শিলিগুড়ি, 14 জুলাই : অবশেষে ঘোষণা করা হল শিলিগুড়ি মহকুমা পরিষদের (Siliguri Mahakuma Parishad) সভাধিপতি ও সহকারি সভাধিপতির নাম । অভিজ্ঞতা ও তারুণ্যের মধ্যে দল তারুণ্যকেই গুরুত্ব দিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) । নতুন মুখেই ভরসা রাখল তারা ৷
শিলিগুড়ি মহকুমা পরিষদের নতুন সভাধিপতি হলেন অরুণ ঘোষ ৷ তিনি নকশালবাড়ি 1 নম্বর আসন থেকে জয়ী হন । সহকারি সভাধিপতি হলেন অভিনেত্রী তথা আদিবাসী এবং চা-বাগানের মুখ রুমা রেশমি এক্কা (Ruma Reshmi Ekka) ৷ তিনি ফাঁসিদেওয়া 2 আসন থেকে জয়ী হন ।
বৃহস্পতিবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে সাংবাদিক বৈঠক করে ওই দু’জনের নাম ঘোষণা করেন রাজ্যের বিদ্যুৎ ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস (Bengal Minister Arup Biswas) । পাশাপাশি দলনেতা করা হয়েছে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়কে ৷ তিনি নকশালবাড়ি আসন থেকে জয়ী হন ।
এদিন জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ ও জেলা তৃণমূল চেয়ারম্যান অলোক চক্রবর্তীও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ৷ নতুন দায়িত্ব পেয়ে সকলেই ধন্যবাদ জানান নেতৃত্বদের ৷ এদিন অরূপ বিশ্বাস জানান, জুলাই মাসের শেষের দিকে শপথ নেবেন সকলে ৷ কয়েকদিনের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানদের নাম ঘোষণা করা হবে ৷
আরও পড়ুন : Mamata Banerjee on SMP Win: উত্তরবঙ্গে পৌঁছলেন মমতা, শিলিগুড়ি মহকুমা পরিষদ জয়ে শুভেচ্ছা দলকে