ETV Bharat / city

বাংলা শান্তিপূর্ণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতিও দেশের অন্যতম সেরা : DG - DG's comments on State law and order situation

রাজ্য পুলিশের DG বীরেন্দ্র বলেন, "আপনারও এ ব্যাপারে আমার সঙ্গে সহমত হবেন ৷ আমাদের রাজ্য দেশের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য ৷"

রাজ্য পুলিশের DG বীরেন্দ্র
author img

By

Published : Sep 13, 2019, 8:22 PM IST

Updated : Sep 13, 2019, 9:19 PM IST

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : "আমি নিশ্চিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ক্রাইম সিচুয়েশনের দিক দিয়ে এ রাজ্য দেশের মধ্যে অন্যতম সেরা ৷" আজ শিলিগুড়িতে এই মন্তব্য করলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র ৷

তিনি বলেন, "আপনারও এ ব্যাপারে আমার সঙ্গে সহমত হবেন ৷ আমাদের রাজ্য দেশের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য ৷ রাজ্যের জনসংখ্যা 10 কোটি ৷ বছরে কেস হয় মাত্র 2 লাখ ৷ বাকি কোথাও কোথাও ছোটোখাটো ঘটনা ঘটে থাকে ৷ পুলিশকে কাজ করতে দিন । আইনশৃঙ্খলা রক্ষা করবে পুলিশ । " তিনি আরও বলেন, "কোচবিহার ও জলপাইগুড়ি পরিদর্শন করেছি । কিছু এলাকায় গন্ডগোল হচ্ছে ৷ যারা করছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে ।" সেই সঙ্গে শিলিগুড়িতে ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির কিনারা না হওয়ায় এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি । বলেন," CP-কে বলেছি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

উল্লেখ্য, এর আগে আজ বাম-ছাত্র যুবদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি লাঠিচার্জ প্রসঙ্গে তিনি বলেছিলেন, "আমি এরকম খবর পাইনি ৷ মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে ৷"

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর : "আমি নিশ্চিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ক্রাইম সিচুয়েশনের দিক দিয়ে এ রাজ্য দেশের মধ্যে অন্যতম সেরা ৷" আজ শিলিগুড়িতে এই মন্তব্য করলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র ৷

তিনি বলেন, "আপনারও এ ব্যাপারে আমার সঙ্গে সহমত হবেন ৷ আমাদের রাজ্য দেশের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ রাজ্য ৷ রাজ্যের জনসংখ্যা 10 কোটি ৷ বছরে কেস হয় মাত্র 2 লাখ ৷ বাকি কোথাও কোথাও ছোটোখাটো ঘটনা ঘটে থাকে ৷ পুলিশকে কাজ করতে দিন । আইনশৃঙ্খলা রক্ষা করবে পুলিশ । " তিনি আরও বলেন, "কোচবিহার ও জলপাইগুড়ি পরিদর্শন করেছি । কিছু এলাকায় গন্ডগোল হচ্ছে ৷ যারা করছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে ।" সেই সঙ্গে শিলিগুড়িতে ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির কিনারা না হওয়ায় এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি । বলেন," CP-কে বলেছি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

উল্লেখ্য, এর আগে আজ বাম-ছাত্র যুবদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি লাঠিচার্জ প্রসঙ্গে তিনি বলেছিলেন, "আমি এরকম খবর পাইনি ৷ মিছিল শান্তিপূর্ণভাবে হয়েছে ৷"

Intro:দেশে শান্তিপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ, আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্যই সেরা বলে জানালেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। শিলিগুড়িতে তিনি বলেন যে রাজ্যই দেশের সেরা। আইন শৃঙ্খলা রক্ষাতেও পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠ।


Body:রাজ্যে রাজনৈতিক সংঘর্ষের পাশাপাশি , খুন জখম, ও চুরি ডাকাতির ঘটনা বাড়ছে। যদিও তাতে দোষের কিছু দেখেছেন না রাজ্য পুলিশের ডিজি। তিনি জানাচ্ছেন পশ্চিমবঙ্গই শ্রেষ্ঠ। বচদে এখানে মাত্র দুলক্ষ মামলা হয় জানুয়ে ডিজি বলেন শান্তিপূর্ণ রাজ্য এটি।

তিনি বলেন পুলিশকে কাজ করতে দিন। আইনশৃঙ্খলা রক্ষা করবে পুলিশ। কোথায় অভিযোগ রহাকলে আইজি, ডিআইজিরা আছেন। তাদের কাছে জানান।

তবে শিলিগুড়িতে সোনার বিনিময়ে ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির কিনারা না হওয়ায় এদিন নিজের উদ্বেগ প্রকাশ কোডেন ডিজি। তিনি বলেন ওই ঘটবে দশ কোটির গহনা লুঠ হয়েছে। সিপিকে বলেছি অবিলম্বে অভিযুক্তদের ধরতে হবে।
তিনি বলেন কোচবিহার ও জলপাইগুড়ি পরিদর্শন করেছি। কিছু এলাকায় গন্ডগোল যারা কিদছেন তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। মোটের ওপর রাজ্য শান্তিপূর্ণ রয়েছে।


Conclusion:
Last Updated : Sep 13, 2019, 9:19 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.