শিলিগুড়ি, 7 মার্চ: একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম কলকাতা, তখনই শিলিগুড়িতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে পালটা উত্তাপ ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আগেই ঘোষণা করেছিলেন, আজ জ্বালানি ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলাদের নিয়ে সিলিন্ডার মিছিলে হাঁটবেন তিনি ৷ তার আগে সেই তাপমাত্রার পারদ আরও একটু চড়াতে বিজেপিকে তুলোধোনা করে টুইট করলেন তিনি ৷
টুইটে তৃণমূল নেত্রী লিখেছেন, "নিয়মিত এলপিজি-র দাম বাড়িয়ে জনতাকে লুঠ করছে বিজেপি ৷ এতে সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছে মহিলাদের উপর ৷ কর কাটছাঁট করে সেই বোঝা কমাতে কেন্দ্রের কোনও উদ্যোগ না-দেখে আমি খুবই বিরক্ত ৷ প্রতিবাদে আজ শিলিগুড়িতে মহিলাদের নিয়ে মিছিল করছি ৷ এখনই এলপিজি-র দাম কমান !"
-
BJP is looting people by regularly hiking LPG prices. Women have been hit the hardest & I’m disgusted at Centre’s lack of intent to cut taxes & lessen their burden. In protest, today I’ll be leading an all women michil at Siliguri.
— Mamata Banerjee (@MamataOfficial) March 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
REDUCE LPG PRICES NOW! #IndiaAgainstLPGLoot
">BJP is looting people by regularly hiking LPG prices. Women have been hit the hardest & I’m disgusted at Centre’s lack of intent to cut taxes & lessen their burden. In protest, today I’ll be leading an all women michil at Siliguri.
— Mamata Banerjee (@MamataOfficial) March 7, 2021
REDUCE LPG PRICES NOW! #IndiaAgainstLPGLootBJP is looting people by regularly hiking LPG prices. Women have been hit the hardest & I’m disgusted at Centre’s lack of intent to cut taxes & lessen their burden. In protest, today I’ll be leading an all women michil at Siliguri.
— Mamata Banerjee (@MamataOfficial) March 7, 2021
REDUCE LPG PRICES NOW! #IndiaAgainstLPGLoot
এই টুইটের সঙ্গে ইন্ডিয়াএগেইনস্টএলপিজিলুঠ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রবিবার দার্জিলিং মোড়ে বেলা ১টার সময় মুখ্যমন্ত্রী জমায়েতে যোগ দেবেন ৷ সেখান থেকেই প্রতিবাদ মিছিল করে ভেনাস মোড় পর্যন্ত যাবেন তিনি । রান্নার গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে মিছিলে তাঁরা গ্যাস সিলিন্ডার নিয়েও ঘুরবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।