ETV Bharat / city

Darjeeling Toy train Service: পুজোর আগেই শুরু হল টয়ট্রেন পরিষেবা, বাড়ানো হল ভিস্তাডোম কোচের সংখ্যা

গত 17 সেপ্টেম্বর ধস নেমে বন্ধ হয়ে গিয়েছিল দার্জিলিং টয়ট্রেন পরিষেবা ৷ পুজোর মরশুমে আজ থেকে ফের চালু হল টয়ট্রেন (Toy Train Service Resume Befor Puja Vacation) ৷ সেই সঙ্গে বাড়ানো হয়েছে ভিস্তাডোম কোচের সংখ্যাও (Number of Vistadome Coaches of Toy Train Increased) ৷

toy-train-service-resumes-befor-puja-vacation-on-monday
Toy Train Service Resume Befor Puja Vacation on Monday
author img

By

Published : Sep 26, 2022, 5:07 PM IST

Updated : Sep 26, 2022, 8:44 PM IST

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: পুজোর মুখে পর্যটকদের জন্য খুশির খবর নিয়ে এল দার্জিলিং-হিমালয়ান রেল (Darjeeling Himalayan Railway) ৷ ধস নেমে টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর, আজ ফের তা চালু করা হল (Toy Train Service Resumes Befor Puja Vacation) ৷ সেইসঙ্গে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ভিস্তাডোম টয়ট্রেন পরিষেবার সংখ্যা বাড়ালো ডিএইচআর (Number of Vistadome Coaches of Toy Train Increased) ৷ করোনার পর এবার পুজোর মরশুম জমজমাট ৷ পাহাড়েও পর্যটকদের ঢল নেমেছে ৷ ফলে টয়ট্রেনের টিকিটের চাহিদাও রয়েছে তুঙ্গে ৷ সেই কথা মাথায় রেখেই সপ্তাহে তিনদিন করে এনজেপি থেকে দার্জিলিং স্পেশাল টয়ট্রেন পরিষেবা চালু করল ডিএইচআর (DHR) ৷

টানা বৃষ্টিতে ধসের জেরে চলতি মাসেই একাধিকবার বন্ধ হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা ৷ সোমবার থেকে পুনরায় টয়ট্রেন পরিষেবা চালু হয়েছে ৷ শুধু তাই নয় ৷ এসি ভিস্তাডোম কামরা যুক্ত টয়ট্রেন চালানো হচ্ছে ৷ এদিন টয়ট্রেন পরিষেবার সূচনা করেন, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং সাংসদ খগেন মুর্মু সহ-অন্যান্যরা ৷

প্রসঙ্গত, সবরকম বাধা কাটিয়ে এ বার পাহাড়-সমতলের টয়ট্রেন পরিষেবা আরও একধাপ উন্নত হয়েছে ৷ সোমবার সকালে সমতল থেকে পাহাড়ের বাঁক ধরে পর্যটকদের নিয়ে শৈলশহরের পথে যাত্রা শুরু করেছে ভিস্তাডোম টয়ট্রেন ৷ কাঁচের কামরায় বসে দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাহাড়ের সবুজ ঘেরা নৈঃস্বর্গীক সৌন্দর্য দেখতে পাবেন পর্যটকরা ৷

আরও পড়ুন: 22 নভেম্বর থেকে সপ্তাহে সাতদিনই চলবে ভিস্তাডোম, আপাতত বন্ধ টয়ট্রেন

ডিএইচআরের তরফে জানানো হয়েছে, সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন। এনজেপি থেকে সোমবার, বুধবার এবং শনিবার ছাড়বে টয়ট্রেন ৷ শৈলশহর দার্জিলিং থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার টয়ট্রেন ছাড়বে ৷ ট্রেনের সঙ্গে একটি রেস্তোরাঁ কামরাও থাকছে ৷ সফরকালে সেখানে খাবার খেতে পারবেন পর্যটকরা ৷ ভিস্তাডোম টয়ট্রেনের যাত্রীপিছু ভাড়া 1500 টাকা ও রেস্টুরেন্টে কারের ভাড়া 1300 টাকা রাখা হয়েছে ৷ প্রসঙ্গত, প্রথমে 1 সেপ্টেম্বর ধস নেমে একটানা 12 দিন ট্রেন বন্ধ ছিল ৷ পরে চালু হলেও 17 সেপ্টেম্বর ফের ধস নেমে টয়ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যায় ৷ তবে সব বাঁধা কাটিয়ে সোমবার থেকে ফের টয়ট্রেন পরিষেবায় চালু হল ৷

পুজোর আগেই শুরু হল টয়ট্রেন পরিষেবা, বাড়ানো হল ভিস্তাডোম কোচের সংখ্যা

আরও পড়ুন: পর্যটনমহলে স্বস্তি দিয়ে পুনরায় চালু হল এনজেপি-দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা বলেন, ‘‘এসি ভিস্তাডোম কোচ পর্যটকদের জন্য আনা হবে ৷ চাহিদা বাড়লে কোচের সংখ্যা বাড়ানো হবে ৷’’ সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘কেন্দ্র উত্তর-পূর্ব সীমান্ত রেলের উন্নয়নে কাজ করে চলছে ৷ পর্যটকদের চাহিদা মাথায় রেখে স্পেশাল টয়ট্রেন পরিষেবা চালু করা হল ৷ আগামীতে তিনধারিয়া, কার্শিয়াং অন্যান্য স্টেশকগুলিকেও উন্নত করা হবে ৷’’ মালদা থেকে ঘুরতে আসা পর্যটক মনোজিৎ বিশ্বাস বলেন, ‘‘খুব ভালো লাগছে ৷ পুজোর আগে খুব ভালো উপহার দিল রেল ৷’’

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর: পুজোর মুখে পর্যটকদের জন্য খুশির খবর নিয়ে এল দার্জিলিং-হিমালয়ান রেল (Darjeeling Himalayan Railway) ৷ ধস নেমে টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর, আজ ফের তা চালু করা হল (Toy Train Service Resumes Befor Puja Vacation) ৷ সেইসঙ্গে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে ভিস্তাডোম টয়ট্রেন পরিষেবার সংখ্যা বাড়ালো ডিএইচআর (Number of Vistadome Coaches of Toy Train Increased) ৷ করোনার পর এবার পুজোর মরশুম জমজমাট ৷ পাহাড়েও পর্যটকদের ঢল নেমেছে ৷ ফলে টয়ট্রেনের টিকিটের চাহিদাও রয়েছে তুঙ্গে ৷ সেই কথা মাথায় রেখেই সপ্তাহে তিনদিন করে এনজেপি থেকে দার্জিলিং স্পেশাল টয়ট্রেন পরিষেবা চালু করল ডিএইচআর (DHR) ৷

টানা বৃষ্টিতে ধসের জেরে চলতি মাসেই একাধিকবার বন্ধ হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা ৷ সোমবার থেকে পুনরায় টয়ট্রেন পরিষেবা চালু হয়েছে ৷ শুধু তাই নয় ৷ এসি ভিস্তাডোম কামরা যুক্ত টয়ট্রেন চালানো হচ্ছে ৷ এদিন টয়ট্রেন পরিষেবার সূচনা করেন, কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং সাংসদ খগেন মুর্মু সহ-অন্যান্যরা ৷

প্রসঙ্গত, সবরকম বাধা কাটিয়ে এ বার পাহাড়-সমতলের টয়ট্রেন পরিষেবা আরও একধাপ উন্নত হয়েছে ৷ সোমবার সকালে সমতল থেকে পাহাড়ের বাঁক ধরে পর্যটকদের নিয়ে শৈলশহরের পথে যাত্রা শুরু করেছে ভিস্তাডোম টয়ট্রেন ৷ কাঁচের কামরায় বসে দার্জিলিং চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে পাহাড়ের সবুজ ঘেরা নৈঃস্বর্গীক সৌন্দর্য দেখতে পাবেন পর্যটকরা ৷

আরও পড়ুন: 22 নভেম্বর থেকে সপ্তাহে সাতদিনই চলবে ভিস্তাডোম, আপাতত বন্ধ টয়ট্রেন

ডিএইচআরের তরফে জানানো হয়েছে, সপ্তাহে তিনদিন চলবে এই ট্রেন। এনজেপি থেকে সোমবার, বুধবার এবং শনিবার ছাড়বে টয়ট্রেন ৷ শৈলশহর দার্জিলিং থেকে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং রবিবার টয়ট্রেন ছাড়বে ৷ ট্রেনের সঙ্গে একটি রেস্তোরাঁ কামরাও থাকছে ৷ সফরকালে সেখানে খাবার খেতে পারবেন পর্যটকরা ৷ ভিস্তাডোম টয়ট্রেনের যাত্রীপিছু ভাড়া 1500 টাকা ও রেস্টুরেন্টে কারের ভাড়া 1300 টাকা রাখা হয়েছে ৷ প্রসঙ্গত, প্রথমে 1 সেপ্টেম্বর ধস নেমে একটানা 12 দিন ট্রেন বন্ধ ছিল ৷ পরে চালু হলেও 17 সেপ্টেম্বর ফের ধস নেমে টয়ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে যায় ৷ তবে সব বাঁধা কাটিয়ে সোমবার থেকে ফের টয়ট্রেন পরিষেবায় চালু হল ৷

পুজোর আগেই শুরু হল টয়ট্রেন পরিষেবা, বাড়ানো হল ভিস্তাডোম কোচের সংখ্যা

আরও পড়ুন: পর্যটনমহলে স্বস্তি দিয়ে পুনরায় চালু হল এনজেপি-দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা

উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা বলেন, ‘‘এসি ভিস্তাডোম কোচ পর্যটকদের জন্য আনা হবে ৷ চাহিদা বাড়লে কোচের সংখ্যা বাড়ানো হবে ৷’’ সাংসদ রাজু বিস্তা বলেন, ‘‘কেন্দ্র উত্তর-পূর্ব সীমান্ত রেলের উন্নয়নে কাজ করে চলছে ৷ পর্যটকদের চাহিদা মাথায় রেখে স্পেশাল টয়ট্রেন পরিষেবা চালু করা হল ৷ আগামীতে তিনধারিয়া, কার্শিয়াং অন্যান্য স্টেশকগুলিকেও উন্নত করা হবে ৷’’ মালদা থেকে ঘুরতে আসা পর্যটক মনোজিৎ বিশ্বাস বলেন, ‘‘খুব ভালো লাগছে ৷ পুজোর আগে খুব ভালো উপহার দিল রেল ৷’’

Last Updated : Sep 26, 2022, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.