শিলিগুড়ি, 12 জানুয়ারি : ভিনরাজ্যে পাচারের আগেই 6 লাখ টাকা মূল্য়ের প্রায় 21 কেজি গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি কমিশনারেটের প্রধাননগর থানার পুলিশ ৷ দুই পাচারকারীকেও গ্রেপ্তার করা হয় । কোচবিহার থেকে এই বিপুল পরিমাণ গাঁজা পাচারের উদ্দেশ্য়ে সড়কপথে শিলিগুড়ি নিয়ে হয়েছিল ৷ সোমবার রাতে শিলিগুড়ি জংশনের তেনজিং নরগে বাসস্ট্য়ান্ডে পাচারকারীরা গাঁজা নিয়ে আসে ৷
গাঁজা পাচারের খবর পেয়ে শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ ৷ সেখানেই পাচারকারীরা তেনজিং নরগে বাসস্ট্য়ান্ডে পৌঁছে আর একটি বাসে উঠতে গেলে সন্দেহ হয় পুলিশের ৷ তখন তাঁদের আটক করে তল্লাশি চালালে 21 কেজি গাঁজা উদ্ধার হয় ৷ অভিযুক্ত দুই পাচারকারীর নাম খোকন চৌধুরি এবং মুস্তাফা মণ্ডল ৷ খোকন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং মুস্তাফা মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন : গোরু পাচারকাণ্ডের পর সতর্ক বিএসএফ, কারও নাম জড়ালেই কড়া ব্যবস্থার হুঁশিয়ারি
পুলিশ খোকনের কাছ থেকে তল্লাশি চালিয়ে 11.3 কেজি ও মুস্তাফার কাছ থেকে 9.6 কেজি গাঁজা উদ্ধার হয়েছে ৷