শিলিগুড়ি, 10 মে : ফের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে উদ্ধার হল কোটি টাকার মাদক (Two Arrested in Siliguri with drugs worth crores of rupees)। ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে এসটিএফ । ধৃতরা হল মহম্মদ সহিদুল ইসলাম (35) ও আব্দুল রৌফ (30) । ধৃতরা দু'জনই মুর্শিদাবাদের বাসিন্দা ।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যাক্তিকে আটক করে এসটিএফ । তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় দেড় কেজি হেরোইন । উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মুল্য এক কোটি টাকার ওপরে । মাদকগুলি বাজেয়াপ্ত করে ধৃতদের গ্রেফতার করে এসটিএফ ।
শিলিগুড়ি পুলিশের প্রধাননগর থানায় মামলা রুজু করেছে এসটিএফ । ওই কাজে আর কারা যুক্ত রয়েছে জানার চেষ্টা-সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এসটিএফ । জানা গিয়েছে, মূলত মুর্শিদাবাদের লালগোলা থেকে ওই মাদক এনে শিলিগুড়িতে বিক্রির পরিকল্পনা ছিল পাচারকারীদের । তার আগেই দুটি প্যাকেটবন্দি ওই মাদক উদ্ধার করেন এসটিএফ । মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয় ।
আরও পড়ুন : Women Trafficking in Siliguri : প্রেম-বিয়ের পর্ব সেরেই নিষিদ্ধপল্লিতে বিক্রি ! পুলিশের জালে দুই