ETV Bharat / city

নেতাজিকে হাইজ্যাক করেছে মমতা :সূর্যকান্ত - BJP

মোদি এবং মমতা বলেছিলেন নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করবেন । কোথায় সেই রহস্য উন্মোচন হল । কী এমন ডকুমেন্ট তাঁরা জনসমক্ষে আনলেন? যা জানা ছিল, সেগুলিই ঘুরিয়ে-ফিরিয়ে আবার সামনে এনেছেন । সব ভাঁওতা । বললেন সূর্যকান্ত মিশ্র ৷

Surjya Kanta Mishra
নেতাজির অন্তর্ধান রহস্য
author img

By

Published : Jan 23, 2020, 10:06 PM IST

শিলিগুড়ি, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তীতে শিলিগুড়ি থেকে BJP-তৃণমূলের বিরোধিতায় সরব হলেন সূর্যকান্ত মিশ্র ৷ তিনি বলেন, "নেতাজিকে ওরা দখল করেছে ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে ওদের কোনও ভূমিকা ছিল না ৷ যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের নেতাজির জন্মজয়ন্তী পালন সাজে না ৷ তারা দেশদ্রোহী ৷"

আজ দার্জিলিঙে জেলা CPI(M)-র সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিতে এসেছিলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ সেখান থেকে শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজির মৃর্তিতে মাল্যদান করেন তিনি ৷ সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ মাল্যদানের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমরা দেশপ্রেমিক দিবস হিসেবে দিনটি পালন করি । কেন্দ্র এবং রাজ্যকে বলেছিলাম এই দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালিত হোক । ওরা কেউ করেনি । কলকাতায় ফরওয়ার্ড ব্লকের যে মূল অনুষ্ঠান হত তাতে প্রথম প্রথম মালা দিতে আসতেন রাজ্যের মন্ত্রীরাও । আমরা জায়গা করে দিয়েছিলাম । কিন্তু গত কয়েক বছর ধরে সেই অনুষ্ঠান ওরাই দখল করে নিয়েছে । এখানেও দখলের রাজনীতি কায়েম হয়েছে । দেশের ইতিহাস মুছবে না । BJP কোথায় ছিল সে সময়? যারা ধর্ম নিয়ে কথা বলে আবার নেতাজির কথা বলে তারা দেশদ্রোহী । এরাজ্যে মুখ্যমন্ত্রী নেতাজির জন্মজয়ন্তী হাইজ্যাক করেছেন ।"

যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের নেতাজির জন্মজয়ন্তী পালন সাজে না, বললেন সূর্যকান্ত

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করবেন তাঁরা । কোথায় সেই রহস্য উন্মোচন হল । কী এমন ডকুমেন্ট তাঁরা জনসমক্ষে আনলেন? কিছুই জনসমক্ষে আসেনি । যা জানা ছিল, সেগুলিই ঘুরিয়ে-ফিরিয়ে আবার সামনে এনেছেন । সব ভাঁওতা ।

অন্যদিকে, গতকাল দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর CAA বিরোধী পদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী এখন ঠেলায় পড়ে এসব বলছেন । বলছেন এরাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেব না । কিন্তু আমরাই কাগজপত্র প্রকাশ্যে এনেছি । বনগাঁ এবং নিউটাউনে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার । এরাজ্যে ক্যাম্প হলে আমরা সেই ক্যাম্প ভেঙে দেব । কিন্তু ক্যাম্প এ রাজ্যে তৈরি হবে কেন? BJP বিরোধী ঐক্যের কথা বলা হয়েছিল । আমরা রাজি ছিলাম । একসাথে আন্দোলন হবে । দিল্লি চলুন মুখ্যমন্ত্রী । কিন্তু তিনি গেলেন না ।"

শিলিগুড়ি, 23 জানুয়ারি : নেতাজির জন্মজয়ন্তীতে শিলিগুড়ি থেকে BJP-তৃণমূলের বিরোধিতায় সরব হলেন সূর্যকান্ত মিশ্র ৷ তিনি বলেন, "নেতাজিকে ওরা দখল করেছে ৷ দেশের স্বাধীনতা সংগ্রামে ওদের কোনও ভূমিকা ছিল না ৷ যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের নেতাজির জন্মজয়ন্তী পালন সাজে না ৷ তারা দেশদ্রোহী ৷"

আজ দার্জিলিঙে জেলা CPI(M)-র সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিতে এসেছিলেন CPI(M)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ৷ সেখান থেকে শিলিগুড়ির নেতাজি মোড়ে নেতাজির মৃর্তিতে মাল্যদান করেন তিনি ৷ সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ মাল্যদানের পর সাংবাদিকদের তিনি বলেন, "আমরা দেশপ্রেমিক দিবস হিসেবে দিনটি পালন করি । কেন্দ্র এবং রাজ্যকে বলেছিলাম এই দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালিত হোক । ওরা কেউ করেনি । কলকাতায় ফরওয়ার্ড ব্লকের যে মূল অনুষ্ঠান হত তাতে প্রথম প্রথম মালা দিতে আসতেন রাজ্যের মন্ত্রীরাও । আমরা জায়গা করে দিয়েছিলাম । কিন্তু গত কয়েক বছর ধরে সেই অনুষ্ঠান ওরাই দখল করে নিয়েছে । এখানেও দখলের রাজনীতি কায়েম হয়েছে । দেশের ইতিহাস মুছবে না । BJP কোথায় ছিল সে সময়? যারা ধর্ম নিয়ে কথা বলে আবার নেতাজির কথা বলে তারা দেশদ্রোহী । এরাজ্যে মুখ্যমন্ত্রী নেতাজির জন্মজয়ন্তী হাইজ্যাক করেছেন ।"

যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের নেতাজির জন্মজয়ন্তী পালন সাজে না, বললেন সূর্যকান্ত

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করবেন তাঁরা । কোথায় সেই রহস্য উন্মোচন হল । কী এমন ডকুমেন্ট তাঁরা জনসমক্ষে আনলেন? কিছুই জনসমক্ষে আসেনি । যা জানা ছিল, সেগুলিই ঘুরিয়ে-ফিরিয়ে আবার সামনে এনেছেন । সব ভাঁওতা ।

অন্যদিকে, গতকাল দার্জিলিঙে মুখ্যমন্ত্রীর CAA বিরোধী পদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী এখন ঠেলায় পড়ে এসব বলছেন । বলছেন এরাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেব না । কিন্তু আমরাই কাগজপত্র প্রকাশ্যে এনেছি । বনগাঁ এবং নিউটাউনে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেওয়ার প্রস্তুতি নিয়েছিল রাজ্য সরকার । এরাজ্যে ক্যাম্প হলে আমরা সেই ক্যাম্প ভেঙে দেব । কিন্তু ক্যাম্প এ রাজ্যে তৈরি হবে কেন? BJP বিরোধী ঐক্যের কথা বলা হয়েছিল । আমরা রাজি ছিলাম । একসাথে আন্দোলন হবে । দিল্লি চলুন মুখ্যমন্ত্রী । কিন্তু তিনি গেলেন না ।"

Intro:নেতাজিকে ওরা দখল করেছে। দেশের স্বাধীনতা সংগ্রামে ওদের কোনো ভূমিকা ছিল না। যারা ধর্মের নামে রাজনীতি করে তাদের নেতাজি জয়ন্তী পালন সাজেনা। তারা দেশদ্রোহী। বিজেপি তৃণমূল বিরোধিতায় শিলিগুড়িতে সুর চড়ালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।


Body:দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর বৈঠকে যোগ দিতে এদিন শিলিগুড়িতে আসেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। দুপুরে শিলিগুড়ি নেতাজি মোড়ে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করতে আসেন তিনি। সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য।

মাল্যদান করে সূর্যকান্ত মিশ্র বলেন, আমরা দেশপ্রেমিক দিবস হিসেবে দিনটি পালন করি। কেন্দ্র এবং রাজ্যকে বলেছিলাম এই দিনটি দেশপ্রেম দিবস হিসেবে পালিত হোক। ওরা কেউ করেননি। কলকাতায় ফরওয়ার্ড ব্লকের যে মূল অনুষ্ঠান হতো তাতে প্রথম প্রথম মালা দিতে আসতেন রাজ্যের মন্ত্রীরাও। আমরা জায়গা করে দিয়েছিলাম। গত কয়েক বছর ধরে সেই অনুষ্ঠান ওরাই দখল করে নিয়েছে। এখানেও দখলের রাজনীতি কায়েম হয়েছে।
সূর্যকান্ত মিশ্র বলেন দেশের ইতিহাস মুছবে না। বিজেপি কোথায় ছিল সে সময়? যারা ধর্ম নিয়ে কথা বলে এবং নেতাজির কথা বলে তারা দেশদ্রোহী। এরাজ্যে মুখ্যমন্ত্রী নেতাজির জন্ম জয়ন্তী হাইজ্যাক করেছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নেতাজির অন্তর্ধান রহস্য উন্মোচন করবেন তারা। কোথায় সেই রহস্য উন্মোচন হলো। কি এমন ডকুমেন্ট তারা জনসমক্ষে আনলেন? কিছুই জনসমক্ষে আসেনি। যা জানা ছিল, সেগুলিই ঘুরিয়ে-ফিরিয়ে আবার সামনে এনেছেন। সব ভাওতা।

অন্যদিকে, গতকাল দার্জিলিঙে মুখ্যমন্ত্রী তরফে নাগরিকত্ব আইন বিরোধী পদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, মুখ্যমন্ত্রী এখন ঠেলায় পড়ে এসব বলছেন। বলছেন এরাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবনা। কিন্তু আমরাই কাগজপত্র প্রকাশ্যে এনেছি। বনগাঁ এবং নিউটাউনে ডিটেনশন ক্যাম্প এর জন্য জমি দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল রাজ্য সরকার। এরাজ্যে ক্যাম্প হলে আমরা সেই ক্যাম্প ভেঙে দেবো। কিন্তু ক্যাম্প এ রাজ্যে তৈরি হবে কেন? বিজেপি বিরোধী ঐক্যের কথা বলা হয়েছিল। আমরা রাজি ছিলাম। একসাথে আন্দোলন হবে। দিল্লি চলুন মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি গেলেন না। তৃণমূলের সভায় বেশ কিছু মানুষের ভিড় প্রসঙ্গে তিনি বলেন কেউ ভালবেসে মমতার সভায় গেলে নিশ্চয়ই যান। কিন্তু বিরিয়ানি খাইয়ে আর সরকারি গাড়িতে করে লোক আনা হলে আপনারা যাবেন না।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.