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিং ।

ডাবগ্রাম ফুলবাড়িতে প্রচার শুরু সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিংয়ের
ডাবগ্রাম ফুলবাড়িতে প্রচার শুরু সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিংয়ের
author img

By

Published : Mar 17, 2021, 8:33 PM IST

শিলিগুড়ি, 17 মার্চ : ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার সংযুক্ত মোর্চার জয় নিশ্চিত । বিজেপি বা তৃণমূলের গৌতম দেব বিধানসভা এলাকায় একটা ইট পর্যন্ত গাঁথেননি । বুধবার ওই বিধানসভা কেন্দ্রে রোড শো করে নির্বাচনী প্রচার সারলেন সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিং । ভক্তিনগর চেক পোস্ট থেকে মিছিলটি 40,41,42 নম্বর ওয়ার্ড হয়ে বানেশ্বর মোড়ে গিয়ে শেষ হয় । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা সিপিএম সম্পাদক জিবেশ সরকার, পুর বোর্ডের সদস্য নুরুল ইসলাম, জেলা সিটু সম্পাদক সমন পাঠক সহ অন্যান্যরা ।

আরও পড়ুন : মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী : শুভেন্দু
এর আগে ওই বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হয়েছিলেন দিলীপ সিং । কিন্তু দুবারই পরাজিত হন তিনি । পৌরনিগমে 42 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পৌরবোর্ডের চেয়ারম্যান হলেও বিধানসভা নির্বাচনে একবারও জয়লাভ করতে পারেননি তিনি । কিন্তু তৃতীয়বারও তার উপর আস্থা রেখেছে দল । সংযুক্ত মোর্চার সমর্থনে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি । ইতিমধ্যে বুথ স্তর থেকে পথসভা, রোড শোর মাধ্যমে প্রচার সেরেছেন তিনি ।

শিলিগুড়ি, 17 মার্চ : ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার সংযুক্ত মোর্চার জয় নিশ্চিত । বিজেপি বা তৃণমূলের গৌতম দেব বিধানসভা এলাকায় একটা ইট পর্যন্ত গাঁথেননি । বুধবার ওই বিধানসভা কেন্দ্রে রোড শো করে নির্বাচনী প্রচার সারলেন সংযুক্ত মোর্চার প্রার্থী দিলীপ সিং । ভক্তিনগর চেক পোস্ট থেকে মিছিলটি 40,41,42 নম্বর ওয়ার্ড হয়ে বানেশ্বর মোড়ে গিয়ে শেষ হয় । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন জেলা সিপিএম সম্পাদক জিবেশ সরকার, পুর বোর্ডের সদস্য নুরুল ইসলাম, জেলা সিটু সম্পাদক সমন পাঠক সহ অন্যান্যরা ।

আরও পড়ুন : মোদির সভায় উপস্থিত থাকবেন শিশির অধিকারী : শুভেন্দু
এর আগে ওই বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী হয়েছিলেন দিলীপ সিং । কিন্তু দুবারই পরাজিত হন তিনি । পৌরনিগমে 42 নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পৌরবোর্ডের চেয়ারম্যান হলেও বিধানসভা নির্বাচনে একবারও জয়লাভ করতে পারেননি তিনি । কিন্তু তৃতীয়বারও তার উপর আস্থা রেখেছে দল । সংযুক্ত মোর্চার সমর্থনে ওই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি । ইতিমধ্যে বুথ স্তর থেকে পথসভা, রোড শোর মাধ্যমে প্রচার সেরেছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.