ETV Bharat / city

বড় নেতা হওয়ার দরকার নেই, মানুষের বাড়ি যান : গৌতম দেব

দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে গতকাল শিলিগুড়িতে দলের প্রথম কর্মীসভার আয়োজন করা হয়েছিল। গতকাল ওই কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান আরেক নেতা অরূপ বিশ্বাস।

কর্মীসভা
author img

By

Published : Mar 19, 2019, 6:04 AM IST

শিলিগুড়ি, ১৯ মার্চ : হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকেছে। এবার আটশো বুথকে পাখির চোখ করুন। শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে প্রথম কর্মীসভায় দলের কর্মীদের উদ্দেশে একথা বললেন তৃণমূল নেতা গৌতম দেব। গতকাল ওই কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান আরেক নেতা অরূপ বিশ্বাস।

দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে গতকাল শিলিগুড়িতে দলের প্রথম কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে মন্ত্রী গৌতম দেব বলেন, "এখানে আমাদের MLA নেই, MP নেই, মহকুমা পরিষদ নেই। এমন কী পৌরসভাও নেই। তা সত্ত্বেও আমরা উন্নয়ন করেছি। বড় নেতা বা জাতীয় স্তরের নেতা হওয়ার প্রয়োজন নেই। নিজের এলাকায় মানুষের বাড়ি বাড়ি যান। আর মাত্র এক মাস মতো বাকি রয়েছে। এখন মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনুন। আর মাথা নিচু করে তাঁদের বক্তব্য নোট করুন। সেগুলো নিয়ে রিপোর্ট তৈরি করুন। আমরা নির্বাচনের পরে মানুষের সব দাবি দাওয়া মেটানোর চেষ্টা করব। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পরাজয়ের গ্লানি প্রতিদিন আমাদের তাড়া করে। এটা আমাদের কাছে ডু অর ডাই সিচুয়েশন। এবার আটশো বুথকে পাখির চোখ করুন।"

তিনি আরও বলেন, "আমি ব্যক্তিগত ভাবে কখনও হারিনি। কিন্তু দলের ক্যাপ্টেন হিসেবে কাঙ্ক্ষিত জয় পাচ্ছি না। এবার এখানে স্থানীয় প্রার্থী লড়ছেন। বুকে আগুন নিয়ে কাজে নেমে পড়তে হবে। প্রচার করতে হবে। ঝড় তুলতে হবে।"

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "বিদায়ি সাংসদের কথা উঠলে গান মনে পড়ে। তোমার দেখা নেই রে, তোমার দেখা নাই। এবার আমরা যোগ্য প্রার্থী পেয়েছি। আগে কয়েকবার হার হয়েছে ঠিকই। কিন্তু এবার ৪২টি আসনেই জয় চাই। এখন থেকেই প্রচার চাই। বিরোধীরা কে কোথায় প্রার্থী দিল? বাম -কংগ্রেসে জোট হল কি না? এসব না দেখে প্রচারে মন দিন।"

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "শিলিগুড়িতে এক মেয়র আছেন। ভালো করে পৌরসভা চালাতে পারেন না। কিন্তু ভোট চান। ওদের এবার জবাব দিতে হবে। রাজ্যে কংগ্রেস, CPI(M) বলে কিছু নেই। আমরা একশোয় একশো পাব।"

অন্যদিকে দার্জিলিং আসনের প্রার্থী অমর সিং রাই বলেন, "প্রচার শুরু হয়ে গেছে। আমি আশাবাদী যে আমরা জিতবই।"

শিলিগুড়ি, ১৯ মার্চ : হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকেছে। এবার আটশো বুথকে পাখির চোখ করুন। শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে প্রথম কর্মীসভায় দলের কর্মীদের উদ্দেশে একথা বললেন তৃণমূল নেতা গৌতম দেব। গতকাল ওই কর্মীসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান আরেক নেতা অরূপ বিশ্বাস।

দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে গতকাল শিলিগুড়িতে দলের প্রথম কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে মন্ত্রী গৌতম দেব বলেন, "এখানে আমাদের MLA নেই, MP নেই, মহকুমা পরিষদ নেই। এমন কী পৌরসভাও নেই। তা সত্ত্বেও আমরা উন্নয়ন করেছি। বড় নেতা বা জাতীয় স্তরের নেতা হওয়ার প্রয়োজন নেই। নিজের এলাকায় মানুষের বাড়ি বাড়ি যান। আর মাত্র এক মাস মতো বাকি রয়েছে। এখন মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগের কথা শুনুন। আর মাথা নিচু করে তাঁদের বক্তব্য নোট করুন। সেগুলো নিয়ে রিপোর্ট তৈরি করুন। আমরা নির্বাচনের পরে মানুষের সব দাবি দাওয়া মেটানোর চেষ্টা করব। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। পরাজয়ের গ্লানি প্রতিদিন আমাদের তাড়া করে। এটা আমাদের কাছে ডু অর ডাই সিচুয়েশন। এবার আটশো বুথকে পাখির চোখ করুন।"

তিনি আরও বলেন, "আমি ব্যক্তিগত ভাবে কখনও হারিনি। কিন্তু দলের ক্যাপ্টেন হিসেবে কাঙ্ক্ষিত জয় পাচ্ছি না। এবার এখানে স্থানীয় প্রার্থী লড়ছেন। বুকে আগুন নিয়ে কাজে নেমে পড়তে হবে। প্রচার করতে হবে। ঝড় তুলতে হবে।"

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "বিদায়ি সাংসদের কথা উঠলে গান মনে পড়ে। তোমার দেখা নেই রে, তোমার দেখা নাই। এবার আমরা যোগ্য প্রার্থী পেয়েছি। আগে কয়েকবার হার হয়েছে ঠিকই। কিন্তু এবার ৪২টি আসনেই জয় চাই। এখন থেকেই প্রচার চাই। বিরোধীরা কে কোথায় প্রার্থী দিল? বাম -কংগ্রেসে জোট হল কি না? এসব না দেখে প্রচারে মন দিন।"

শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে কটাক্ষ করে তিনি আরও বলেন, "শিলিগুড়িতে এক মেয়র আছেন। ভালো করে পৌরসভা চালাতে পারেন না। কিন্তু ভোট চান। ওদের এবার জবাব দিতে হবে। রাজ্যে কংগ্রেস, CPI(M) বলে কিছু নেই। আমরা একশোয় একশো পাব।"

অন্যদিকে দার্জিলিং আসনের প্রার্থী অমর সিং রাই বলেন, "প্রচার শুরু হয়ে গেছে। আমি আশাবাদী যে আমরা জিতবই।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.