ETV Bharat / city

two UP congress leaders join TMC : উত্তরপ্রদেশ কংগ্রেসে ভাঙন, দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে - মমতা বন্দ্যোপাধ্য়ায়

উত্তরপ্রদেশ কংগ্রেসের দুই নেতা রাজেশপতি ত্রিপাঠি ও ললিতেশপতি ত্রিপাঠি সোমবার শিলিগুড়িতে যোগ দিলেন তৃণমূলে ৷ মমতা ও অভিষেকের উপস্থিতিতে তাঁরা আজ তৃণমূলে যোগ দেন ৷

two congress leader from uttar pradesh joins trinamool congress
two up congress leader joins tmc : উত্তর প্রদেশ কংগ্রেসে ভাঙন, দুই হেভিওয়েট নেতা যোগ দিলেন তৃণমূলে
author img

By

Published : Oct 25, 2021, 5:06 PM IST

Updated : Oct 25, 2021, 6:20 PM IST

শিলিগুড়ি, 25 অক্টোবর : জাতীয়স্তরের রাজনীতিতে গান্ধি পরিবারকে (Gandhi Family) আরও একবার ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার উত্তরপ্রদেশ কংগ্রেসের দুই নেতা যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে ৷

সোমবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার বাইরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে উত্তরপ্রদেশে (Uttar Pardesh) প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের (Congress) সহ-সভাপতি রাজেশপতি ত্রিপাঠি এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা উত্তরপ্রদেশের কংগ্রেসের সহ-সভাপতি ললিতেশপতি ত্রিপাঠি এদিন তৃণমূলে যোগদান করলেন ।

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা, দিনহাটায় দাবি অভিষেকের

এই দুই নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, জাতীয়স্তরে ক্রমশ তৃণমূলের শক্তিবৃদ্ধি হচ্ছে ৷ আর তিনি নিজে ছটপুজোর পর উত্তরপ্রদেশে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ এছাড়া দেশের অন্যান্য অংশেও যাবেন বলে মমতা জানিয়েছেন ৷

একই সঙ্গে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি ৷ বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে তৃণমূলের কর্মসূচি আটকানো হচ্ছে বলে মমতা অভিযোগ করেছেন ৷ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ত্রিপুরা ও গোয়ার কথা ৷ সেখানে অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বিজেপি তৃণমূলের কর্মসূচি বাতিল করেছে বলে তিনি অভিযোগ করেন ৷

আরও পড়ুন : Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু

ফের তিনি উত্তরপ্রদেশের হাথরসের প্রসঙ্গ তুলেছেন ৷ সেখানে তৃণমূলের প্রতিনিধি দলকে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূল নেত্রী এদিন কংগ্রেসের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন ৷ তাঁর দাবি, কংগ্রেস বিজেপিকে হারানোর জন্য অনেক সুযোগ পেয়েছে ৷ কিন্তু গত 10 বছরে কংগ্রেস কী করেছে বলে প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর বক্তব্য, বিজেপিকে হারাতেই কংগ্রেসের নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন ৷

আরও পড়ুন : TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের

তৃণমূলে যোগ দেওয়ার পর রাজেশপতি ও ললিতেশপতি দু’জনেই প্রাক্তন দলের বিরুদ্ধে বিষোদগার করেছেন ৷ দেশের অন্য কংগ্রেস নেতাদেরও তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ৷

চলতি বছর পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় তৃতীয়বারের জন্য ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সাফল্য আনতে তাঁকে লড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ৷ তাই তাঁর সাফল্য তাঁকে জাতীয়স্তরে মোদি-বিরোধী নেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা দিয়েছে ৷ যার ফলে তৃণমূলে অনেকেই যোগ দিতে শুরু করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে কংগ্রেস থেকে সুস্মিতা দেব-সহ একাধিক হেভিওয়েট নেতা যোগ দিয়েছেন তৃণমূলে ৷ সেই তালিকায় যুক্ত হল আরও দু’টি নাম ৷

শিলিগুড়ি, 25 অক্টোবর : জাতীয়স্তরের রাজনীতিতে গান্ধি পরিবারকে (Gandhi Family) আরও একবার ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এবার উত্তরপ্রদেশ কংগ্রেসের দুই নেতা যোগদান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলে ৷

সোমবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার বাইরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপস্থিতিতে উত্তরপ্রদেশে (Uttar Pardesh) প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসের (Congress) সহ-সভাপতি রাজেশপতি ত্রিপাঠি এবং কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তথা উত্তরপ্রদেশের কংগ্রেসের সহ-সভাপতি ললিতেশপতি ত্রিপাঠি এদিন তৃণমূলে যোগদান করলেন ।

আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপি ভাইরাসের ভ্যাকসিনের নাম মমতা, দিনহাটায় দাবি অভিষেকের

এই দুই নেতা তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, জাতীয়স্তরে ক্রমশ তৃণমূলের শক্তিবৃদ্ধি হচ্ছে ৷ আর তিনি নিজে ছটপুজোর পর উত্তরপ্রদেশে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ৷ এছাড়া দেশের অন্যান্য অংশেও যাবেন বলে মমতা জানিয়েছেন ৷

একই সঙ্গে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি ৷ বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে তৃণমূলের কর্মসূচি আটকানো হচ্ছে বলে মমতা অভিযোগ করেছেন ৷ উদাহরণ হিসেবে তুলে ধরেছেন ত্রিপুরা ও গোয়ার কথা ৷ সেখানে অনুমতি দিয়েও শেষ মুহূর্তে বিজেপি তৃণমূলের কর্মসূচি বাতিল করেছে বলে তিনি অভিযোগ করেন ৷

আরও পড়ুন : Abhishek-Suvendu : হিন্দুদের কষ্ট ভাঙিয়ে রাজনীতি করতে চায় বিজেপি, অভিষেকের নিশানায় শুভেন্দু

ফের তিনি উত্তরপ্রদেশের হাথরসের প্রসঙ্গ তুলেছেন ৷ সেখানে তৃণমূলের প্রতিনিধি দলকে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

তৃণমূল নেত্রী এদিন কংগ্রেসের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন ৷ তাঁর দাবি, কংগ্রেস বিজেপিকে হারানোর জন্য অনেক সুযোগ পেয়েছে ৷ কিন্তু গত 10 বছরে কংগ্রেস কী করেছে বলে প্রশ্ন তুলেছেন তিনি ৷ তাঁর বক্তব্য, বিজেপিকে হারাতেই কংগ্রেসের নেতারা তৃণমূলে যোগ দিচ্ছেন ৷

আরও পড়ুন : TMC-Goa: ত্রিপুরার পুনরাবৃত্তি গোয়ায়, তৃণমূলের কর্মসূচিতে বাধা পুলিশের

তৃণমূলে যোগ দেওয়ার পর রাজেশপতি ও ললিতেশপতি দু’জনেই প্রাক্তন দলের বিরুদ্ধে বিষোদগার করেছেন ৷ দেশের অন্য কংগ্রেস নেতাদেরও তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ৷

চলতি বছর পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় তৃতীয়বারের জন্য ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই সাফল্য আনতে তাঁকে লড়তে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ৷ তাই তাঁর সাফল্য তাঁকে জাতীয়স্তরে মোদি-বিরোধী নেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা দিয়েছে ৷ যার ফলে তৃণমূলে অনেকেই যোগ দিতে শুরু করেছেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : 15 নয়, 16 নভেম্বর থেকে রাজ্যে খুলবে স্কুল-কলেজ, জানালেন মুখ্যমন্ত্রী

ইতিমধ্যে কংগ্রেস থেকে সুস্মিতা দেব-সহ একাধিক হেভিওয়েট নেতা যোগ দিয়েছেন তৃণমূলে ৷ সেই তালিকায় যুক্ত হল আরও দু’টি নাম ৷

Last Updated : Oct 25, 2021, 6:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.